ইউরো কাপ: ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে স্পেন
(last modified Mon, 28 Jun 2021 19:21:13 GMT )
জুন ২৯, ২০২১ ০১:২১ Asia/Dhaka
  • ৫-৩ ব্যবধানে জয় নিয়ে শেষ আটে পৌঁছে যায় লুইস এনরিকের দল
    ৫-৩ ব্যবধানে জয় নিয়ে শেষ আটে পৌঁছে যায় লুইস এনরিকের দল

আট গোলের রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্পেন। ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়ল লুইস এনরিকের শিষ্যরা।

সোমবার কোপেনহেগেনর পারকেন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে পেদ্রির আত্মঘাতী গোলে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও সারাবিয়ার গোলে সমতায় ফেরে স্পেন। এরপর আজিপিলিকুয়েটা এবং ফারান তোরেসের গোলে ৩-১ ব্যবধানের লিড নেয় স্প্যানিশরা।

ম্যাচ শেষ ১০ মিনিটে গড়াতেই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে খেলতে শুরু করে ক্রোয়েশিয়া। ৮৫তম মিনিটে মিস্ল্যাভ ওরসিচ ক্রোয়াটদের হয়ে গোল করলে ব্যবধান ৩-২ হয়। এরপর ম্যাচে ফেরার জন্য আরও বেশি মরিয়া হয়ে ওঠে ক্রোয়াটরা। যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ওরসিচের অ্যাসিস্ট থেকে মারিয়াও পাসালিচ ৩-৩ গোলে দলকে সময়তায় ফেরান। আর তাতেই ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের ১০০তম মিনিটে ডান দিক থেকে ড্যানি অলমোর ভেসে আসা ক্রস ক্রোয়েশিয়ার ডি বক্সের বাঁ দিকে গ্রহণ করেন আলভারো মোরাতা। আর ফাঁকায় থাকা মোরাতা জোরালো শটে বল জালে জড়িয়ে দলকে ৪-৩ ব্যবধানের লিড এনে দেন।

অতিরিক্ত সময়ে লিড নেওয়ার ঠিক মিনিট তিনেক পরে অলমোর ডান দিক থেকে ভাসানো আরও এক দুর্দান্ত ক্রস ক্রোয়াটদের ডি বক্সে। এবারে ডি বক্সের ভেতর বল পান মিকেল ওয়ারজাবাল আর দুর্দান্ত শটে তিনিও বল জালে জড়ালে স্পেন লিড পায় ৫-৩ গোলের। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় রুদ্ধশ্বাস ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। আর সেই সঙ্গে টিকিট কাটে কোয়ার্টারেরও। কোয়ার্টার ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে সুইজারল্যান্ডকে।

তিন বছর আগে বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল ক্রোয়েশিয়া। ফ্রান্সের কাছে হেরে শিরোপা জেতা হয়নি। ওই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এই ইউরোতে অংশ নিয়েছিল তারা। কিন্তু আগের তিনবারের মতো এবারও প্রথম নকআউট ম্যাচেই বিদায় নিতে হলো ক্রোটদের।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

ট্যাগ