কিউবায় যা ঘটছে তা অভ্যন্তরীণ ব্যাপার, জাতিসংঘের হস্তক্ষেপ নয়: রাশিয়া
-
দিমিত্রি পুলিয়ানেস্কি
কিউবায় যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের প্রয়োজন নেই। এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানেস্কি।
কিউবা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সেখানে যে প্রতিবাদ ও বিক্ষোভ দেখা দিয়েছে তা পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়। নিরাপত্তা পরিষদ সাধারণভাবে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করে না।
কিউবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ দোকানপাট ও মার্কেটেও হামলা চালিয়েছে।
এই ঘটনার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হস্তক্ষেপমূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, বিক্ষোভের অধিকার রয়েছে এবং এই অধিকারের প্রতি সমর্থন জানায় ওয়াশিংটন।
এরপর কিউবার প্রেসিডেন্ট মিগুয়াল দিয়াজ কানেল বলেছেন, যারা বিক্ষোভে অংশ নিচ্ছে তাদেরকে অর্থ দিচ্ছে আমেরিকা। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা অর্থ পাচ্ছে।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।