হিলারি ও ট্রাম্প সবচেয়ে অজনপ্রিয় প্রার্থী: ওয়াশিংটন পোস্ট
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট চলতি বছরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই শীর্ষস্থানীয় এবং সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতাকে মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অপছন্দনীয় প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা বলে মন্তব্য করেছে।
দৈনিকটি সম্প্রতি লিখেছে, বেশিরভাগ ভোটারই হিলারিকে ঘৃণা করেন এবং ট্রাম্পকে ঘৃণা করেন আরো বেশি ভোটার। কোনো কোনো ডেমোক্রেট নেতা মনে করেছিলেন হিলারি সহজেই নির্বাচিত হবেন, কিন্তু বর্তমানে তার অবস্থা ২০০৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে বুশের অবস্থার চেয়েও খারাপ হয়ে পড়েছে। আর রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের অবস্থা হিলারির চেয়েও খারাপ। তার সম্পর্কে অশ্বেতাঙ্গ মার্কিন ভোটারদের বেশিরভাগই নেতিবাচক মনোভাব পোষণ করেন।
নেব্রাস্কা অঙ্গরাজ্যের সিনেটর বেন সসে জানিয়েছেন, আমেরিকার নির্বাচনের ইতিহাসে আর কখনও এমনটি দেখা যায়নি যে কোনো প্রার্থী সম্পর্কে অর্ধেকেরও বেশি ভোটার খারাপ ধারণা রাখেন। তিনি বলেছেন, আমার শহরের আবর্জনা পোড়ানোর কেন্দ্রগুলোও হিলারি ও ট্রাম্পের চেয়ে বেশি জনপ্রিয়। দৈনিকটি আরও লিখেছে, বেশিরভাগ ভোটাররাই ট্রাম্পকে অপছন্দ করেন, অন্যদিকে হিলারিও বেশ অজনপ্রিয়।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প হচ্ছেন একটি বড় দলের ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী। এক জরিপে দেখা গেছে, দুই তৃতীয়াংশ ভোটারই ট্রাম্পকে অপছন্দ করেন।#
মু. আ. হুসাইন/১৬