প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলেও ক্নিনটনকে মন্ত্রী করা হবে না: হিলারি
(last modified Tue, 17 May 2016 05:37:55 GMT )
মে ১৭, ২০১৬ ১১:৩৭ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলেও ক্নিনটনকে মন্ত্রী করা হবে না: হিলারি

আমেরিকার ডেমোক্র্যাট দলের অন্যতম প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, “২০১৬ সালে নির্বাচনে বিজয়ী হতে তার স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্নিনটনকে মন্ত্রিসভায় কোনো পদ দেয়া হবে না।

কেনটুকির পাডুকার প্রাইমারি নিয়ে প্রচার অভিযানে ব্যস্ত হিলারিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মাথা নেড়ে বলেন, না।

আজ (মঙ্গলবার) আরো পরে এ প্রাইমারি হওয়ার কথা রয়েছে। অবশ্য এর আগে অর্থনীতি সামাল দেয়ার বিষয়ে তার স্বামীর সক্ষমতা নিয়ে অনেকবার গর্ব করেছেন হিলারি।

রোববারেও ফোর্ট মিচেলে তিনি ঘোষণা করেছিলেন, মার্কিন অর্থনীতি চাঙ্গা করার দায়িত্ব বিল ক্লিনটনকে দেয়া হবে। অবশ্য রাতারাতি তার সে মনোভাব কেন পরিবর্তন হলো তা ব্যাখ্যা করেন নি হিলারি।

অবশ্য চলতি মাসের গোড়ার দিকে হিলারি বলেছিলেন, নির্বাচনে বিজয়ী হলে মার্কিন যুক্তরাষ্ট্র তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৭

ট্যাগ