ফিনল্যান্ডেও অনুষ্ঠিত হচ্ছে পবিত্র মুহররমের শোকানুষ্ঠান
https://parstoday.ir/bn/news/world-i96066
ইউরোপীয় দেশ ফিনল্যান্ডেও প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মুহররমের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রাসূল (স.)'র প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের স্মরণে সমগ্র বিশ্ব জুড়ে এখন চলছে পবিত্র মুহররমের শোকানুষ্ঠান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ১৭, ২০২১ ১৬:০৪ Asia/Dhaka

ইউরোপীয় দেশ ফিনল্যান্ডেও প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মুহররমের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রাসূল (স.)'র প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের স্মরণে সমগ্র বিশ্ব জুড়ে এখন চলছে পবিত্র মুহররমের শোকানুষ্ঠান।

ইমাম হুসাইন (আ) সম্পর্কে বিশ্বনবী (সা) বলেছেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। তিনি আরও বলেছেন, হুসাইন আমার সন্তান,আমার বংশ ও মানবজাতির মধ্যে তাঁর ভাই হাসানের পর শ্রেষ্ঠ। সে মুসলমানদের ইমাম, মুমিনদের অভিভাবক, জগতগুলোর রবের প্রতিনিধি বা খলিফা, … সে আল্লাহর হুজ্জাত বা প্রমাণ পুরো সৃষ্টির ওপর, সে বেহেশতের যুবকদের সর্দার, উম্মতের মুক্তির দরজা। তাঁর আদেশ হল আমার আদেশ। তাঁর আনুগত্য করা হল আমারই আনুগত্য করা। যেই তাঁকে অনুসরণ করে সে আমার সাথে যুক্ত হয় এবং যে তাঁর অবাধ্য হয় সে আমার সঙ্গে যুক্ত হতে পারে না।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।