শোকাবহ মহররম ও কিছু স্মৃতি
(last modified Sat, 21 Aug 2021 07:01:29 GMT )
আগস্ট ২১, ২০২১ ১৩:০১ Asia/Dhaka
  • শোকাবহ মহররম ও কিছু স্মৃতি

আসসালামু আলাইকুম। শুরুতেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি ও সালাম জানাই ঈমাম পরিবার তথা আহলে বাইতের সেইসব মহিমান্বিত সদস্যগণের পবিত্র আত্মার প্রতি যাঁরা ইসলামের সবচেয়ে আলোচিত ও হৃদয়বিদারক ঘটনা ঐতিহাসিক কারবালা ময়দানে নরপিশাচ ইয়াজিদ বাহিনীর হাতে অত্যন্ত মর্মন্তুদভাবে শাহাদত বরণ করেছেন। মহান আল্লাহ পাক তাঁদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন এমনই দোয়া জানাচ্ছি। 

শৈশব, কৈশোর, যৌবনের স্মৃতি মনে পড়ছে। আমার শ্রদ্ধাভাজন জেঠামিয়া ছিলেন সুললিত কণ্ঠের একজন পুঁথিপাঠক। প্রতি বছর বেদনাদায়ক মহররম শুরু হবার সাথে সাথেই নিজ এলাকায় বা পার্শ্ববর্তী এলাকার লোকজন কর্তৃক কোনো বাড়িতে কিংবা উন্মুক্ত স্থানে আয়োজন করা হতো পুঁথিপাঠের আসরের। আমার শ্রদ্ধেয় জেঠামিয়াকে মহররম মাসের শুরু থেকেই আশুরার দিন পর্যন্ত ‘দাস্তান-ই শহীদে কারবালা’ নামক পুঁথি থেকে পাঠ করে শোনানোর জন্য এলাকাবাসীর আব্দার রক্ষা করতে হতো। অবশ্য জেঠামিয়ার নিজের আগ্রহটাও ছিল প্রচুর। তিনি নিজ বাড়িতেও প্রায় নিয়মিতভাবেই কোনো না কোনো পুঁথি পাঠ করতেন। যাহোক তার চমৎকার সুর করে পুঁথি পাঠের মাধ্যমে কারবালার মর্মান্তিক শোকাবহ ঘটনা তথা আহলে বাইতের শাহাদত বরণের করুণ বর্ণনা দেবার সময় পাঠক এবং শ্রোতা সবারই চোখ অশ্রুসজল হয়ে উঠত। প্রায় বিশ বছর পূর্বে জেঠামিয়ার পরলোকগমনের পর থেকে মহররমকে ঘিরে উক্ত সংস্কৃতিও এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। আশেপাশের গ্রামগুলোতেও আর পুঁথিপাঠের আসর বসে না।

অপরদিকে শ্রদ্ধেয় এক বড় ভাই (জেঠাতো) মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থের ভক্ত ছিলেন। মহররমের শুরু থেকেই তিনি আগ্রহী যুবকদের পাশে বসিয়ে কারবালার মর্মন্তুদ ঘটনার বর্ণনা পড়ে শোনাতেন আর উপস্থিত সবাই বসে তন্ময় হয়ে শুনতাম। আমার বংশের সব ভাইদের মধ্যে সর্বজ্যৈষ্ঠ এই ভাইটিও পরপারে চলে গেছেন এক দশক পূর্বে।  

শৈশব থেকে আমার দেখা মহরমের স্মৃতিগুলোর মধ্যে আশুরার দিনসহ ২/৩ দিন রোযা রাখা, আশুরার দিনে এলাকার ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে তবারক রান্না করে এলাকার দরিদ্র অসহায় মানুষগুলোর মাঝে বিতরণ করা এবং কারবালার শহীদানদের স্মরণে তাঁদের রূহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিলের ধারাটি আজও অব্যাহত রয়েছে। 

আমার প্রিয় রেডিও তেহরান থেকে পূর্বের ন্যায় এবারও শোকাবহ মহররম উপলক্ষে 'কারবালার শাশ্বত বিপ্লব' শিরোনামে বিশেষ ধারাবাহিক আলোচনার মাধ্যমে কারবালা ময়দানে আহলে বাইতের মর্মান্তিক শাহাদত বরণের ইতিহাসকে শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 

সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন এমন শুভ কামনা রেখে আপাততঃ ইতি টানছি। 

 

আব্দুল কুদ্দুস মাস্টার 

শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব 

উত্তর ধলডাঙ্গা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ