আফগানিস্তান থেকে রুশ নাগরিক সরিয়ে নিচ্ছে মস্কো
https://parstoday.ir/bn/news/world-i96426-আফগানিস্তান_থেকে_রুশ_নাগরিক_সরিয়ে_নিচ্ছে_মস্কো
আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংস গোলযোগ এবং রাজধানীতে ছড়িয়ে পড়া উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দেশটি থেকে রাশিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। এজন্য মস্কো চারটি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে কাবুলে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৫, ২০২১ ২১:০২ Asia/Dhaka
  • রাশিয়ার সামরিক বিমান (ফাইল ফটো)
    রাশিয়ার সামরিক বিমান (ফাইল ফটো)

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংস গোলযোগ এবং রাজধানীতে ছড়িয়ে পড়া উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দেশটি থেকে রাশিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। এজন্য মস্কো চারটি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে কাবুলে।

এসব বিমানে রুশ নাগরিকের পাশাপাশি বেলারুশ, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ইউক্রেনের নাগরিকদের সরিয়ে নেয়া হবে। ইরানের প্রেস টিভি বলছে, রাশিয়ার চারটি বিমানে পাঁচশোর বেশি লোককে পরিবহন করা হবে।

গত ১৫ আগস্ট তালেবান গেরিলা গোষ্ঠী আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং এর মধ্যদিয়ে পুরো দেশের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। এরপর এই প্রথম রাশিয়া প্রকাশ্যে তার নাগরিকদের সরিয়ে নেয়ার কথা ঘোষণা করল।

তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর রাশিয়া অনেকটা সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছে। মস্কো আগে থেকেই তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তবে মার্কিন আগ্রাসনের ২০ বছর পরে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ায় রাশিয়াসহ আঞ্চলিক অনেক দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব দেশ তালেবানকে সহযোগিতার কথাও বলছে।#

পার্সটুডে/এসআইবি/২৫