অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে আফগানিস্তানে
https://parstoday.ir/bn/news/world-i96534-অংশগ্রহণমূলক_তত্ত্বাবধায়ক_সরকার_গঠন_হবে_আফগানিস্তানে
আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে তালেবান। এই সরকারে আফগানিস্তানের সব ধরনের নৃ-গোষ্ঠী এবং উপজাতির নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৮, ২০২১ ০৯:৫২ Asia/Dhaka
  • তালেবান নেতাদের একটি বৈঠক (ফাইল ফটো)
    তালেবান নেতাদের একটি বৈঠক (ফাইল ফটো)

আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে তালেবান। এই সরকারে আফগানিস্তানের সব ধরনের নৃ-গোষ্ঠী এবং উপজাতির নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।

গতকাল (শুক্রবার) একটি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। এজন্য অন্তত এক ডজন ব্যক্তির নাম বিবেচনা করা হচ্ছে। তবে এই সরকার কতদিন স্থায়ী হবে সে সম্পর্কে কিছু বলে নি সূত্রগুলো।

নাম প্রকাশ না করার শর্তে এসব সূত্র আরো জানিয়েছে, সরকার গঠন করার জন্য এবং মন্ত্রী নিয়োগ বিশেষ করে বিচার বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ এবং তথ্য বিষয়ক মন্ত্রী নিয়োগের ব্যাপারে শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।

১৫ আগস্ট তালেবান গেরিলারা দখল করে কাবুল

সূত্রগুলো জানিয়েছে, সরকারে নতুন নতুন মুখ আনার চেষ্টা করছেন তালেবান নেতারা। এরমধ্যে তাজিক এবং উজবেক জাতিগোষ্ঠীর নেতাদের সন্তানরাও থাকবেন।

গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। কিন্তু এখন পর্যন্ত দেশ পরিচালনার জন্য আনুষ্ঠানিক কোনো সরকার গঠন করতে পারে নি।#

পার্সটুডে/এসআইবি/২৮