‘আসাদকে ক্ষমতাচ্যুত করতে প্রকাশ্যে সন্ত্রাসী ব্যবহার করেছে পাশ্চাত্য’
https://parstoday.ir/bn/news/world-i96680-আসাদকে_ক্ষমতাচ্যুত_করতে_প্রকাশ্যে_সন্ত্রাসী_ব্যবহার_করেছে_পাশ্চাত্য’
সিরিয়ায় আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেশগুলোর কর্মকান্ডের কঠোর সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য পাশ্চাত্য প্রকাশ্যে সন্ত্রাসীদের ব্যবহার করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩১, ২০২১ ০৯:৪১ Asia/Dhaka
  • ‘আসাদকে ক্ষমতাচ্যুত করতে প্রকাশ্যে সন্ত্রাসী ব্যবহার করেছে পাশ্চাত্য’

সিরিয়ায় আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেশগুলোর কর্মকান্ডের কঠোর সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য পাশ্চাত্য প্রকাশ্যে সন্ত্রাসীদের ব্যবহার করেছে।

তিনি বলেন, যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সত্যিকারের সন্ত্রাসী ও অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার রাজধানী দামেস্কের প্রবেশ দ্বারে পৌছে গিয়েছিল, যখন সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর্যায়ে ছিল তখন পশ্চিমা দেশগুলো নীরবে তা দেখেছে। গতকাল রাশিয়ার বার্তা সংস্থা তাসকে এসব কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

সের্গেই ল্যাভরভ

সের্গেই ল্যাভরভ বলেন, সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়ার পরিবেশ তৈরি করেছে রাশিয়া যদিও তা বর্তমানে কিছুটা ধীর গতিতে এগোচ্ছে। এই ধীর গতির জন্য রাশিয়া দায়ী নয় বলেও মন্তব্য করেন ল্যাভরভ।

এদিকে, সিরিয়ায় সরকারবিরোধী লড়াইয়ের সময় রাশিয়া ৩২০ রকমের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরীক্ষা করেছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এসব অস্ত্র রুশ সেনাদের অবস্থান শক্ত করেছে বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/৩১