নাইজেরিয়ার চিবুক থেকে অপহৃত ছাত্রীদের একজনকে উদ্ধার
(last modified Wed, 18 May 2016 13:35:24 GMT )
মে ১৮, ২০১৬ ১৯:৩৫ Asia/Dhaka
  • অপহৃত ছাত্রীদের পরিবারের সদস্যদের প্রতিবাদ
    অপহৃত ছাত্রীদের পরিবারের সদস্যদের প্রতিবাদ

নাইজেরিয়ার চিবুক শহর থেকে দুই বছর আগে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত এক স্কুলছাত্রীকে খুঁজে পাওয়া গেছে। ২০১৪ সালের এপ্রিলে একই হাইস্কুলের হোস্টেল থেকে দুই শতাধিক ছাত্রীকে ধরে নিয়ে যায় জঙ্গিরা। এখনো তাদের ২১৮ জন নিখোঁজ রয়েছে।

মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার ক্যামেরুনের সীমান্তবর্তী সামবিসা জঙ্গলে আমিনা আলী এনকেক নামের ওই ছাত্রীকে দেখতে পায় একটি পর্যবেক্ষণ গ্রুপ। পরে তারা তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমিনাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নারী মানবাধিকার কর্মী হাওয়া আব্দু।

একটি শিশুসহ তাকে উদ্ধার করা হয়। আমিনাকে পরে চিবুকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি নাইজেরিয়ার গণমাধ্যম খবর দিয়েছিল, দেশটির সেনাবাহিনী সামবিসা জঙ্গলে বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে বেশ কিছু অভিযান চালিয়েছে।

২০১৪ সালে বোকো হারাম সন্ত্রাসীরা গভীর রাতে স্কুলের হোস্টেলে ঢুকে অস্ত্রের মুখে ২৭৬ ছাত্রীকে তুলে নিয়ে যায়। ওই রাতেই বেশ কিছু ছাত্রী ট্রাক থেকে লাফিয়ে পড়ে পালিয়ে আসতে সক্ষম হয়। তবে এরপর থেকে ২১৯ ছাত্রী নিখোঁজ ছিল। তাদের মধ্য থেকে এই প্রথম কোনো ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হলো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮

ট্যাগ