সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যের মর্যাদা পেল ইরান
(last modified Fri, 17 Sep 2021 10:56:41 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১৬:৫৬ Asia/Dhaka
  • সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেয়া নেতারা
    সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেয়া নেতারা

সাংহাই সহযোগিতা সংস্থা আনুষ্ঠানিকভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করেছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সংস্থার ২১তম শীর্ষ সম্মেলনে আজ (শুক্রবার) ইরানকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হয়।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জানিয়েছেন, সাংহাই সহযোগিতা সংস্থার নেতারা সর্বসম্মতিক্রমে ইরানের সদস্যপদ অনুমোদন করেছেন।

তিনি টুইটারে আরো বলেন, “এই সংস্থার কৌশলগত সদস্যপদ ইরান এবং প্রতিবেশী ও ইউরেশিয়ার দেশগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতার দরজা খুলে দেবে।”

আজই তাজিকিস্তানের রাজধানীর দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন শুরু হয় এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের সদস্যপদ পাওয়ার বিষয়টি ঘোষণা করেন। এবারের সম্মেলনে আট সদস্য দেশ এবং চার পর্যবেক্ষক রাষ্ট্র অংশ নিচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৭