মার্কিন হুমকি উপেক্ষা
আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ. কোরিয়া
-
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (মঙ্গলবার) খুব ভোরে পূর্ব উপকূল থেকে স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার উত্তেজনা কমাতে উভয় পক্ষ থেকেই সম্প্রতি ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল। কোরীয় যুদ্ধ সমাপ্তির প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াও সে প্রস্তাবকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছিল। তবে নতুন করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় সে প্রচেষ্টা থমকে যেতে পারে।
এর একদিন আগে জাতিসংঘে উত্তর কোরিয়ার দূত কিম সং বলেছিলেন, নিজেদের আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে এবং কেউ এটি অস্বীকার করতে পারবে না। চলতি মাসের শুরুতে পিয়ংইয়ং ব্যালিস্টিক এবং ক্রুজ দুই ধরণের ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে। তিনি আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার কথা উল্লেখ করে সুস্পষ্টভাবে বলেছেন যে, তারা যে ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রাখবে একই ধরনের অস্ত্র ও সামকি সরঞ্জাম তৈরি, উন্নয়ন ও পরীক্ষা করবে পিয়ংইয়ং।#
পার্সটুডে/এসআইবি/২৮