ইরানে আসছেন মোদি ও আশরাফ গণি; সোমবার যৌথ চুক্তি
(last modified Thu, 19 May 2016 19:24:35 GMT )
মে ২০, ২০১৬ ০১:২৪ Asia/Dhaka
  • আশরাফ গণি ও নরেন্দ্র মোদি (ডানে)
    আশরাফ গণি ও নরেন্দ্র মোদি (ডানে)

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে ইরান সফরে আসছেন। তার দুজন ইরানের দক্ষিণাঞ্চলীয় চবাহার বন্দর উন্নয়নের বিষয়ে ইরানের সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক বা এমওইউ সই করবেন।

এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেহরান আসবেন রোববার। অন্যদিকে, কাবুলের ইরানি দূতাবাস বলেছে, আশরাফ গণির তেহরান সফরের তারিখ ঠিক হয় নি তবে তিনি মোদির সঙ্গে এমওইউ-তে সই করার সময় উপস্থিত থাকবেন। এ বন্দরের উন্নয়ন হলে পাকিস্তানের সীমানা পার হওয়া ছাড়াই ভারতীয় পণ্য আফগানিস্তানে যেতে পারবে।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এটি হবে গণির দ্বিতীয়দফা ইরান সফর। তিনি গত এপ্রিলে প্রথমবার ইরান সফর করেন। আর নরেন্দ্র মোদি এই প্রথম ইরান সফরে আসছেন।

২০০৩ সালে ইরান ও ভারত যৌথভাবে চবাহার বন্দর উন্নয়নের জন্য চুক্তি করেছিল কিন্তু ইরানের পরমাণু কর্মসূচিকে কন্দ্রে করে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর সে চুক্তি স্থগিত করা হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯

ট্যাগ