উত্তেজনা বাড়ছেই; চীনা চাপের কাছে নতিস্বীকার না করার ঘোষণা তাইওয়ানের
https://parstoday.ir/bn/news/world-i98460-উত্তেজনা_বাড়ছেই_চীনা_চাপের_কাছে_নতিস্বীকার_না_করার_ঘোষণা_তাইওয়ানের
চীনের চাপের কাছে নতিস্বীকার করবেন না বলে ঘোষণা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১০, ২০২১ ২০:০৮ Asia/Dhaka
  • তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন
    তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন

চীনের চাপের কাছে নতিস্বীকার করবেন না বলে ঘোষণা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন তিনি।

চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ার একই সময়ে চীন-তাইওয়ান সম্পর্কেও উত্তেজনা বাড়ছে। তাইওয়ানকে নানাভাবে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে ওয়াশিংটন।  

চীনা প্রেসিডেন্ট শি জিন পিং তাইওয়ানকে চীনের অঙ্গীভূত করার ঘোষণা দেওয়ার পর উত্তেজনা নতুন রূপ নিচ্ছে। চীনা প্রেসিডেন্ট গতকাল বলেছেন, তাইওয়ানকে অঙ্গীভূতকরণের প্রক্রিয়া হবে শান্তিপূর্ণ।

চীনের প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়। তাদের পক্ষ থেকে বলা হয়, তাইওয়ানের ভবিষ্যৎ কেবল তার জনগণই নির্ধারণ করতে পারে। আজকের অনুষ্ঠানে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, তারা তাদের গণতান্ত্রিক জীবনধারা অব্যাহত রাখবেন।

সাই ইং-ওয়েন বলেন, ‘আমরা যত বেশি অর্জন করব, চীনের দিক থেকে আমরা তত বেশি চাপের মুখোমুখি হব। তাইওয়ান নিজেদেরকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র মনে করে।

অন্যদিকে এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে বেইজিং। এক চীন নীতির প্রতি সমর্থন রয়েছে বিশ্বের বহু দেশের। #

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।