ব্রিটিশ ট্যাবলয়েডের খবর প্রত্যাখ্যান করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i98544-ব্রিটিশ_ট্যাবলয়েডের_খবর_প্রত্যাখ্যান_করল_রাশিয়া
প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা স্পুৎনিক-ভি তৈরি ক্ষেত্রে রাশিয়া ব্রিটেনের অক্সফোর্ড/অ্যাস্ট্রেজেনেকা টিকার নকশা চুরি করে করেছে বলে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্যা সান’ যে অভিযোগ করেছে তা ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছে মস্কো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১২, ২০২১ ২০:০৫ Asia/Dhaka
  • ব্রিটিশ ট্যাবলয়েডের খবর প্রত্যাখ্যান করল রাশিয়া

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা স্পুৎনিক-ভি তৈরি ক্ষেত্রে রাশিয়া ব্রিটেনের অক্সফোর্ড/অ্যাস্ট্রেজেনেকা টিকার নকশা চুরি করে করেছে বলে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্যা সান’ যে অভিযোগ করেছে তা ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছে মস্কো।

গতকাল (সোমবার) ব্রিটিশ পত্রিকাটি এক নিবন্ধ প্রকাশ করে যাতে রাশিয়াকে টিকার নকশা ও গুরুত্বপূর্ণ তথ্য চুরির জন্য অভিযুক্ত করা হয়। এইসব তথ্য ও নকশা ব্যবহার করে রাশিয়া তার স্পুৎনিক-ভি করোনা টিকা তৈরি করেছে বলে নিবন্ধে দাবি করা হয়েছে।

স্পুৎনিক টিকা তৈরি ও বিক্রির কাজ করেছে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বা আরডিআইএফ। তারা গতকাল এক বিবৃতিতে এই অভিযোগকে ভুয়া ও চরম মিথ্যা বলে উল্লেখ করেছে। এতে আরো বলা হয়েছে, আমরা এমন আক্রমণকে মারাত্মক অনৈতিক কাজ বলে মনে করি যা বিশ্বব্যাপী টিকা উৎপাদন প্রচেষ্টাকে প্রভাবিত করবে।আরডিআইএফ আরো বলেছে, স্পুৎনিক-ভি এবং অ্যাস্ট্রজেনেকা টিকা ভিন্ন আঙ্গিকে তৈরি হওয়ার কারণে ব্রিটিশ পত্রিকার এই অভিযোগের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

ব্রিটিশ সরকারের মুখপাত্র বিষয়টিতে কোনো মন্তব্য করতে রাজি হন নি।#

পার্সটুডে/এসআইবি/১২