হাইতিতে ১৭ মার্কিন খ্রিস্টান ধর্মপ্রচারক অপহৃত
https://parstoday.ir/bn/news/world-i98744-হাইতিতে_১৭_মার্কিন_খ্রিস্টান_ধর্মপ্রচারক_অপহৃত
হাইতিতে ১৭ জন মার্কিন নাগরিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। যারা অপহৃত হয়েছেন তারা খ্রিস্টান ধর্ম প্রচার করতেন। এছাড়া তাদের পরিবারের কয়েক জন সদস্যও রয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২১ ১৮:২০ Asia/Dhaka
  • হাইতিতে ১৭ মার্কিন খ্রিস্টান ধর্মপ্রচারক অপহৃত

হাইতিতে ১৭ জন মার্কিন নাগরিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। যারা অপহৃত হয়েছেন তারা খ্রিস্টান ধর্ম প্রচার করতেন। এছাড়া তাদের পরিবারের কয়েক জন সদস্যও রয়েছেন।

স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের বাইরে থেকে একটি অপরাধী চক্র তাদের অপহরণ করে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, একটি অপরাধী চক্র শিশুসহ ১৫ থেকে ১৭ জনকে আটকে রেখেছে। কয়েক মাস ধরে পোর্ট অব প্রিন্স ও প্রতিবেশী রাষ্ট্র ডমিনিকান প্রজাতন্ত্রের সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু চুরির ঘটনা ও অপহরণের সঙ্গে জড়িত ছিল এই অপরাধী চক্র।

হাইতির নিরাপত্তা বাহিনীর এক সূত্রকে উদ্ধৃত করে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অপহরণের শিকার খ্রিস্টান ধর্মপ্রচারকরা দেশটির একটি এতিমখানা থেকে ফেরার পথে ওই অপরাধী চক্রের হাতে অপহৃত হন।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জেনিফার ভিয়াউ বলেছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। হাইতিতে মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন