অন্তত এক ডজন পশ্চিমা কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ
দোহায় মার্কিন কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
-
তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বুধবার কাতারের রাজধানী দোহায় আমেরিকাসহ অন্তত এক ডজন পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বুধবার এ খবর জানিয়ে বলেছেন, “আজ দোহায় আফগানিস্তানে নিযুক্ত মার্কিন মিশন প্রধান ইয়ান ম্যাকক্যারি পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন।”
এক টুইটার বার্তায় তিনি আরো বলেন, সাক্ষাতে আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে।

আমেরিকা ছাড়া আরো যেসব দেশের কূটনীতিকদের সঙ্গে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে সেসব দেশের মধ্যে রয়েছে জাপান, জার্মানি ও নেদারল্যান্ড।
আফগানিস্তানে ২০ বছরের মার্কিন শাসনের অবসান ঘটিয়ে গত ১৫ আগস্ট তালেবান দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আফগানিস্তানকে অর্থ সরবরাহ বন্ধ করে দেয়। মার্কিন সরকার আফগানিস্তানের শত শত কোটি ডলার অর্থ আটকে দেয়।
বুধবারের সাক্ষাতে আমির খান মুত্তাকি তার দেশের আটক অর্থ ও সম্পদ ছেড়ে দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।