মার্কিন সাবমেরিনের দুই কর্মকর্তা বরখাস্ত
(last modified Fri, 05 Nov 2021 12:44:57 GMT )
নভেম্বর ০৫, ২০২১ ১৮:৪৪ Asia/Dhaka
  • মার্কিন সাবমেরিন
    মার্কিন সাবমেরিন

দক্ষিণ চীন সাগরে পানির নিচে একটি পাহাড়ে আঘাত করার ঘটনায় মার্কিন পরমাণু শক্তিচালিত সাবমেরিনের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। গত মাসে এ ঘটনা ঘটে।

জাপানভিত্তিক মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কার্ল থমাস এ ব্যবস্থা নিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল (বৃহস্পতিবার) কমান্ডার ক্যামেরন আলজিলানি ও লেফটেন্যান্ট কমান্ডার প্যাট্রিক ক্যাশিনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে ক্যামেরন আলজিলানি সাবমেরিনের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর পাশাপাশি মাস্টার চিফ সোনার টেকনিশিয়ান কোরি রজার্সকেও দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কোরি রজার্স সাবমেরিনের কমান্ডার ও নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফাস্ট অ্যাটাক সাবমেরিনের কর্মকর্তাদের ওপর থেকে আস্থা হারানোর কারণে তাদেরকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।  

গত ২ অক্টোবর দক্ষিণ চীন সাগরে এই দুর্ঘটনা ঘটে। এতে ইউএসএস কানেক্টিকাট নামের ফাস্ট অ্যাটাক সাবমেরিন পানির নিচে একটি পাহাড়ে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রায় এক ডজন নাবিক আহত হয়েছেন।#     

পার্সটুডে/এসআইবি/৫

ট্যাগ