টি-টোয়েন্টি বিশ্বকাপ
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের পথে অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটাই পরিস্কার করল অজিরা। তবে এখন দক্ষিণ আফ্রিকা যাতে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে- সেই প্রার্থনাও করতে হবে অ্যারন ফিঞ্চবাহিনীকে।
আজ (শনিবার) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ২২ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
দলটির পক্ষে সর্বোচ্চ ৮৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। ৫৬ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ৪টি ছয় ও ৯টি চারের মার। এছাড়া মিচেল মার্শ করেছেন ৩২ বলে ৫৩ রান। তাদের দুজনের ব্যাটে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন অধিনায়ক কাইরন পোলার্ড। এছাড়া এভিন লুইস ২৯, শিমরণ হেটমায়ার ২৭, আন্দ্রে রাসেল ১৮, ক্রিস গেইল ১৫ ও ডোয়াইন ব্রাভো ১০ রান করেন।
অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন জস হ্যাজলউড। এছাড়া এডাম জাম্পা, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক নেন একটি করে উইকেট।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আসরে দ্বিতীয় ফিফটি হাঁকানো অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
এই জয়ে ৫ ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট হলো ৮। সমান পয়েন্ট ইংল্যান্ডেরও। তবে ইংল্যান্ড ম্যাচ খেলেছে ৪টি। তিনে থাকা দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। নেট রান রেটেও দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এখন অপেক্ষা করতে হবে ইংলিশ-প্রোটিয়া লড়াইয়ের।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।