‘অচিরেই ভারী পানির চুল্লি পুনর্নির্মাণের কাজ শুরু করবে ইরান’
(last modified Wed, 13 Jun 2018 23:28:53 GMT )
জুন ১৪, ২০১৮ ০৫:২৮ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি
    বেহরুজ কামালভান্দি

ইরানের ‘আরাক’ শহরে অবস্থিত ভারী পানির চুল্লি পুনর্নির্মাণের কাজ শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন দেশের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। তিনি বলেছেন, চীনের পক্ষ থেকে পুনর্নির্মাণ প্রক্রিয়ার সর্বশেষ পর্বের পরীক্ষার কাজ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এ কাজ শুরু করা হবে।

ইরানের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে কামালভান্দি আরো বলেন, আরাক ভারী পানির চুল্লি পুনর্নির্মাণের ব্যাপারে চীনের সঙ্গে তেহরানের বেশ কয়েকটি চুক্তি হয়েছে এবং সার্বিক পরীক্ষা-নিরীক্ষার পর এই নির্মাণ কাজ শুরু করা হবে।

এই চুল্লির নকশা তৈরিসহ অন্যান্য প্রাথমিক কাজ শেষ করে প্রকল্পটি চীনের হাতে হস্তান্তর করা হয়েছে এবং বেইজিং অনুমোদন করার পর আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে চুল্লি নির্মাণের কাজ শুরু করা যাবে বলে তিনি জানান।

আরাক পরমাণু স্থাপনা (ফাইল ছবি)

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বলেন, পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবেই এ নির্মাণকাজ করা হবে। ওই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতি এ নির্মাণকাজে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি মন্তব্য করেন।

২০১৫ সালের জুলাই মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয় যার বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। ওই সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৭ সালের এপ্রিল মাসে আরাক ভারী পানির চুল্লির আধুনিকায়ন ও পুনর্নির্মাণ প্রক্রিয়ার কাজে হাত দেয় তেহরান। এ কাজে ইরানকে সহযোগিতা করছে চীন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪

ট্যাগ