ডিসেম্বর ০৭, ২০২১ ১৬:৫৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম :

  • প্রতিমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্য সরানোর নির্দেশ হাইকোর্টের-দৈনিক কালেরকণ্ঠ
  • মুরাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে: হানিফ’-প্রথম আলো
  • মুরাদকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি- দৈনিক মানবজমিন
  • মানুষের দৃষ্টি ভিন্নখাতে নিতে নতুন নতুন নাটক করছে সরকার'-বাংলাদেশ প্রতিদিন

  • দেশের সব বিভাগে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর- যুগান্তর
  • ইতিহাস গড়তে আগামী ৫০ বছরে দু’দেশকে অনেক কিছু করতে হবে : দোরাইস্বামী: জয়-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • মালদহে ‘আগ্নেয়াস্ত্র’ হাতে জেলার তৃণমূল নেত্রী, ভাইরাল ছবি ঘিরে অস্বস্তিতে দল -আনন্দবাজার পত্রিকা
  • পুরভোটে প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর, রাজ্য পুলিশই যথেষ্ট, কমিশন জানাল রাজ্যপালক-আনন্দবাজার পত্রিকা

  • নিজেদের বদলান, নাহলে…’, দলীয় সাংসদদের কড়া হুঁশিয়ারি মোদির- প্রতিদিন
  • কোনও আর্নিং নেই, সব বার্নিং, কেন্দ্র টাকা দেয় না’‌, প্রশাসনিক বৈঠকে সরব মমতা–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার প্রশ্ন (৫ নভেম্বর)১. পড়া শেষে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনাম। কী বলবেন আপনি?২. তাইওয়ান নিয়ে উত্তেজনার মাঝে চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল আমেরিকা। কীভাবে দেখছেন এই হুমকিকে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

প্রতিমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্য সরানোর নির্দেশ হাইকোর্টের-দৈনিক কালেরকণ্ঠ

নারীদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে ডা. মুরাদ হাসানকে মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (৬ ডিসেম্বর) রাতে তাঁর বাসভবনে ডা. মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। 

ওবায়দুল কাদের বলেন, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমি রাত ৮টায় প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছি।

মুরাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে: হানিফ’-প্রথম আলো

মুরাদ হাসানের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, দলের দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এলে, অভিযোগ প্রমাণিত হলে, তিনি যত বড় নেতাই হোন না কেন, তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আজকের মধ্যে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা জানান।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান

সরকার ও আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, মন্ত্রিত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়তে পারেন মুরাদ হাসান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে প্রতিমন্ত্রীর করা অশ্লীল মন্তব্যকে ঘিরে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছিল। এর মধ্যেই গতকাল সোমবার ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতিমন্ত্রীর ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে। যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি নোংরা ও অশ্লীল ভাষা ব্যবহার করেন। একই সঙ্গে তাঁকে হুমকিও দেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সরকার ও দলের একাধিক সূত্র বলছে, ফাঁস হওয়া ফোনালাপ ও খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে দেওয়া বক্তব্য মুরাদ হাসানের কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলেই প্রধানমন্ত্রী নিশ্চিত হন ফাঁস হওয়া ফোনালাপ ও জাইমা রহমান সম্পর্কে দেওয়া বক্তব্য মুরাদ হাসানেরই। এরপর গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। মুরাদ হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে, নতুবা তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হবে—এই বার্তা পৌঁছে দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশ প্রধানমন্ত্রী। রাত আটটার দিকে প্রধানমন্ত্রীর বার্তা মুরাদ হাসানকে পৌঁছে দেন ওবায়দুল কাদের।

সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী যেকোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করিতে অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ হইলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাইবার পরামর্শ দান করিতে পারিবেন।’

২০১৯ সালের মে মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সাংসদ। তাঁর বাবা প্রয়াত মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

দেশের সব বিভাগে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর- যুগান্তর

পর্যায়ক্রমে সব বিভাগে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেছেন, এ ক্ষেত্রে খাস বা পতিত জমি ব্যবহার করতে হবে। যুবসমাজ যাতে ক্রীড়ার সঙ্গে যুক্ত হয়। জঙ্গিবাদ বা খারাপ কোনো দিকে না যায়। এ ছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজের মান ঠিক রাখতে হবে। এতে যে টাকা খরচ হয়, তা যেন সঠিক কাজে লাগে। 

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, নদী ড্রেজিংসংক্রান্ত প্রকল্পে পানিসম্পদ মন্ত্রণালয় ও নৌপরিবহণ মন্ত্রণালয় যুক্ত থাকে। তাই এ ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় সমন্বয় করবে। তা ছাড়া ড্রেজিং কার্যক্রমকে সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

হাওড় এলাকায় এলিভেটেড রাস্তা করতে বলেছেন প্রধানমন্ত্রী। যাতে শীতকালে ধান চাষ করা যায় এবং বর্ষাকালে পানি চলাচল করতে পারবে। সেই সঙ্গে বর্ষাকালে সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানান, কুমিল্লা সিটি করপোরেশনের নাম মেঘনা ও ফরিদপুর সিটি করপোরেশনের নাম পদ্মা নদীর নামে করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সংশোধিত প্রকল্পের ক্ষেত্রে এর কারণ ও নতুন কাজ বিষয়ে ব্যাখ্যা থাকতে হবে। সেই সঙ্গে মডেল মসজিদগুলো যেন ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র হয়। এটি যেন জঙ্গিবাদে উৎসাহিত না হয়। এ ছাড়া দক্ষিণাঞ্চলের ধান চাষ বাড়াতে হবে। সেই সঙ্গে লবণসহিষ্ণু চাষ বাড়াতে হবে। 

এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন দেরি শুধু বাংলাদেশে নয়, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডেও হয়। আমার পরিচিত একজন সুইজারল্যান্ডে থাকেন। তিনি জানান, দুই বছরের রাস্তার কাজ আজকে চার বছরেও শেষ হচ্ছে না।

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

ডিজিটাল অর্থনৈতিক পরিবেশ সৃষ্টিসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। 

এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৪৪৭ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৮২ কোটি ২৮ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ১৫৩ কোটি ৮১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৩ হাজার ৬১০ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। 

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন আল-রশীদ, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগমসহ পরিকল্পনা কমিশনের অন্য সদস্যরা।

মানুষের দৃষ্টি ভিন্নখাতে নিতে নতুন নতুন নাটক করছে সরকার'-বাংলাদেশ প্রতিদিন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের দৃষ্টি ভিন্নখাতে নিতে নতুন নতুন নাটক করছে সরকার। ডা. মুরাদ হাসান তার সর্বশেষ দৃষ্টান্ত। মঙ্গলবার সকালে এক সংবাদ ব্রিফিয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, শুধু পদত্যাগ নয়, তাকে (মুরাদ হাসান) গ্রেপ্তার করতে হবে, তার বিচার করতে হবে। উনি (প্রধানমন্ত্রী) নির্দেশে দিয়েছেন, আমরা দেখি সে পদত্যাগ করছেন কি না। এখন এর বেশি কিছু বলতে চাই না। রিজভী আরও বলেন, আমি মনে করি, এই ধরনের ব্যক্তির রাজনীতি করার অযোগ্য। সে যে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন সে রাজনীতি করার অযোগ্য। তাকে দলের সকল পর্যায়ের তার যে পদ বা অবস্থান তা থেকে তাকে সরিয়ে দিতে হবে। শুধু মন্ত্রিপরিষদ থেকে নয়।

মুরাদকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি- দৈনিক মানবজমিন

চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ডিবি কার্যালয়ের সামনে এমনটি বলেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেছেন, শুধু ডা. মুরাদ নয়, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক ইমনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।ফোনালাপে ডা. মুরাদ হাসান গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহারের কথা বলেছেন।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অন্য কোনো বাহিনীর কথা বলবো না। যেহেতু তিনি ডিবির কথা উল্লেখ করেছেন তাই প্রয়োজনে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো।নায়ক ইমনের মোবাইল থেকে অডিওটি ছড়িয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমরা এখনো তদন্তের পর্যায়ে আছি।নায়ক ইমন ও মাহিয়া মাহি প্রসঙ্গে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে কেউ যদি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করে এবং অভিযোগটি যদি ডিবিতে আসে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।

কোনোকিছু ভাইরাল হলে আমাদের ডিবির সাইবার ইউনিট দেখভাল করে ও তদন্ত করে। মাহি যদি দেশে আসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মাহিকেও জিজ্ঞাসাবাদ করবো। ফাঁস হওয়া ফোনালাপে ধর্ষণের বিষয়ে কথা হয়েছিল। পরে ধর্ষণের কোন ঘটনা ঘটেছিল কি না? জবাবে হারুন বলেন, এ ধরনের অভিযোগ আমরা পাইনি।নায়ক ইমন নায়িকাদের বিভিন্নভাবে ব্যবহার করেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলেই বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

ইতিহাস গড়তে আগামী ৫০ বছরে দু’দেশকে অনেক কিছু করতে হবে : দোরাইস্বামী: জয়-দৈনিক নয়াদিগন্ত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, দুই দেশের বন্ধুত্বের ভিত্তি ও ইতিহাস একসাথে গড়ে তুলতে আগামী ৫০ বছরে বাংলাদেশ ও ভারতকে অনেক কিছু করতে হবে।

গত এক দশকে আমরা গুরুত্বপূর্ণ অনেক সাফল্য অর্জন করেছি উল্লেখ করে তিনি বলেন, ‘দুটি দেশ রাজনৈতিক, কূটনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, উন্নয়নমূলক, সাংস্কৃতিক, নিরাপত্তা এবং এমনকি জনগণের সাথে জনগণের সংযোগের ক্ষেত্রে সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার।’

হাইকমিশনার বলেন, আমাদের এখন নিশ্চিত করতে হবে যে ভবিষ্যত প্রজন্ম এই ইতিহাস বুঝতে পারে, কারণ আজকের তরুণরাই এই অংশীদারিত্বকে অপরিবর্তনীয় করে তুলবে। সোমবার সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানে হাইকমিশনার এসব কথা বলেন। বাংলাদেশ-ভারত 'মৈত্রী দিবস' উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সেনাপ্রধান, সরকারের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের আইজিপি, ব্যবসায়ী ও শিল্পনেতা, গণমাধ্যম, শিক্ষাবিদ এবং সুশীল সমাজসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দোরাইস্বামী বলেন, বাংলাদেশের স্বাধীনতা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। এটি আমাদের আদর্শিক মানচিত্রকেও বদলে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, সংস্কৃতি, সভ্যতা এবং ভাষার সাধারণ বন্ধন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী একসাথে থাকতে না পারার মতো মিথ্যা তত্ত্বকে ভুল প্রমাণ করে।

মালদহে ‘আগ্নেয়াস্ত্র’ হাতে জেলার তৃণমূল নেত্রী, ভাইরাল ছবি ঘিরে অস্বস্তিতে দল -আনন্দবাজার পত্রিকা

নিজের দফতরে চেয়ারে বসে নিজস্বী তুলছেন জেলার প্রথম সারির তৃণমূল নেত্রী। হাতে ধরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। নেটমাধ্যমে ভাইরাল এই ছবিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে পুরাতন মালদহে।জেলা সফরে এখন মালদহেই রয়েছেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় এই ছবি ভাইরাল হওয়ায় রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। হতবাক ব্লক আধিকারিকও। এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতি তথা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

এ নিয়ে রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘সরকারি চেয়ারে বসে এই ধরনের কাজ বাঞ্ছনীয় নয়। আগ্নেয়াস্ত্রটি খেলনা না আসল সেটা পুলিশ অনুসন্ধান করে বলবে। তবে, আমি যেটা ছবিতে দেখলাম তাতে মনে হচ্ছে এটা আসল আগ্নেয়াস্ত্র।’’ এই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে তৃণমূল। এই ছবি নিয়ে সবর হয়েছে বিজেপি-ও। দলের জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘‘১১ বছরে গোটা রাজ্যের পাশাপাশি মালদহকেও বারুদের স্তূপে দাঁড় করিয়েছে শাসকদল। ওদের অফিসে এটাই সংস্কৃতি। পিস্তল আছে। খুঁজলে বোমাও পাওয়া যাবে। একে ৪৭-ও পাওয়া যেতে পারে।’’ তবে, মৃণালিনী মণ্ডল মাইতি-কে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘ওটা বন্দুক নয় লাইটার। এক বছর আগের ছবি।’’

বিডিও ইমরান হাবিব বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পুলিশ ছবিটি দেখে অনুমান করছে বন্দুকটি আসল। তবে, এর সত্যতা জানার জন্য আরও তদন্ত করে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে। প্রশাসনিক দফতরে খোঁজ নিয়ে জানা গিয়েছে, তৃণমূল নেত্রীর নামে বন্দুকের কোনো লাইসেন্স নেই।

সম্প্রতি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এক পঞ্চায়েত প্রধানের দেওর আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। পুলিশ গ্রেফতাররও করেছিল তাঁকে।

পুরভোটে প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর, রাজ্য পুলিশই যথেষ্ট, কমিশন জানাল রাজ্যপালক-আনন্দবাজার পত্রিকা

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী ‘আপাতত দরকার নেই’ বলে মনে করছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে এই সিদ্ধান্তের কথা রাজভবনকে জানিয়ে দেওয়া হয়েছে।কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে গত সপ্তাহেই কমিশনের ‘নেতিবাচক অবস্থানের’ ইঙ্গিত মিলেছিল। রাজ্য পুলিশ দিয়েই কলকাতা পুরভোট করানোর প্রস্তুতিতেই ছিল সেই বার্তা। গত শুক্রবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিন্‌হা রাজ্য নির্বাচন কমিশনে এসে দেখা করেন। জানা গিয়েছে, সেখানে তাঁর সঙ্গে পুরভোটে নিরাপত্তা নিয়ে একপ্রস্থ আলোচনা হয়। শনিবার নিরাপত্তার যাবতীয় তথ্য-সহ নীল নকশা কমিশনের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ।

যদিও রাজ্যপাল জগদীপ ধনখড় তার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কলকাতা পুরভোট করানোর পক্ষে সওয়াল করেছিলেন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কাছে জানতে চেয়েছিলেন, পুরভোটে কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে না, কোথায় অসুবিধা।

কোনও আর্নিং নেই, সব বার্নিং, কেন্দ্র টাকা দেয় না’‌, প্রশাসনিক বৈঠকে সরব মমতা–আজকাল

দুই দিনাজপুর নিয়ে কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে মোট ৩৮টি প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। এরই পাশাপাশি বিধায়কদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়ে বলেন, ‘‌সরকারি প্রকল্পের সুবিধা যাতে জনগণ পায় তা দেখুন।’‌

এরপরেই বিধায়কদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‌লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে প্রচুর খরচ হচ্ছে। এখন দু’‌বছর কিছু চাইবেন না।’‌ এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাস্তা-সেতু নির্মাণে খরচ কয়েক কোটি টাকা খরচ করা হবে। মৎস্যজীবী কার্ড ও আর্টিসান কার্ড চালু হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই সভা থেকেই মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। ফের ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হবে।

সেই সঙ্গে প্রশাসনিক বৈঠক থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কেন্দ্র টাকা দেয় না, কোভিডে সব বন্ধ। সরকারি প্রকল্পের টাকা কোথা থেকে আসবে ভাবতে হবে। কোনও আর্নিং নেই, সব বার্নিং।’‌

নিজেদের বদলান, নাহলে…’, দলীয় সাংসদদের কড়া হুঁশিয়ারি মোদির- প্রতিদিন

নিজেদের বদলে ফেলুন। না হলে আগামী দিনে পরিবর্তন আসবে। এভাবেই দলীয় সাংসদের কড়া ভাষায় সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সংসদে চলছে শীতকালীন অধিবেশন । সেখানে যেসব বিজেপি (BJP) সাংসদরা অনিয়মিত, তাঁদের উদ্দেশেই এই হুঁশিয়ারি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সূত্র থেকে জানা গিয়েছে প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারির কথা। তিনি বলেছেন, ”অনুগ্রহ করে সংসদ ও দলীয় বৈঠকগুলিতে নিয়মিত উপস্থিত থাকুন। বাচ্চাদের মতো এই নিয়ে বারবার জোর করতে আমার ভাল লাগে না। যদি আপনারা নিজেদের না বদলান তাহলে কিন্তু আগামী দিনে পরিবর্তন আসবে।”

আসলে এবারের অধিবেশনে বিজেপিকে বিরোধীদের কড়া বিরোধিতার মুখে পড়তে হয়েছে। একাধিক ইস্যু নিয়েই সরব হয়েছে বিরোধী দলগুলি। গত শনিবার নাগাল্যান্ডে সেনার গুলিতে ১৪ জন নিরীহ নাগরিকের মৃ্ত্যুর ঘটনা সেই বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে। কেবল নাগাল্যান্ডের ঘটনাই নয়, বাদল অধিবেশনে হট্টগোলের জেরে সংসদের শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে ১২ জন সাংসদকে। এদের মধ্যে রয়েছেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen) এবং শান্তা ছেত্রী (Shanta Chetri)। এছাড়াও রয়েছেন ৬ কংগ্রেস সাংসদ, এক সিপিএম সাংসদ, এক সিপিআই সাংসদ, এবং দু’জন শিব সেনা সাংসদ। এই ঘটনাকে ঘিরেও প্রতিবাদে উত্তাল বিরোধীরা। এই অবস্থায় বিজেপির সমস্ত সাংসদরা যাতে লোকসভা ও রাজ্যসভায় উপস্থিত থাকেন, তা নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী মোদি। 

এদিনের বৈঠকে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল, বিদেশমন্ত্রী এস জয়শংকর, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মতো দলের গুরুত্বপূর্ণ নেতারা।#

পার্সটুডে/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ