ডিসেম্বর ২৫, ২০২১ ১৬:৩৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম :

  • বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : বেনজীর আহমেদ-দৈনিক কালেরকণ্ঠ
  • সেই রাতে ত্রাতার ভূমিকায় ছিলেন দিয়াকুল গ্রামের মানুষ’ প্রথম আলো
  • শোকে স্তব্ধ বরগুনা, ২৮ মরদেহের দাফন সম্পন্ন-দৈনিক ইত্তেফাক
  • প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই- দৈনিক মানবজমিন
  • ধর্ষণের শিকার সেই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়নি: পুলিশ সুপার: যুগান্তর
  • খালেদার সুস্থতাতেই গণতন্ত্রের সুস্থতা: রিজভী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ওমিক্রন-হানা: বাংলা- সহ ১০ রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, খতিয়ে দেখবে স্বাস্থ্য ব্যবস্থা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ওঁর মহৎ অবদান আমাদের অনুপ্রাণিত করে’, বাজপেয়ীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদির- প্রতিদিন
  • ফের মাঝ আকাশে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত্যু উইং কমান্ডারের আজকাল

শ্রোতাবন্ধুরা!

কথাবার্তার প্রশ্ন (২৫ ডিসেম্বর)


১. কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় ৭ সিদ্ধান্ত। কীভাবে দেখছেন বিষয়টিকে?
২. ইরানে ৫ দিনব্যাপী একটি সামরিক মহড়া চালানো হয়েছে এবং এই মহড়া ইসরাইলের জন্য সুস্পষ্ট বার্তা বলে আইআজিসির কমান্ডার জানিয়েছেন। কীভাবে এবং কেন এটি ইসরাইলের জন্য বার্তা?

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : বেনজীর আহমেদ-দৈনিক কালেরকণ্ঠ

বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামছে ধরার চেষ্টা করছে। এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। সব ষড়যন্ত্রের শিকল ভেঙে আমরা সামনে এগিয়ে যাব।’

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জুমবাংলা স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন এই শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।বেনজীর আহমেদ বলেন, ‘বাঙালি প্রকৃত অর্থেই দেশপ্রেমিক জাতি। দেশের জন্য যখনই বাঙালি ঐক্যবধ্য হয়েছে, তখনই বিজয় ছিনিয়ে এনেছে।’

সেই রাতে ত্রাতার ভূমিকায় ছিলেন দিয়াকুল গ্রামের মানুষ’ প্রথম আলো

ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের সময় যাত্রীদের উদ্ধার ও সাঁতরে তীরে আসা যাত্রীদের গরম পোশাক দিয়ে পাশে দাঁড়ান সদরের দিয়াকুল গ্রামের মানুষ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে লঞ্চে আগুন লাগার পরপরই এলাকাবাসী ঘটনাস্থলে যান। তাঁরা কুয়াশা আর প্রচণ্ড শীত উপেক্ষা করে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন যাত্রীদের বাঁচাতে।

এলাকাবাসীর ভাষ্য, ঘটনার পরপরই দিয়াকুলের লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। তবে তাঁরা সহায়তা পাননি। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকালে। কিন্তু গ্রামের লোকজন রাতেই উদ্ধারকাজে হাত লাগান। অনেকেই ট্রলার নিয়ে লঞ্চের কাছে ভেড়ার চেষ্টা করেন, যদিও আগুনের তাপের কারণে তাঁদের পক্ষে লঞ্চে উঠে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। পরে লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়া যাত্রীদের ট্রলারে করে তাঁরা নদীর তীরে নিয়ে যান। নিজেদের বাড়িতে আশ্রয় দেন। ভেজা কাপড় পাল্টে তাঁরা যেন গরম কাপড় পরতে পারেন, সেই ব্যবস্থা করেন।

দিয়াকুল গ্রামের যুবক রুবেল শরিফ দুটি শিশুকে উদ্ধার করেছেন। অভিযান-১০ লঞ্চ থেকে যখন শিশুদের চিৎকার ভেসে আসে, তখন তাঁদের বাঁচাতে এগিয়ে যান তিনি। রুবেল বলেন, ‘বড়রা যখন তাঁদের জীবন বাঁচাতে লঞ্চ থেকে লাফিয়ে নদীতে পড়ছিলেন, তখন দুটি শিশু লঞ্চ থেকে চিৎকার করছিল। এই দৃশ্য দেখে আমি একটি ট্রলার নিয়ে ওদের বাঁচাতে এগিয়ে যাই। আমি তাদের ট্রলারে উঠিয়ে রাখার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি শিশু আগুনের তাপে দুর্বল হয়ে নদীতে পড়ে যায়। আরও কয়েক শিশুকে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যেতে দেখলেও তাদের রক্ষা করতে পারিনি। আগুনের তাপে লঞ্চের কাছে যেতে পারছিলাম না। শুধু চোখের পানি ফেলেছি দূর থেকে।’

লঞ্চের একাধিক যাত্রীর ভাষ্য, ঝালকাঠি শহরের কাছে আসতেই লঞ্চের ইঞ্জিনে আগুন ধরে যায়। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ পাড়ে ভেড়ানোর চেষ্টা করেনি। পরে আগুন বেশি ছড়িয়ে পড়লে সদরের চর ভাটারকান্দা গ্রামের চরে ভেড়ানোর চেষ্টা করেন লঞ্চটির চালক। কিন্তু সেখানে লঞ্চটি ভেড়াতে পারেননি। ওপারের দিয়াকুল গ্রামে গিয়ে লঞ্চটি ভেড়ে। তবে চর ভাটারকান্দা গ্রামের দুই শতাধিক যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়েন।

লঞ্চযাত্রী বরগুনার লাকুরতলার আহসান হাবিব বলেন, সেই রাতে ত্রাতার ভূমিকায় ছিলেন দিয়াকুল গ্রামের মানুষ। তাঁরা সময়মতো উদ্ধারকাজে নেমে পড়ায় অনেক মানুষের প্রাণ বেঁচেছে। তাঁরা গরম কাপড়, টাকা ও খাবার দিয়ে সহায়তা করেছেন।

চর ভাটারকান্দা গ্রামের প্রত্যক্ষদর্শী কৃষক বেলায়েত হোসেন বলেন, লঞ্চটি চর ভাটারকান্দা গ্রামের চরে আটকাতে পারলে হতাহতের সংখ্যা আরও কম হতো। চর ভটারকান্দার মানুষ দুই শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদে পাড়ে পৌঁছে দিয়েছেন।

ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও লঞ্চঘাট এলাকার বাসিন্দা হুমায়ূন কবির চারটি ট্রলার ভাড়া করে দেড় শতাধিক যাত্রীকে উদ্ধারে তৎপরতা চালান। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আগুন, আগুন বলে নদী পাড়ের বাসিন্দাদের চিৎকার শুনে ঘর থেকে বের হই। দেখি, দক্ষিণ দিকের আকাশ লাল। নদীর মধ্যে দাউদাউ করে জ্বলছে একটি লঞ্চ। তখন বুঝতে পারি যাত্রীবাহী লঞ্চে আগুন লেগেছে। দ্রুত ছোটাছুটি করে এলাকার ছোট ভাইদের ডাকি। একে একে এলাকার ২৪ জন আমার সঙ্গে বের হন। ওদের নিয়ে চারটা ট্রলার ভাড়া করে লঞ্চের দিকে যাই। তবে আগুনের তাপে লঞ্চের কাছে যেতে পারছিলাম না। কিন্তু লঞ্চ থেকে অনেক যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে ট্রলারের দিকে সাঁতরে আসেন। আমরা তাঁদের ট্রলারে তুলতে থাকি। দেড় শতাধিক যাত্রীকে নদীর তীরে নিয়ে আসি।’

শোকে স্তব্ধ বরগুনা, ২৮ মরদেহের দাফন সম্পন্ন-দৈনিক ইত্তেফাক

ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় বরগুনার নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। ২৮ টি মরদেহ বেওয়ারিশ থাকায় শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টায় বরগুনা সদরের পোটকাখালী সরকারি গণকবরে তাদের দাফন করা হয়। লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় বরগুনার নিহতদের দাফন সম্পন্ন।

এর আগে দুর্ঘটনার পর নিহতদের মধ্যে ৩৭ জনের মরদেহ নিয়ে লাশবাহি গাড়ি শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার কিছু সময় আগে বরগুনা জেনারেল হাসপাতালে পৌঁছায়। সারিসারি মৃতদেহ নামিয়ে মর্গে নিয়ে যান স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট বরগুনার সদস্যরা। হাসপাতাল প্রাঙ্গনে কান্নায় ভেঙে পড়েন অপেক্ষমান স্বজনরা। শনিবার বেলা ১১ টায় বরগুনা সার্কিট হাউজ মাঠে মরদেহগুলোর জানাজা সম্পন্ন করা হয়। উপস্থিত লোকজন শোকে স্তব্ধ হয়ে যান। লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় বরগুনার নিহতদের জানাজায় মানুষের ঢল।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ঝালকাঠি জেনারেল হাসপাতাল থেকে মোট ৩৭ জনের মরদেহ বুঝে নেয় বরগুনা জেলা প্রশাসন। এদের মধ্যে ৯জনের মরদেহ শনিবার (২৫ ডিসেম্বর) সকালে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন, পাথরঘাটা পৌরশহরের তালতলা এলাকার রাজ্জাক মাস্টার, বেতাগী উপজেলার রিয়াজ হাওলাদার, বরগুনা সদর ইউনিয়নের আমতলী গ্রামের জাহানারা বেগম, বামনা উপজেলার সপ্নিল, রাজিয়া সুলতানা, পাথরঘাটা চরদুয়ানি গ্রামের শিশু মায়িদা, পাথরঘাটার কালমেঘা ইউনিয়নে শিশু তাবাসসুম। এছাড়া সনাক্ত নারীর নাম মনোয়ারার বাড়ি চাঁদপুরে। তিনি বরগুনার ঢলুয়ায় জামাতার বাড়িতে বেড়াতে আসছিলেন।

নিখোঁজ ব্যক্তিদের তথ্য সম্পর্কে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এখনো পর্যন্ত নিখোঁজদের নির্দিষ্ট তথ্য জেলা প্রশাসনের কাছে নেই, তবে তথ্য সংগ্রহের জন্য সেল গঠন করা হয়েছে। আমরা স্বজনদের আহবান জানিয়েছি নিখোঁজের তথ্য দিয়ে সহায়তা করতে। দু-একদিনের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য জানা যাবে। যদি কেউ মরদেহের অতি নিকট আত্মীয়দের নিয়ে আসেন তাদের ডিএনএ নমুনা মিলিয়ে কবর সনাক্ত করে দেওয়া হবে।

মরদেহ হস্তান্তরের সময় বরগুনা জেনারেল হাসপাতালে উপস্থিত ছিলেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও বরগুনার পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ প্রমূখ। 

প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই- দৈনিক মানবজমিন

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই। আজ দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রিয়াজউদ্দিন আহমেদের পারিবারিক সূত্র জানিয়েছে, সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি বাসায় চিকিৎসা নেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ই ডিসেম্বর রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল।আগামীকাল রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।রিয়াজউদ্দিন আহমেদের জন্ম ১৯৪৫ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে এমএ ও ১৯৭২ সালে এলএলবি পাস করেন।কিছুদিন অধ্যাপনা শেষে ১৯৬৮ সালে তিনি পাকিস্তান অবজারভার পত্রিকায় যোগ দেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তান অবজারভারের চাকরি ত্যাগ করে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন। স্বাধীনতার পর আবারও অবজারভারে যোগ দেন। সেখানে তিনি ১৯৯০ সালের নভেম্বর পর্যন্ত কাজ করেন।এদিকে রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব। এক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ধর্ষণের শিকার সেই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়নি: পুলিশ সুপার: যুগান্তর

কক্সবাজারে গণধর্ষণের শিকার সেই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়নি বলে দাবি করেছেন কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান। তিনি বলেন, এখানে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যাওয়া বা ৪/৫জন মিলে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা আমরা পাইনি।

শনিবার যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান এসব কথা বলেন। কক্সবাজারের আলোচিত পর্যটক নারীকে ধর্ষণে অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

পুলিশ সুপার বলেন, প্রচারটা এমনভাবে করা হয়েছে যে, সব মিডিয়ায় তাদের বক্তব্যটা এসেছে। সোশ্যাল মিডিয়ায় তাদের (সন্ত্রাসীদের) নাম ও ছবি প্রকাশ করা হয়েছে। এই লোকগুলো যেহেতু ক্রিমিনাল, এরপর ওরা তো আর বসে থাকেনি। তারা এখন গা ঢাকা দিয়েছে। 

ভুক্তভোগীর জবানবন্দির বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ওই নারী কক্সবাজারে ৩ মাস ধরে টানা অবস্থান করছেন। তার অবস্থান কল লিস্টে পরীক্ষা করেও এ তথ্য নিশ্চিত হয়েছি আমরা। তিনি বিভিন্ন হোটেলে থেকেছেন। ওই নারী  তার সন্তানের হার্টে ছিদ্র থাকায় তার ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা প্রয়োজন। এই টাকার জন্য সে বিভিন্ন জায়গায় হাত পাতছে, সে টাকা পায়নি। এজন্য তারা সন্তানকে বাঁচানোর জন্য এরকম সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হচ্ছে পারিপার্শ্বিক বিষয়। এটার সঙ্গে ধর্ষণের বিষয় সম্পূর্ণ আলাদা। আশিক নিজে ওই হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেছে।

তিনি বলেন, কারো অসম্মতিতে মিলন করা মানে তাকে ধর্ষণ করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি দাবি করেছেন তাকে ধর্ষণ করা হয়েছে। এখন আমরা সব বিষয় মাথায় রেখে মামলাটি তদন্ত করছি। একই সঙ্গে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে কক্সবাজারে স্বামী-সন্তান জিম্মি করে ধর্ষণের শিকার হওয়া ওই নারী আদালতে ২২ ধারায় ঘটনার জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকালে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে তিনি জবানবন্দি দেন।

এর আগে বৃহস্পতিবার ওই নারী অভিযোগ করেছিলেন, বুধবার বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে তারা বেড়াতে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। এ সময় আরেকটি সিএনজি অটোরিকশায় ওই নারীকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে তিনজন।

এরপর তাকে নেওয়া হয় কলাতলীতে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাকে ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে কক্ষ বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে র্যাব এসে তাকে উদ্ধার করে।

চাঞ্চল্যকর এই ধর্ষণের ঘটনায় গত ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন ভিকটিমের স্বামী। এজাহারভুক্ত আসামিরা হলেন- আশিকুর রহমান ও তার তিন সহযোগী ইস্রাফিল খোদা ওরফে জয় ও মেহেদী হাসান ওরফে বাবু এবং রিয়াজ উদ্দিন ছোটন।

টুরিস্ট পুলিশকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।আসামিদের মধ্যে  জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করেছে র‌্যাব। এদের মধ্যে প্রধান আসামি আশিকের বিরুদ্ধে নারী নির্যাতন ইয়াবা অস্ত্রসহ ১৭টি মামলা রয়েছে। ইস্রাফিল খোদা জয়ের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

খালেদার সুস্থতাতেই গণতন্ত্রের সুস্থতা: রিজভী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তিতে গণতন্ত্রের মুক্তি, তার সুস্থতাতেই গণতন্ত্রের সুস্থতা। খালেদা জিয়ার সুস্থ ও মুক্ত হয়ে স্বাভাবিক চলাচলের মধ্য দিয়েই আবার সেই গণতন্ত্রের মুক্ত বাতাস ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয়তাবাদী কৃষকদলে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একজন নেত্রী- যিনি জীবনে কখনো হারেননি। তিনি গণতন্ত্রের জন্য কখনো আপস করেননি। ব্যক্তিগত সুখ-সাচ্ছন্দ্য, ক্ষমতার মোহ এবং মায়া অতিক্রম করে জনগণের পক্ষে দৃঢ়তার সঙ্গে যিনি লড়াই করেছেন, সেই নেত্রীকে আজ বিনা চিকিৎসায় হাসপাতালে ধুঁকতে হচ্ছে। এক গভীর চক্রান্তের জালে ধুঁকতে ধুঁকতে তিনি যেন পৃথিবী ছেড়ে চলে যান, এমনই মাস্টারপ্ল্যান করে বেগম জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করা হচ্ছে।

জাগপা থেকে কৃষকদলে যোগ দেওয়া নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, আমি মনে করি, আপনারা যথাসময়ে জাতীয়তাবাদের মূলধারায় সম্পৃক্ত হয়েছেন। আপনারা জানেন দেশবিরোধী শক্তি, ছলে-বলে-কৌশলে রাষ্ট্রক্ষমতা দখল করে বসে আছে। এই দখলদারিত্বের মধ্য দিয়ে গোটা দেশকে এক ভয়ঙ্কর গ্যাস চেম্বারে পরিণত করেছে। বিরোধীদলের নেতাকর্মীসহ পুরো জাতি ভয়ঙ্কর পরিস্থিতিতে। কথা বলতে ভয়, ডানে-বামে-পেছনে তাকাতেও ভয় হয়। মনে হয় চারদিকে অনেক লাল চক্ষু আমাদের অনুসরণ করছে।

কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির হায়দার, ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক আলীম হোসেন, ইসতিয়াক আহমেদ নাসির, সাখাওয়াত হোসেন নান্নু ও কামরুজ্জামান সেলিম প্রমুখ।

জাগপার যুগ্ম-সম্পাদক ইনসাল আলম আক্কাসের নেতৃত্বে কৃষকদলে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন- জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, যুব জাগপার সভাপতি আরিফুল ইসলাম, জাগপা নেতা শাহজাহান আলম সিরাজ, শাহিনুর রহমান শাহীন, মো. ইসহাক ও নূর মোহাম্মদ প্রমুখ।

ওমিক্রন-হানা: বাংলা- সহ ১০ রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, খতিয়ে দেখবে স্বাস্থ্য ব্যবস্থা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

উৎসবের আবহে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। এই প্রেক্ষিতে ফের বাংলায় আসছে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, যে রাজ্যগুলিতে করোনার ওমিক্রন রূপের সংক্রমণের সংখ্যা বেশি এবং টিকাকরণের গতি কম, সেই রাজ্যগুলিতে পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল পাঠানো হবে। বাংলা ছাড়াও এই তালিকায় রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মিজোরাম, কর্নাটক, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং পঞ্জাব।স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, প্রতি রাজ্যে কেন্দ্রীয় দল থাকবে পাঁচ দিন। সেই সময়ের মধ্যে সংশ্লিষ্ট রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নমুনা পরীক্ষার পরিকাঠামো থেকে কোভিড-বিধি প্রয়োগের বিষয়টি পর্যবেক্ষণ করবে তারা। প্রতি রাজ্যে টিকাকরণের হারও খতিয়ে দেখবেন কেন্দ্রীয় দলের সদস্যরা। প্রয়োজনে দেবেন পরামর্শ। সেই রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও পর্যালোচনা বৈঠকে অংশ নেবে কেন্দ্রীয় দল। করোনা পজিটিভ হলে সংক্রমিতের জিন পরীক্ষা করে দেখা হচ্ছে, ওমিক্রন রূপে আক্রান্ত কি না। কিন্তু গোটা দেশে জিন পরীক্ষার পরিকাঠামো সন্তোষজনক নয়। তাই জরুরি ভিত্তিতে সেই পরিকাঠামোর উন্নয়নের জন্য কী করা দরকার, তা নিয়েও রাজ্যের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় দলের সদস্যরা।

ফের মাঝ আকাশে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত্যু উইং কমান্ডারের আজকাল

রাজস্থানের জয়সলমীরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার MiG-21 বিমান।

ঘটনায় মৃত্যু হয়েছে উইং কমান্ডার হর্ষিত সিনহার। শুক্রবার নিয়মমাফিক ট্রেনিং চলাকালীন রাজস্থানের জয়সলমীরে রাত সাড়ে আটটা নাগাদ ভেঙে পড়ে এই যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনা তরফে রাত ১০টা নাগাদ দুর্ঘটনার কথা জানানো হয়। এরপর রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যুর খবর সরকারিভাবে ঘোষণা করা হয়।

তারপরই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট উইং কমান্ডারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করে তিনি লিখেছেন, ‘উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যুর খবর পেয়ে মর্মাহত। মিগ-২১ পশ্চিম সেক্টরে উড়ন্ত অবস্থায় দুর্ঘটনার সম্মুখীন হয়। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

জানা গিয়েছে, যুদ্ধবিমানটি স্যাম থানার অধীন ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায় ভেঙে পড়ে। প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে বলে এই যুদ্ধবিমানটিকে ‘উড়ন্ত কফিন’ বলা হয়। কিছুদিন আগে কুন্নুরে ভেঙে পড়ে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কপ্টার এমআই-১৭। সেখানে সওয়ার হওয়া তিনি, তাঁর স্ত্রী-সহ ১৩ জনেরই মৃত্যু হয়। জানা গিয়েছে, ১৯৭১ থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ৪৮২টি দুর্ঘটনার কবলে পড়েছে এই মিগ বিমান। এখনও পর্যন্ত এই বিমানে মোট ১৭১ জন পাইলট, ৩৯ জন অসামরিক নাগরিক, আটজন পরিষেবক ও একজন বিমানকর্মী প্রাণ হারিয়েছেন।

ওঁর মহৎ অবদান আমাদের অনুপ্রাণিত করে’, বাজপেয়ীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদির- প্রতিদিন

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) ৯৬তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শনিবার সকালে টুইট করে তাঁকে শুভেচ্ছা জানান মোদি।

প্রধানমন্ত্রী লেখেন, ”শ্রদ্ধেয় অটলজিকে তাঁর জন্মজয়ন্তীতে কোটি কোটি প্রণাম। দেশের প্রতি ওঁর মহৎ অবদানে আমরা অনুপ্রাণিত। দেশকে শক্তিশালী ও উন্নত করে তুলতে উনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ওঁর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছে।”

প্রয়াত বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার ওম বিড়লাও। তিনি তাঁর টুইটে লেখেন, ”ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে জন্মজয়ন্তীতে কোটি কোটি প্রণাম। দেশের মহান সন্তান অটলজি সুশাসনকে অগ্রাধিকার তাঁর সমগ্র জীবন দেশবাসীর কল্যাণে উৎসর্গ করেছিলেন। ওঁর কীর্তি চিরকাল অটল থেকে আমাদের পথ দেখাবে।”#

পার্সটুডে/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ