ফেব্রুয়ারি ১১, ২০২২ ১৮:৩৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ১১ ফেব্রুয়ারি শুক্রবার। প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষন অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের দৈনিকগুলোর শিরোনাম:

আজকের বেশিরভাগ দৈনিকে ইসি গঠনে আ:লীগের পক্ষ থেকে ১০ জনের নামের প্রস্তাব ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। দৈনিক প্রথম আলোর শিরোনাম তদন্তে ব্যর্থতার জন্য সংশ্লিষ্টদের শাস্তি দাবি সাগর-রুনির সহকর্মীদের –

  • ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিলো আওয়ামী লীগ-দৈনিক নয়াদিগন্ত।
  • সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানালো র‌্যাব-দৈনিক ইত্তেফাক
  • খালি হচ্ছে টাকার থলে, ভরছে না ব্যাগ-দৈনিক মানবজমিন
  • করোনা আক্রান্তদের মধ্যে ৮২% ওমিক্রনে আক্রান্ত- এ খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ
  • ঢাবি'র প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি: দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
  • শিক্ষাপ্রতিষ্ঠান শিগগিরই খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী-দৈনিক যুগান্ত

কোলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম:

  • টুইটারে মমতাকে ফলো করা বন্ধ করে দিল প্রশান্তের আইপ্যাক, বিচ্ছেদ-প্রক্রিয়া শুরু?-দৈনিক আানন্দ বাজার
  • দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, পরপর বিতর্কিত মন্তব্যের জের, মদন মিত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে তৃণমূল।
  • দৈনিক আজকাল লিখেছে, মালালার পর কর্নাটকের হিজাব বিতর্কে ঢুকে পড়লেন ম্যান ইউ তারকা পোগবাও
  •  

এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

তদন্তে ব্যর্থতার জন্য সংশ্লিষ্টদের শাস্তি দাবি সাগর-রুনির সহকর্মীদের- শীর্ষক খবরে দৈনিক প্রথমআলো লিখেছে, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার এক দশক পেরিয়ে গেলেও এই হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্তে ব্যর্থতায় হতাশা এবং ক্ষোভের কথা জানিয়েছেন সহকর্মীরা। সহকর্মীরা বলছেন, এই হত্যার রহস্য উদ্‌ঘাটনে অদৃশ্য শক্তি ও বাধা কাজ করছে। হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার তারিখ ৮৫ বার পিছিয়েছে। এখন তাঁরা প্রধানমন্ত্রী এবং আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি তদন্তে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছেন তাঁরা।

সাগর-রুনির সহকর্মীদের সমাবেশ

ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিলো আওয়ামী লীগ -শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগে দলটির পক্ষ থেকে নাম জমা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান। এ বিষয়ে ড. সেলিম মাহমুদ বলেন, ‘আমরা কেবল বার্তাবাহক হিসেবে দলের পক্ষে সিলগালা করা একটা কাগজ জমা দিয়েছি।’ আওয়ামী লীগের নেতারা এর আগে বলেছিলেন, বিতর্কমুক্ত ও দলীয় পরিচয় নেই এমন ব্যক্তিদের মধ্য থেকে ১০ জনের নামের তালিকা তৈরি করা হবে। নামের তালিকা তৈরির ক্ষেত্রে ক্লিন ইমেজকে গুরুত্ব দেয়া হবে।

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানালো র‌্যাব - শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে,  সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ১০ বছর আজ ১১ ফেব্রুয়ারি। এতো বছরেও এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়নি। গেল ১০ বছরে আদালতে ৮৫ বার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‌্যাব বলছে, মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।  আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের ২ মাস পর র‌্যাব এই হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায়। সেই থেকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে র‌্যাব মামলার তদন্ত করছে।

খালি হচ্ছে টাকার থলে, ভরছে না ব্যাগ - শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে এসে টাকার থলে খালি হচ্ছে চোখের পলকেই। কিন্তু ভরছে না বাজারের ব্যাগ। অধিকাংশ সবজির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা।

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, ছোট ফুলকপির পিস বিক্রি করছেন ৩৫ থেকে ৪০ টাকা। আর বড় ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পাকা টমেটোর দাম ৪০ থেকে ৫০ টাকা। দাম বাড়ার এ তালিকায় রয়েছে বেগুন।

ঢাবি'র প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি শীর্ষক খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত প্রথমবর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে ও কথা জানানো হয়। এছাড়া পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহ ও সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এবারে কোলকাতার দৈনিকের কিছু খবররে বিস্তারিত

টুইটারে মমতাকে ফলো করা বন্ধ করে দিল প্রশান্তের আইপ্যাক, বিচ্ছেদ প্রক্রিয়া শুরু? -শীর্ষক খবরে দৈনিক আানন্দ বাজার লিখেছে, আইপ্যাকের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করে দেওয়া হল। সম্প্রতি ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে মমতাসহ তৃণমূলের প্রবীণ নেতাদের দূরত্ব বেড়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা কোনও তরফেই করা হয়নি। তবে সম্পর্ক যে তলানিতে, তা একান্ত আলোচনায় দলের নেতারা স্বীকার করে নিচ্ছেন।

তৃণমূলের নেতাদের একাংশের দাবি, আইপ্যাকের সঙ্গে দলের সম্পর্কচ্ছেদ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই দাবিকেই ‘বৈধতা’ দিচ্ছে আইপ্যাকের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে মমতাকে ‘আনফলো’ করা।

পরপর বিতর্কিত মন্তব্যের জের, মদন মিত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে তৃণমূল -শীর্ষক খবরে দৈনিক সংবাদ  প্রতিদিন লিখেছে,  লাগাতার দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জের। এবার শাস্তির মুখে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর বিরুদ্ধে দলের শৃঙ্খলারক্ষা কমিটি কড়া পদক্ষেপ নেবে। বরাবরই বেলাগাম কামারহাটির দামাল ছেলে মদন মিত্র। যার জেরে তাঁকে ফেসবুক লাইভ করতে নিষেধ করা হয়েছিল দলের তরফে। একাধিকবার মদন মিত্রকে সতর্ক করেছিলেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়।

ভারতের কর্নাটকের ছাত্রী মুসকান খান 

মালালার পর কর্নাটকের হিজাব বিতর্কে ঢুকে পড়লেন ম্যান ইউ তারকা পোগবাও - শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, কর্নাটকের হিজাব বিতর্কে ঢুকে পড়লেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা পল পোগবা।

ফ্রান্সের তারকা ফুটবলার পোগবা এবার তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হিন্দুত্ববাদীরা হিজাব পরিহিত মুসলিম ছাত্রীদের হেনস্থা করছে কলেজ চত্বরে। ম্যান ইউ তারকা পোগবার ইনস্টাগ্রামে ৫১ মিলিয়ন ফলোয়ার রয়েছেন। পোগবা এই ভিডিও শেয়ার করায় তাঁর অনুরাগীরা যে এই ভিডিও নিয়ে চর্চা শুরু করবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। ভিডিও পোস্ট করে পোগবা আবার লিখেছেন, ‘‌হিজাব পরা মুসলিম মহিলাদের কলেজে উত্যক্ত করে চলেছে হিন্দুত্ববাদীরা।’‌ পোগবার আগে হিজাব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, ‘হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ।’ সেইসঙ্গে মুসলিম মহিলাদের যাতে কোণঠাসা করা না হয়, সেই কারণেই ভারতীয় নেতাদের কাছে মালালার আবেদন, ‘মুসলিম মহিলাদের কোণঠাসা করার চেষ্টা এবার বন্ধ করুন আপনারা।’ এটা ঘটনা কর্নাটকের হিজাব বিতর্ক দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। মালালার পর পোগবাও ঢুকে পড়লেন এই বিতর্কে।

শ্রোতাবন্ধুরা, কথাবার্তার  অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১১

ট্যাগ