ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৬:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ইসি গঠন ২০ জনের প্রাথমিক তালিকা প্রস্তুত, চূড়ান্ত হবে ১০ জনের- প্রথম আলো
  • 'নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেও একা কিছু করতে পারবে না'-আকবর আলী খান-মানবজমিন
  • ঐক্যবদ্ধ থাকলে আ.লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না: কাদের –ইত্তেফাক
  • দুর্নীতি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো: মির্জা ফখরুল –যুগান্তর/সমকাল
  • সরাসরি ঘুষ নেওয়া হয় না -কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ক্ষমতায় যারাই আসুক, বিচার চাই, ওদের ফাঁসি চাই, বলছে হাথরসের নির্যাতিতার পরিবার -আনন্দবাজার
  • হিজাব নিষিদ্ধের প্রতিবাদ করায় ৫৮ পড়ুয়াকে বহিষ্কার কর্নাটকের কলেজে! -আজকাল
  • সুপ্রিম নির্দেশে পিছু হটল যোগী সরকার, প্রত্যাহার CAA বিক্ষোভে ক্ষতিপূরণ আদায়ের নোটিস -সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ইসি গঠন ২০ জনের প্রাথমিক তালিকা প্রস্তুত, চূড়ান্ত হবে ১০ জনের-প্রথম আলো/মানবজমিন

নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

১০ জনের নাম চূড়ান্ত করতে আগামীকাল পরবর্তী বৈঠকে বসবে সার্চ কমিটি। বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন।উল্লেখ্য, গত শনিবার, রোববার ও মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণী-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবি সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম সোমবার রাতে প্রকাশ করা হয়।

সার্চ কমিটি ১০ জনের নাম বাছাই করে প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন তিনি।।

'নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেও একা কিছু করতে পারবে না'-মানবজমিন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান

আমলাতন্ত্রের ক্ষমতা হ্রাস করতে হবে। বর্তমানে সরকার এবং আমলা এক হয়ে গেছে। পুলিশ বাহিনী, সরকারি কর্মকর্তা তারা সব একত্রে কাজ করে। সুতরাং নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেও তারা একা কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে 'বর্তমান জাতীয় সংকট এবং সমাধানে নাগরিক ভাবনা' শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, বলা হচ্ছে সার্চ কমিটি দিয়ে নির্বাচনী সমস্যা সমাধান করা যাবে। বাংলাদেশের সুশীল সমাজের সব নেতৃবৃন্দ সার্চ কমিটিতে আছেন। আমার সার্চ কমিটির ওপর কোনো আস্থা নেই। এর কারণ হচ্ছে, তারা সবাই দল করেন। আর যদি দলও না করেন তাহলেও কোনো কাজ হবে না। কারণ বাংলাদেশে বর্তমানে কোনো নিরপেক্ষ লোক নেই।

আকবর আলি খান বলেন, বাংলাদেশের কোনো কমিশন আদৌ কোনো কাজ করে না। সার্চ কমিটিও কোনো কাজ করে না। আমাদের দেশের সিস্টেম যুক্তরাষ্ট্রের মতো করতে হবে। আর সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আমাদের সাংবিধানিকভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আমলাতন্ত্রকে সরকারের রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। এটা করতে পারলে সরকার এবং আমলাতন্ত্র উভয়েই লাভবান হবে। তবে এ ধরনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে,নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য কূটকৌশলের অংশ ও কুৎসিত অপরাজনীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

ঐক্যবদ্ধ থাকলে আ.লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না: কাদের- ইত্তেফাক/প্রথম আলো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে দেশের কোনো রাজনৈতিক শক্তি তাদের হারাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে দলের মূল শক্তি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সমকালের  খবরে লেখা হয়েছে,আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু সব সময় গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।যুগান্তর ফখরুলের বক্তব্য এভাবে প্রকাশ করেছে- তিনি বলেছেন, দেশে দুর্নীতি ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটার সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার।  প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো। স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতি হচ্ছে, মেডিক্যাল কলেজগুলোতে দুর্নীতি হচ্ছে, শিক্ষায় দুর্নীতি হচ্ছে।

সরাসরি ঘুষ নেওয়া হয় না-কালের কণ্ঠ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা কার্যালয়ে ঘুষ ছাড়া কোনো আবেদন জমা নেওয়া হয় না। ঘুষ নেওয়ার জন্য গাড়ির শোরুমকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। গত দুই সপ্তাহ এই কার্যালয় ঘুরে এমনটা দেখেছেন এই প্রতিবেদক। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির বলেন, ‘নির্দিষ্ট তথ্য পেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এই ঘুষ গ্রহণে যেসব দালাল জড়িত, তাদের তথ্য সংগ্রহ চলছে। ’

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

হিজাবের অনুমতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত মহিশূরে কলেজে-টাইমস অব ইন্ডিয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক নিয়ে যখন গোটা ভারত উত্তাল, তখন ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে মহিশূরের একটি বেসরকারি কলেজ। ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা কলেজ শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে। এদিন কলেজের মুসলিম ছাত্ররা ক্লাস বর্জন করে মুসলিম ছাত্রীদের হিজাবের অনুমতি দাবি করে। পরে বেসরকারি কলেজটির কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের ডেসকোড পরিবর্তনের ঘোষণা দেয় এবং মুসলিম ছাত্রীদের হিজাব পরে কলেজের ঢুকার অনুমতি দেয়। অন্যদিকে, কর্নাটক রাজ্যের আদালত হিজাব নিয়ে পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বারণ করেছে।

হিজাব নিষিদ্ধের প্রতিবাদ করায় ৫৮ পড়ুয়াকে বহিষ্কার কর্নাটকের কলেজে!-আজকাল

হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ

হিজাব বিতর্কের আগুন ছড়িয়ে পড়ছে ক্রমাগত।এবার কর্নাটকের এক কলেজে একসঙ্গে ৫৮ জন পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ। জানা গেছে, শিবামোজ্ঞার একটি কলেজের পড়ুয়ারা হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। কলেজের প্রিন্সিপালটি মৌখিকভাবে বহিষ্কার করেছেন বলে অভিযোগ উঠলেও, জেলার ডিসি বলছেন, প্রিন্সিপাল স্রেফ ভয় দেখিয়েছেন, বহিষ্কার করেননি।

সুপ্রিম নির্দেশে পিছু হটল যোগী সরকার, প্রত্যাহার CAA বিক্ষোভে ক্ষতিপূরণ আদায়ের নোটিস-সংবাদ প্রতিদিন

সুপ্রিম কোর্টের (Supreme Court) তোপের পরেই পিছু হঠল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রশাসন। সিএএ (CAA) বিরোধী বিক্ষোভের জেরে রাজ্যে হওয়া গন্ডগোলের সময় সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছিল। তা আদায় করতে জরিমানার নোটিস দিয়েছিল রাজ্য সরকার। তবে সেই নির্দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯

ট্যাগ