এক নজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
ক) সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- জাতিসংঘে ইউক্রেন প্রশ্নে নিরপেক্ষ অবস্থানে বাংলাদেশ -প্রথম আলো
- পুতিনকে চড়া মূল্য দিতে হবে: বাইডেন- দৈনিক কালের কণ্ঠ
- ইউক্রেনে যুদ্ধের প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না: রোসাটম-যুগান্তর
- ইউক্রেনে আগ্রাসনের সপ্তম দিনে যেভাবে আগাচ্ছে রুশ বাহিনী -মানবজমিন
- ভোটাধিকার রক্ষা করবো, এটা ফাঁকা বুলি নয়: সিইসি ইত্তেফাক
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ভারতের শক্তি বাড়ছে বলেই ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরানো যাচ্ছে, উত্তরপ্রদেশের ভোটপ্রচারে দাবি মোদির-সংবাদ প্রতিদিন
- আমরা যেন দায়িত্ব, নম্রতা, আনুগত্য ভুলে না যাই’, বিপুল জয়ের পর টুইট করলেন মমতা-আনন্দবাজার পত্রিকা
- আলোচনার আগে বোমা ফেলা থামাও’, কোণঠাসা হয়েও কড়া সুর জেলেনস্কির গলায় -আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
জাতিসংঘে ইউক্রেন প্রশ্নে নিরপেক্ষ অবস্থানে বাংলাদেশ -প্রথম আলো
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিবাদে ও নিন্দায় জাতিসংঘ সাধারণ পরিষদে ডাকা জরুরি বৈঠকে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদের বিতর্কে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে সংলাপের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেয়। পাশাপাশি জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতার নীতির প্রতিও সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
গত সোমবার বিতর্কের সূত্রপাত করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ বলেন, যথেষ্ট হয়েছে, ইউক্রেনে হামলা এখনই বন্ধ করতে হবে।
ক) পুতিনকে চড়া মূল্য দিতে হবে: বাইডেন-কালের কণ্ঠ
ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘স্বৈরশাসকদের যখন কোন মূল্য পরিশোধ করতে হয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ’ বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে দেওয়া বার্ষিক স্টেট অব দি ইউনিয়ন ভাষণে তিনি একথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেন আক্রমণের জন্য ভ্লাদিমির পুতিন একাই দায়ী। রুশ নেতাকে এজন্য দীর্ঘমেয়াদে অব্যাহতভাবে চড়া মূল্য দিতে হবে। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেখিয়েছে পশ্চিমারা ইউক্রেনের পাশে আছে। রাশিয়ার ‘পূর্বপরিকল্পিত এবং অপ্রস্তুত’ আক্রমণের নিন্দা করে তিনি যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো ‘স্বাধীনতাপ্রেমী দেশগুলোর’ জোটকে সমর্থন করেন। তিনি বলেন, ‘পুতিন ভুল করেছেন। আমরা প্রস্তুত ছিলাম। ’
খ) ইউক্রেনে যুদ্ধের প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না: রোসাটম-যুগান্তর
ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। তবে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে রাশিয়ার নির্মাণ প্রতিষ্ঠান রোসাটম। প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত প্রতিশ্রুতি এবং কাজের শিডিউলে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা যাচ্ছে না।’
মঙ্গলবার রাতে রূপপুর প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা (রোসাটম) এ তথ্য জানিয়েছে।
ভোটাধিকার রক্ষা করবো, এটা ফাঁকা বুলি নয়: সিইসি ইত্তেফাক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটাধিকার রক্ষা করবো, এটা ফাঁকা বুলি নয়। আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজ বুধবার (০২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এক র্যালি শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
সিইসি বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- মুজিববর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার। এই অঙ্গিকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে।
ইউক্রেনে আগ্রাসনের সপ্তম দিনে যেভাবে আগাচ্ছে রুশ বাহিনী -মানবজমিন
সপ্তম দিনের মতো ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলছে। প্রথম দিকে ইউক্রেনের বাধার মুখে আক্রমণ কিছুটা ধীর হয়ে গেলেও, এখন নতুন করে হামলা জোরদার করছে রাশিয়া। বুধবার বেশ কিছু সফলতাও পেয়েছে রুশ বাহিনী। দখল করে নিয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী খারসন। এছাড়া পতনের দ্বারপ্রান্তে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। সেখানে রুশ প্যারাট্রুপারসরা আকাশ থেকে নেমে আসছে এবং শহরের মধ্যে যুদ্ধ পরিচালনা করছে। এছাড়া আরও বেশ কিছু শহরে রুশ হামলা চলছে। এ খবর দিয়েছে বিবিসি।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
আলোচনার আগে বোমা ফেলা থামাও’, কোণঠাসা হয়েও কড়া সুর জেলেনস্কির গলায় -আজকাল
প্রথম দফার আলোচনা ভেস্তে গিয়েছে।
রাশিয়া এতটুকু টলেনি। লাগাতার ছুড়ছে ক্ষেপণাস্ত্র। এগিয়ে আসছে রাজধানী কিয়েভের দিকে। প্রায় কোণঠাসা ইউক্রেন। তবু দেশ ছেড়ে পালাতে নারাজ প্রেসিডেন্ট জেলেনস্কি। আত্মসমর্পণ করতেও নারাজ। এই কঠিন সময়ে দাঁড়িয়ে বেশ শক্ত গলাতেই তিনি বললেন, ‘আলোচনার আগে বোমা ফেলা থামাও’। গালে দু’দিনের দাড়ি। ফর্মাল স্যুট–প্যান্ট পরার সময় পাননি। কড়া নিরাপত্তার ঘেরোটোপে দাঁড়িয়েই সাক্ষাৎকার দিলেন সংবাদ মাধ্যমকে। ন্যাটো সদস্যদের অনুরোধ করে বললেন, যুদ্ধে জড়াতে হবে না। কিন্তু রুশ বিমান হানা আটকাতে ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হোক।
আমরা যেন দায়িত্ব, নম্রতা, আনুগত্য ভুলে না যাই’, বিপুল জয়ের পর টুইট করলেন মমতা-আনন্দবাজার পত্রিকা
বুধবার দুপুর সওয়া ১টা নাগাদ যখন পুরসভা ভোটের গণনা থেকে সম্ভাব্য ফলাফল প্রায় নিশ্চিত, তখন পরপর দু’টি টুইট করেন মমতা। অভিনন্দনের পাশাপাশিই জয়ী সৈনিকদের মমতার পরামর্শ এবং সতর্কবার্তা দিয়েছেন মমতা।
জয়ী যে হচ্ছেন, সে ব্যাপারে সারা রাজ্যের কারও কোনও সন্দেহ ছিল না। কৌতূহল ছিল, কী ভাবে জিতবেন। বুধবারের গণনা এবং ফলপ্রকাশের পর যখন দেখা গেল, রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ১০০টিরও বেশি পুরসভায় এগিয়ে রয়েছে তৃণমূল, তখন টুইট করে দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানালেন তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভিনন্দনের পাশাপাশিই জয়ী সৈনিকদের মমতার পরামর্শ এবং সতর্কবার্তা, ‘এই জয় যেন আমাদের আরও দায়িত্ববান এবং নম্র হতে শেখায়।
ভারতের শক্তি বাড়ছে বলেই ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরানো যাচ্ছে, উত্তরপ্রদেশের ভোটপ্রচারে দাবি মোদির-সংবাদ প্রতিদিন
বিরোধীরা যেটাকে সরকারের ব্যর্থতা বলে অভিযোগ করছে, উত্তরপ্রদেশের ভোটপ্রচারে গিয়ে সেটাকেই সাফল্য বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে হাজার হাজার মানুষকে ভারত সরকার যেভাবে উদ্ধার করে আনছে সেটাই প্রমাণ করে যে বিশ্বমঞ্চে ভারতের শক্তি বাড়ছে।
এদিনের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আজ বিশ্বমঞ্চে ভারতের শক্তি বাড়ছে বলেই ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের আমরা সফলভাবে দেশে ফিরিয়ে আনতে পারছি। এই কাজটির জন্যই আমরা অপারেশন গঙ্গা চালাচ্ছি।”
পার্সটুডে/বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।