কথাবার্তা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে উদ্বিগ্ন গোটা বিশ্বই! ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- লুকাইনি, ভয় পাই না, যুদ্ধ শুরুর পরে প্রথমবার কার্যালয়ে এসে বললেন জেলেনস্কি -প্রথম আলো
- দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন ফখরুল -যুগান্তর
- ২ হাজার কোটি টাকা পাচার সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ভাই বাবর গ্রেপ্তার
- -মানবজমিন২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে: জাতিসংঘ -ইত্তেফাক
- দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন ফখরুল -যুগান্তর
- গমের দাম ১৪ বছরে সর্বোচ্চ, চালও বাড়ছে -কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- কারা ‘বন্ধু’ নয়, তালিকা তৈরি করল রাশিয়া! বিবৃতিতে কী জানাল মস্কো?– সংবাদ প্রতিদিন
- গোয়ায় তৃণমূল–জোটই এখন ‘হটকেক’, কৃপা পেতে দড়ি টানাটানি বিজেপি আর কংগ্রেসের -আজকাল
- আনিসের হত্যাকারীর শাস্তির দাবিতে আন্দোলন চলবেই, ১০ দিন পর জেল থেকে বেরিয়ে ঘোষণা মীনাক্ষীর -আনন্দবাজার পত্রিকা
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশে সয়াবিন তেলের দাম বেড়েছে ব্যাপক। এ নিয়ে প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন। তবে ব্যবসায়ীদের কেউ কেউ বেশি ভ্যাট বেশি আদায়ের অভিযোগ করছেন। আসলে কী হচ্ছে বাংলাদেশের সয়াবিন তেলের বাজারে?
২. ইউক্রেনকে মানবাধিকার আইন মানতে বাধ্য করার জন্য ইউরোপের প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আহ্বান জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে- সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া, সেখানে ইউক্রেনের মানবাধিকার রক্ষার কথা আসছে কেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন ফখরুল-যুগান্তর
‘করোনার পর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে’—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গতকাল প্রধানমন্ত্রী দুবাইয়ে গেছেন। যাওয়ার আগে তিনি কিছু বক্তৃতা দেন। তার মধ্যে একটি জায়গায় বলেছেন, করোনার পর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করতে চাই, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কবে থেকে শুরু হলো, আর কবে থেকে এ দেশের মানুষ চিৎকার করছে, তেল-চাল-ডালের দাম কমাও।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।
বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের বাজারের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ, সব সিন্ডিকেটের প্রধান হচ্ছে আওয়ামী লীগের নেতারা। দেশে যত চাঁদাবাজি, ঘুষ খাওয়া—সবকিছুর মূলে এই আওয়ামী লীগ।
২ হাজার কোটি টাকা পাচার-সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ভাই বাবর গ্রেপ্তার-মানবজমিন
২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের আলোচিত সংসদ সদস্য ও সাবেক এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোটভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খন্দকার মোহতেসাম হোসেন বাবর ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।
আজ সকালে এ তথ্য জানিয়েছেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা। তিনি বলেছেন, গত রাতে রাজধানীর একটি এলাকা থেকে খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আজ বেলা আড়াইটায় ফরিদপুরের কোতয়ালী থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে পুলিশ।
২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে: জাতিসংঘ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের কারণে এখন পর্যন্ত ২০ লাখ মানুষ দেশ ছেড়েছে। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক টুইটে ফিলিপ্পো জানান, আজ ইউক্রেন থেকে পালানো মানুষের সংখ্যা ২০ লাখে পৌঁছেছে।
বিগত ১২ দিনের এই অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। সোমবার (৭ মার্চ) রাতে সুমি ও আশপাশের এলাকায় বিমান হামলা হয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গতকাল ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, স্থানীয় সময় রাত ১১টায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় ১০ জনের বেশি নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ঝিভিৎস্কি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে নিহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে।
লুকাইনি, ভয় পাই না, যুদ্ধ শুরুর পরে প্রথমবার কার্যালয়ে এসে বললেন জেলেনস্কি-প্রথম আলো
রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশরক্ষার ডাক দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথম দিকে এ গুঞ্জন উঠেছিল যে জেলেনস্কি কিয়েভ ছেড়েছেন। পরে ভিডিও বার্তা দিয়ে প্রকাশ্যে এ গুঞ্জন উড়িয়ে দেন তিনি। তবে রুশ অভিযানের পর তাঁকে প্রেসিডেন্টের কার্যালয়ে দেখা যায়নি।
গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এসব কথা বলেছেন। ভলোদিমির জেলেনস্কি ইনস্টাগ্রামে নতুন ভিডিও বার্তায় বলেন, ‘আমি কিয়েভের ব্যাংকোভা স্ট্রিটেই থাকছি। আমি কোথাও লুকাইনি এবং কারও ভয়ে ভীত নই।’
বিবিসি বলছে, জেলেনস্কির অবস্থান জানিয়ে ভিডিও বার্তা দেওয়ায় মনে হচ্ছে কিয়েভে ইউক্রেনের সেনাদের শক্তি প্রতিরোধের মুখে পড়েছেন রাশিয়ার সেনারা।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
গোয়ায় তৃণমূল–জোটই এখন ‘হটকেক’, কৃপা পেতে দড়ি টানাটানি বিজেপি আর কংগ্রেসের-আজকাল
বুথফেরত সমীক্ষা বলেছে, ২০১৭ সালের ভোটের মতোই এবারও ঝুলবে গোয়ার ফল। হতে পারে ত্রিশঙ্কু। কংগ্রেস বা বিজেপি, দুইয়েরই ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। তবে যদি কৃপা মেলে তৃণমূল জোটের। বিশেষত তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রওয়াড়ি গোমন্ত্রক পার্টির। শুরু হয়ে গিয়েছে দর কষাকষি। চলছে দড়ি টানাটানি।বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি এবং কংগ্রেস দুই দলই পেতে পারে ১৬টি করে আসন। এবার বাকিগুলোর জন্য দুই দলকেই ভরসা করতে হচ্ছে তৃতীয় দলের ওপর। এবার এই তৃতীয় দল হিসেবে উঠে আসছে তৃণমূল এবং জোটসঙ্গী এমজিপি–র নাম।বিজেপি এক প্রকার নিশ্চিত, গোয়ায় ক্ষমতা তারাই ধরে রাখবে।
বিরোধ কি এখন অতীত! একই মঞ্চে মমতা আর প্রশান্ত কিশোর-সংবাদ প্রতিদিন/আজকাল
২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিপুল জয়। তৃতীয় বার বাংলায় ক্ষমতায় এলেন মমতা ব্যানার্জি। তাঁর দলের প্রচারের দায়িত্বে ছিলেন প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক। নির্বাচনে সাফল্যের দায় অনেকটাই বর্তায় পিকের ওপরও। এর পর আগরতলা, গোয়ায় তৃণমূলের প্রচারের দায়িত্বও সামলাতে শুরু করে আইপ্যাক। সুর কাটে রাজ্যে পুরভোটের আগে। জল্পনা শুরু হয়, মমতা ব্যানার্জির সঙ্গে সম্পর্কে চিরতরে ফাটল ধরেছে পিকের। এবার শত্তুরের মুখে ছাই দিয়ে ফের এক মঞ্চে এলেন মমতা আর পিকে।
কারা ‘বন্ধু’ নয়, তালিকা তৈরি করল রাশিয়া! বিবৃতিতে কী জানাল মস্কো?-সংবাদ প্রতিদিন
দেখতে দেখতে প্রায় দুই সপ্তাহ হতে চলল রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ। এখনও কিয়েভ দখল করতে পারেনি রুশ (Russia) সেনা। দুই দেশের যুদ্ধ ঘিরে উদ্বিগ্ন গোটা বিশ্বই। এই নিয়ে রাষ্ট্রসংঘেও বৈঠক হয়েছে। এই অবস্থায় কোন কোন দেশ রাশিয়ার বন্ধু নয়, সেই তালিকা তৈরিতে মন দিয়েছে মস্কো। ‘আল জাজিরা টিভি’র এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, গত সোমবার রাশিয়ার তরফে জানানো হয়, যে সব দেশ রাশিয়ার সঙ্গে ‘অ-বান্ধবসুলভ আচরণ’ করেছে তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এবার থেকে ওই সমস্ত দেশের সংস্থা বা ব্যক্তিবিশেষের সঙ্গে কোনও রকম কর্পোরেট চুক্তি করতে হলে সরকারের অনুমতি নিতে হবে।
আনিসের হত্যাকারীর শাস্তির দাবিতে আন্দোলন চলবেই, ১০ দিন পর জেল থেকে বেরিয়ে ঘোষণা মীনাক্ষীর-আনন্দবাজার পত্রিকা
জেলমুক্ত মীনাক্ষীকে স্বাগত জানাতে রাসবিহারী মোড়ে জড়ো হয়েছিলেন এসএফআই এবং ডিওয়াইএফআই নেতা-কর্মীরা। অভিযোগ, পুলিশ তাঁদের আটক করে লালবাজারে নিয়ে গিয়েছে।
জেলবন্দি থাকার ১০ দিনের মাথায় সোমবার জামিন পেয়েছিলেন। মঙ্গলবার হাওড়া জেলা সংশোধনাগার থেকে মুক্তি পেলেন বাম ছাত্র এবং যুব সংগঠনের ১৫ জন নেতা-কর্মী। একই সঙ্গে আলিপুর মহিলা সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। জেলমুক্ত মীনাক্ষীকে স্বাগত জানাতে রাসবিহারী মোড়ে জড়ো হয়েছিলেন এসএফআই এবং ডিওয়াইএফআই নেতা-কর্মীরা। অভিযোগ, পুলিশ তাঁদের আটক করে লালবাজারে নিয়ে গিয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁদের ছাড়া হয়নি বলে এসএফআইয়ের দাবি।
মীনাক্ষী জেল থেকে বেরনোর সময় সেখানে সঙ্গে ছিলেন তাঁর বাবা ও মা। জানা গিয়েছে, মীনাক্ষীর পায়ে চোট রয়েছে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। জেল থেকে বেরিয়ে মীনাক্ষী বলেন, ‘‘আমরা আন্দোলন শুরু করেছিলাম আনিস খানের হত্যাকারীর শাস্তির দাবিতে। হত্যাকারী এখনও ধরা পড়েনি। তাই আমাদের আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে। পাঁচলা এসপি অফিসে সে দিন কী হয়েছে, তা সকলেই জানেন। দেখেছেন। তা নিয়ে আমার কিছু বলার নেই। শুধু বলতে চাই, আনিসের খুনির শাস্তির দাবিতে আমাদের আন্দোলন চলবে।’’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮