কথাবার্তা
পুতিনের সঙ্গে যে কোনো সময় আলোচনায় রাজি জেলেনস্কি: জোভকভা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- যারা দাম বাড়াচ্ছে, তারা আ.লীগের লোক: ফখরুল-প্রথম আলো
- ইউক্রেনের আরেকটি শহর দখলে নেওয়ার দাবি রুশপন্থিদের -যুগান্তর
- রাশিয়ান গ্যাস-তেলের ওপর নিষেধাজ্ঞা দেবে না ইইউ’ -ইত্তেফাক
- ২৮শে মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক বাম গণতান্ত্রিক জোটের-দৈনিক মানবজমিন
- উন্নতমানের আনারস-কলা-চা-ধান উৎপাদনে সহযোগিতা করবে ফিলিপাইন-কালের কণ্ঠ
-
পুতিনের সঙ্গে যে কোনো সময় আলোচনায় রাজি জেলেনস্কি : জোভকভা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- কাশ্মীরে দুর্ঘটনাগ্রস্ত সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার, পাইলটের খোঁজে শুরু অভিযান– সংবাদ প্রতিদিন
- ‘চালাকি করছেন সাহেব!’ নাম না করে মোদিকে কটাক্ষ প্রশান্ত কিশোরের -আজকাল
- এ বার চোখ গুজরাতের ভোটে! চার রাজ্য জয় করেই আমদাবাদের রাস্তায় নামলেন মোদী -আনন্দবাজার পত্রিকা
যারা দাম বাড়াচ্ছে, তারা আ.লীগের লোক: ফখরুল-প্রথম আলো
নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই দাম বাড়ল কেন? কারণ, আপনারা চুরি করেছেন। যারা দাম বাড়াচ্ছে, তারা আওয়ামী লীগের লোক।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে নিম্নবিত্ত-মধ্যবিত্ত, মধ্য ও নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। এই সরকারের কিচ্ছু গায়ে লাগে না। তাদের মন্ত্রীরা সুন্দর সুন্দর কাপড় গায়ে দিয়ে, চমৎকার চমৎকার জায়গায় এদিকে ফুল-ওদিকে ফুল নিয়ে বসে বক্তৃতা-বিবৃতি দেয়। বলে, দাম তো একটু সারা বিশ্বেই বাড়ছে, সেই সঙ্গে আমাদের ক্রয়ক্ষমতা বাড়ছে।’
উন্নতমানের আনারস-কলা-চা-ধান উৎপাদনে সহযোগিতা করবে ফিলিপাইন-কালের কণ্ঠ
বাংলাদেশে উন্নত মানের রপ্তানিযোগ্য আনারসের জাত এমডি-২, জি-নাইন কলা, ডেলমন চা ও মাকাপুনো নারকেল উৎপাদনে সহযোগিতা করবে ফিলিপাইন। এ বিষয়ে শিগগিরই বাংলাদেশ ও ফিলিপাইন এর মধ্যে সমঝোতা স্মারক সই হবে ।
আজ শুক্রবার (১১ মার্চ) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনের সেশন শুরুর আগে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপির সঙ্গে ফিলিপাইনের কৃষিমন্ত্রী উইলিয়াম ডি. ডারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ইতোমধ্যে ফিলিপাইন থেকে এমডি টু জাতের ৩ লাখ আনারসের চারা এনে চাষ শুরু হয়েছে। আরও ৪ লাখ চারা আনা প্রক্রিয়াধীন আছে। আগের চেয়ে আরও কম দামে ও সহজ শর্তে এ জাতের আনারসের চারা বাংলাদেশকে দেওয়ার কথা জানান ফিলিপাইনের কৃষিমন্ত্রী।
ইউক্রেনের আরেকটি শহর দখলে নেওয়ার দাবি রুশপন্থিদের -যুগান্তর
ইউক্রেনের ভলনোভাখা শহর দখলে নেওয়ার দাবি করেছেন রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম রিয়া নিউজ এজেন্সি। খবর বিবিসির। শুক্রবার লুতস্ক, দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্কসহ ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলার খবর জানিয়েছে। ভলনোভাখা শহরটি কৌশলগতভাবে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অবরুদ্ধ মারিওপোল শহরের উত্তরে অবস্থিত। রিয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, দোনেস্ক পিপলস রিপাবলিকের একদল সেনা ভলনোভাখা শহর মুক্ত করেছে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ১৬ তম দিন।
রাশিয়ান গ্যাস-তেলের ওপর নিষেধাজ্ঞা দেবে না ইইউ’ -ইত্তেফাক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার গ্যাস বা তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলন চলছে। এর মধ্যেই ভিডিও বার্তায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি একটি অনুকূল উপায়ে নিষ্পত্তি করা হয়েছে। গ্যাস বা তেলের ওপর প্রযোজ্য নিষেধাজ্ঞা থাকবে না। তাই নিকট ভবিষ্যতে হাঙ্গেরির শক্তি সরবরাহ নিরাপদ।’
বিশ্বের মোট ৪৮টি দেশ রাশিয়ার অপোরিশোধিত তেল সরবরাহ করে থাকে। ২০১৯ সালের হিসেবে, রাশিয়া হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অপোরিশোধিত তেল সরবরাহকারী দেশ। শীর্ষে সৌদি আরব।
২৮শে মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক বাম গণতান্ত্রিক জোটের- দৈনিক মানবজমিন
ভোজ্য তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮শে মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে। আজ সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পুতিনের সঙ্গে যে কোনো সময় আলোচনায় রাজি জেলেনস্কি : জোভকভা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
যে কোনো সময় সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় রাজি আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলে জানিয়েছেন তার ডেপুটি ইগর জোভকভা।
তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে কোনো সময় আলোচনায় রাজি আছেন। তবে, আলোচনায় রাশিয়ার এখন যে অবস্থান তা নিয়ে তিনি কোনো আপোষ করবেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এমনটাই জানিয়েছেন। ইগর জোভকভা আরও বলেন, গতকাল বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। সে বৈঠক থেকে এখনও কোনো সুখবর পাওয়া যায়নি। এ বৈঠক থেকে কোনো সমাধান আসবে তেমনটা ইউক্রেন আশাও করেনি।
এ বার চোখ গুজরাতের ভোটে! চার রাজ্য জয় করেই আমদাবাদের রাস্তায় নামলেন মোদী -আনন্দবাজার পত্রিকা
বাংলায় হারের পর থেকেই কিছুটা ম্রিয়মাণ হয়েছিল ‘ছাপান্ন ইঞ্চি’-র দাপট। প্রশ্ন উঠছিল, এ বার কি তা হলে আর কাজে আসছে না মোদী-ম্যাজিক? বিজেপি-র দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ‘আচ্ছে দিন’ দেখার আশায় ভোট দেওয়া জনগণ? তবে বৃহস্পতিবার বিকেল থেকেই আবার ‘মোদী-দাপট’ দেখতে শুরু দেখল দেশবাসী। চার রাজ্যে (গোয়া এখনও ত্রিশঙ্কু) বিজেপি বিধানসভা দখলের পর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা নয়াদিল্লির সদর দফতর থেকে হুঙ্কার দিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বলতে শোনা গিয়েছে, ২০২৪ সালে বিজেপি-র ক্ষমতায় আসা আটকানো যাবে না। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচের ফল প্রকাশের পরের দিন, অর্থাৎ শুক্রবার বেলা গড়াতে না গড়াতেই গুজরাতের আমদাবাদে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রোড শোতে যোগ দিলেন মোদী। রোড শো থেকে রব উঠল ‘মোদী জি কা জয়’।
‘চালাকি করছেন সাহেব!’ নাম না করে মোদিকে কটাক্ষ প্রশান্ত কিশোরের -আজকাল
নাম না করে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর। আজ (শুক্রবার) সকাল সওয়া ১০টা নাগাদ টুইট করে পিকে লেখেন, ভারতের জন্য লড়াই লড়া এবং তার ফলাফল নির্ধারিত হবে ২০২৪ সালে, কোনও বিধানসভা ভোটের মাধ্যমে নয়। হঠাৎ একথা কেন বললেন ভোটকুশলী? গতকাল পাঁচ রাজ্যের মধ্যে চারটিতেই বিপুল জয়লাভ করেছে বিজেপি। জয়ের পর দলের সদর দপ্তরে দাঁড়িয়ে মোদি বলেন, ‘২০১৯ সালের নির্বাচনের পর অনেকেই বলেছিলেন, ২০১৭ সালের উত্তরপ্রদেশ ভোটের ফলাফলের প্রভাব ২০১৯ সালের লোকসভা ভোটে পড়েছে। এবারও সেই একই তত্ত্ব খাটছে। ২০২৪ সালের ফল কী হবে তা ২০২২-এই দেখা যাচ্ছে।‘ মোদির এই বক্তব্যকেই কটাক্ষ করেছেন পিকে।
কাশ্মীরে দুর্ঘটনাগ্রস্ত সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার, পাইলটের খোঁজে শুরু অভিযান– সংবাদ প্রতিদিন
জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) দুর্ঘটনাগ্রস্ত সেনাবাহিনীর হেলিকপ্টার। পাইলট ও সহকারী পাইলটের খোঁজে শুরু হয়েছে অভিযান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দ্রুত তদন্ত শুরু হয়েছে বলে সেনা সূত্রে খবর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার দুপুরে কাশ্মীরের বান্দিপোরা এলাকায় ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার। জানা গিয়েছে, গুরেজ সেক্টরের বারাউম এলকায় চপারটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ভেঙে পড়ার আগেই নাকি যানটির চালক ও সহকারী চালক সেটি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। তাঁদের খোঁজে দ্রুত উদ্ধার অভিযান চলছে। তবে হিমালয়ের বুকে বরফে ঢাকা ওই এলাকায় উদ্ধারকারী দলকে যথেষ্ট কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা।
পার্সটুডে/বাবুল আখতার/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।