কথাবার্তা
বিএনপিকে কাদেরের হুঁশিয়ারি: প্রতিবাদ করলেই গুম করছে সরকার-ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- নির্বাচনে আনতে কাউকে জোর করা সম্ভব নয়: সিইসি- প্রথম আলো
- শক্তিশালী বিরোধীদল আবির্ভাবের ঘোষণায় বিএনপিকে কাদেরের হুঁশিয়ারি–ইত্তেফাক
- লিভিভে ৫টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করলো রাশিয়া-মানবজমিন
- ইলিয়াস আলীর ‘গুম’ ইস্যুতে যা বললেন স্ত্রী–যুগান্তর
- অতিরিক্ত এন্টিবায়োটিকে ২০৫০ সালে বড় সঙ্কটে পড়বে দেশ: অধ্যাপক শারফুদ্দিন
- দেশে অক্টোপাসের মতো দম বন্ধ করার পরিবেশ: মির্জা ফখরুল-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- আরও পাঁচ ধর্ষণ-কাণ্ডে জনস্বার্থ মামলা বিজেপির, মঙ্গলবার শুনানি হতে পারে হাই কোর্টে -আনন্দবাজার
- ফের চাঞ্চল্য লখিমপুরে, এবার দুই বাইক আরোহীকে পিষে দিল বিজেপি বিধায়কের গাড়ি--সংবাদ প্রতিদিন
- সিবিআই তদন্তের দাবিতে অনড়, হাইকোর্টে সুবিচার না পেলে শীর্ষ আদালতে যাওয়ার হুমকি দিলেন আনিসের বাবা -আজকাল
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

দৈনিক প্রথম আলোর খবর- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা জোর (ফোর্স) করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। তবে কমিশনের দায়িত্ব থাকবে সবাইকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানানো। সব দল নির্বাচনে অংশ না নিলে তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। গণতন্ত্র বিকশিত হবে না। আজ ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ করছে ইসি। সংলাপে সিইসি বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে চেষ্টা করতে হবে। ইসি যে সংলাপ করছে, তা অর্থহীন নয়।
শক্তিশালী বিরোধীদল আবির্ভাবের ঘোষণায় বিএনপিকে কাদেরের হুঁশিয়ারি-ইত্তেফাক

বিএনপি শক্তিশালী বিরোধীদলে আবির্ভূত হওয়া এবং আন্দোলনের নামে তারা যদি আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের অল্প সময়ের মধ্যে বিএনপিকে শক্তিশালী বিরোধীদল হিসেবে আবির্ভাবের ঘোষণার প্রেক্ষিতে এই হুঁশিয়ারি করেন।তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীগগিরই বিএনপিকে শক্তিশালী বিরোধীদল ঘোষণায় আবারও প্রমাণিত হয়েছে যে তাদের শক্তিহীনতা দুর্বলতা অক্ষমতা ও দৈন্যতার নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে।
একদলীয় শাসনের প্রতিবাদ করলেই গুম করছে সরকার: ফখরুল-মানবজমিন
সরকারের ‘একদলীয় ও বাকশালীয় শাসন ব্যবস্থার’ বিরুদ্ধে যেসব তরুণরা প্রতিবাদ জানাচ্ছে তাদের নির্মূল ও নিশ্চিহ্ন করতেই সরকার তাদের গুম করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি মহাসচিব বলেন, আমার মনে আছে, যখন ইলিয়াস আলী গুম হয়ে যায় তখন আমি তার বাসায় গিয়েছিলাম, তার ছোট মেয়ের বয়স ছিল তখন ৬ বছরের মতো। সে শূন্য একটা দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে ছিল। প্রায় প্রত্যেক বছরই আমি তার স্ত্রীর সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাই। এখন দেখা করতে গেলে তার মেয়ে আমাদের সামনে আসে না, অনেক কষ্ট নিয়ে আসে না। বলে, ‘তোমরা আসো কিন্তু আমার বাবা তো ফিরে আসে না’।

মির্জা ফখরুল বলেন, গুম হয়ে যাওয়া প্রায় প্রত্যেকটি পরিবারের একই অবস্থা।আমার উত্তরার বাসার পাশেই দক্ষিণখান। সেখানে একজন মহিলা আছেন, তার ছেলে মুন্না গুম হয়ে গেছে। বাবা এক বছর বিভিন্ন জায়গায় ছেলেকে খুঁজতে খুঁজতে মারা গেছেন। আর মা এখন অসহায় অবস্থায় আছেন। তার ঘর ভাড়াও থাকে না। আমরা চেষ্টা করি অত্যন্ত সীমিতভাবে তাদের পাশে থাকার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি পরিবারের খবর রাখেন। আমাদের মানবাধিকার সেল চেষ্টা করে গুমের বিষয়টিকে আন্তর্জাতিকভাবে কাজ করার জন্য। তারা সফলও হয়েছে। আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাদের একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হল, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকতে চায়। এটা তাদের পুরাতন অভিলাষ। তারা চায়, বাংলাদেশ যতদিন থাকবে তারাও ততদিন ক্ষমতায় টিকে থাকবে।
ইলিয়াস আলীর ‘গুম’ ইস্যুতে যা বললেন স্ত্রী-যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ইলিয়াস আলীকে গুম করে দেওয়ার পর সরকার নাটক সাজাতে চেয়েছিল। খারাপ খারাপ কথা লিখে দেয়ালে পোস্টার সাঁটিয়েছিল। কিন্তু জনগণ সেটি গ্রহণ করেনি।
সোমবার রাজধানীর একটি হোটেলে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুম করার ১০ বছর উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
লুনা বলেন, এই সরকার বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীদের গুম করে দিয়ে মেসেজ দিতে চেয়েছিল যে স্টপ হয়ে যাও। আন্দোলন করলে, কথা বললে গুম হয়ে যাবে।
অতিরিক্ত এন্টিবায়োটিকে ২০৫০ সালে বড় সঙ্কটে পড়বে দেশ: অধ্যাপক শারফুদ্দিন-সমকাল

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে ২০৫০ সালে করোনাভাইরাসের চেয়ে দেশ আরও বড় সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে আগামী ২০৫০ সালে দেশে করোনাভাইরাসে মৃত্যুর চেয়ে দ্বিগুণ মানুষের মৃত্যু হতে পারে।ডা.মো.শারফুদ্দিন আহমেদ বলেন, সকলের স্বার্থে মাত্রা অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার রোধ করতে হবে। যততত্র এন্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে।রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যাতে কোনো ফার্মাসী এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।
আফগাসিন্তান-পাকিস্তান প্রসঙ্গ: আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান, নিহত ৪৭। মানবজমিনের এখবরে লেখা হয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শনিবার আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে এই বিমান হামলা চালানো হয়।হামলার পর আফগানিস্তানে পাকিস্তানবিরোধী বিক্ষোভ হয়েছে। তারা বিক্ষোভ থেকে এন্টি-পাকিস্তান স্লোগান দেয় এবং হামলার নিন্দা জানায়। পাকিস্তান সেনাবাহিনী এখনও হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
লিভিভে ৫টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করলো রাশিয়া-মানবজমিন
ইউক্রেনজুড়ে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া। দুই সপ্তাহ ব্যবধানে ইউক্রেনের পশ্চিমে থাকা শহরগুলোতে আক্রমণ করছে দেশটি। এর মধ্যে সোমবার ৫টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে আঘাত হানে বলে জানিয়েছে ইউক্রেন। গত দুই মাস ধরে চলা এ যুদ্ধে এখনো লিভিভকে টার্গেট করে বড় কোনো হামলা চালায়নি রাশিয়া। রাশিয়ার ছোঁড়া সর্বশেষ মিসাইলগুলো লিভিভের বেসামরিক ভবনে আঘাত হেনেছে বলে আশঙ্কা কড়া হচ্ছে।কিয়েভ থেকে সেনা সরিয়ে আনার পর শুধু পূর্ব ইউক্রেনেই অভিযান পরিচালনা করছিল রাশিয়া।তবে কৃষ্ণ সাগরে ইউক্রেনের মিসাইল হামলায় রুশ যুদ্ধ জাহাজ মস্কভা ধ্বংসের পর আবারও সমগ্র ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
আরও পাঁচ ধর্ষণ-কাণ্ডে জনস্বার্থ মামলা বিজেপির, মঙ্গলবার শুনানি হতে পারে হাই কোর্টে-আনন্দবাজার পত্রিকা

আরও পাঁচটি ধর্ষণ-কাণ্ডের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। এ বার দক্ষিণ ২৪ পরগনার নেত্রা ও নামখানা, বীরভূমের শান্তিনিকেতন, জলপাইগুড়ির ময়নাগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের পিংলায় ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হল। মামলাটি করেন বিজেপি-র পক্ষ থেকে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দেয়। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
ফের চাঞ্চল্য লখিমপুরে, এবার দুই বাইক আরোহীকে পিষে দিল বিজেপি বিধায়কের গাড়ি-সংবাদ প্রতিদিন
সোমবারই লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর (Ashish Mishra) জামিন খারিজ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এক সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। ফের খবরে সেই লখিমপুর (Lakhimpur)। এবার সেখানে বিজেপি (BJP) বিধায়কের গাড়ির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যুর অভিযোগ উঠল। গাড়ির চালককে গ্রেপ্তার করে, গাড়িটি বাজেয়াপ্ত করে তদন্তে নেমেছে পুলিশ।
বিধানসভার গরিমা নষ্ট করেছেন রাজ্যপাল’, তোপ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের-সংবাদ প্রতিদিন
রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়। সেই সংঘাতের মাঝেই আরও একবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেই অভিযোগ তাঁর। যদিও স্পিকারের মন্তব্য প্রসঙ্গে পালটা কিছুই বলতে রাজি হননি রাজ্যপাল জগদীপ ধনকড়।নতুন করে রাজ্যপাল ও বিধানসভার স্পিকারের সংঘাতের সূত্রপাত হয় বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে।সোমবার আরও একবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার। তিনি বলেন, “রাজ্যপালের সংবিধান মেনে চলা উচিত। বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবে ব্যবহার করছেন রাজ্যপাল।
ছাত্রনেতা আনিস খান মৃত্যুর ঘটনায় ফের সিবিআই তদন্তের দাবি তুললেন তাঁর বাবা সালেম খান। আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ না দিলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ফের একবার আস্থার কথা জানিয়েছে মৃত ছাত্রনেতার পরিবার।
এটা ঘটনা, ভাদু শেখ খুন থেকে শুরু করে বগটুই গ্রামে অগ্নিসংযোগের ঘটনা। কিংবা হাঁসখালির ধর্ষণকাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই। কিন্তু ছাত্র নেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রথম থেকে তাঁর পরিবার সিবিআই তদন্তের দাবি জানালেও এখনও তা মেলেনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮