মে ২৫, ২০২২ ১৬:১৪ Asia/Dhaka
  • সব এলাকা পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চলবে: জেলেনস্কি

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ মে বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • যুক্তরাষ্ট্রের জন্য ভয়ংকর এক মাস-প্রথম আলো
  • রণক্ষেত্র লাহোর: ব্যারিকেড ভেঙে জড়ো হচ্ছে পিটিআই কর্মীরা, টিয়ারশেল নিক্ষেপ-মানবজমিন
  • সব এলাকা পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চলবে: জেলেনস্কি-যুগান্তর
  • বিশ্ব এখন নতুন স্নায়ুযুদ্ধের হুমকির মুখোমুখি: জাতিসংঘ মহাসচিব–ইত্তেফাক
  • প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে কেউ খালি পায়ে হাঁটে না : তথ্যমন্ত্রী-কালের কণ্ঠ
  • সাহস থাকলে আ’লীগ নির্বাচন করুক: গয়েশ্বর-দৈনিক নয়াদিগন্ত

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • জ্ঞানবাপী মসজিদের ‘শিবলিঙ্গ’ নিয়ে আপত্তিকর মন্তব্য! গ্রেপ্তার হিন্দু কলেজের অধ্যাপক-সংবাদ প্রতিদিন
  • আরও ৩ দেশে ছড়াল মাঙ্কিপক্স, ভাইরাসের সংক্রমণ রুখতে কী কী করণীয়, জানাল হু! -আজকাল
  • দিলীপ আর বাংলার নন! রাজ্যের বাইরে বড় দায়িত্বে, অপসারণ না উত্থান, প্রশ্ন বিজেপিতে- আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

যুক্তরাষ্ট্রের জন্য ভয়ংকর এক মাস-প্রথম আলো

এ যেন ভয়ংকর এক মাস! চলতি বছরের মে মাসের সর্বশেষ ১৫ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে গুলিতে ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে অহরহ গুলির ঘটনা ঘটছে। এতে প্রাণহানিও বাড়ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার টেক্সাসের একটি স্কুলে গুলির ঘটনা ঘটে। এতে এখন ২১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুধু গতকাল দিনের শুরু থেকে রাত নয়টা পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ৩৩টি স্থানে গুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় মোট ২৮ জন নিহত হয়েছেন। আহত ৩১ জন। আগের দিন সোমবার গুলিতে নিহত হয়েছেন ২৯ জন। আহত ৮৩ জন। এদিন দেশটির ৯০টির বেশি স্থানে গুলির ঘটনা ঘটে। গত রোববার গুলির ঘটনা ঘটে ১৫৮টি স্থানে। এতে নিহত হন ৭২ জন। 

প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে কেউ খালি পায়ে হাঁটে না : তথ্যমন্ত্রী-কালের কণ্ঠ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লায় আমি বহুবার এসেছি। ছয় বছর আগেও একবার এসেছি। কিন্তু এবার এসে কুমিল্লাকে চিনতে পারছি না। কুমিল্লায় অনেক উঁচু উঁচু ভবন হয়েছে। রাস্তাঘাট অনেক সুন্দর। এটা কোনো ম্যাজিক নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ম্যাজিক। দেশে আজ কোথাও কুঁড়েঘর দেখা যায় না, কেউ খালি পায়ে হাঁটে না। এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে।

বুধবার (২৫ মে) কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় কবি ছিলেন সাম্যের কবি, সম্প্রীতির কবি, প্রেমের কবি ও বিদ্রোহী কবি। তিনি কুমিল্লায় বসে অনেক কবিতা লিখেছেন, নার্গিসকে নিয়ে লিখেছেন। এবারের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান কুমিল্লায় করায় সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। 

সব এলাকা পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চলবে: জেলেনস্কি-যুগান্তর

ইউক্রেনের সব অঞ্চল পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দর্শকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, তিনি শুধু ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছুক, মধ্যস্থতাকারীদের মাধ্যমে নয়। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট বাস্তবতা বুঝতে পারলে সংঘাত থেকে একটি কূটনৈতিক উপায় খুঁজে বের করার সম্ভাবনা ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার আগে মস্কোর উচিত ছিল, তার সৈন্যদের আগের জায়গায় ফিরিয়ে নেওয়া। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে তার আলোচনার বিষয় নিয়ে খেলছে। এদিকে গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কবে থামবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। 

রণক্ষেত্র লাহোর: ব্যারিকেড ভেঙে জড়ো হচ্ছে পিটিআই কর্মীরা, টিয়ারশেল নিক্ষেপ-মানবজমিন

রণক্ষেত্রে পরিণত হয়েছে লাহোর। ইমরান খানের ‘আজাদি মার্চ’ ঠেকাতে কঠিন অবস্থান নিয়েছে সরকার। কিন্তু ইমরানের সমর্থকরা বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড পার হয়ে মার্চ অব্যাহত রেখেছে। আর তাতে বাধা দেয়াতেই রণক্ষেত্রে পরিণত হয়েছে লাহোরের বিভিন্ন সড়ক। লাহোরের বাটি চক এলাকায় পিটিআই কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পরে পুলিশ। মিছিল লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। লাহোরে পিটিআই’র নেতারা সকল কর্মীদের বাটি চকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। এখান থেকেই রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারা। 

তবে জিও টিভি জানিয়েছে, ওই এলাকায় ইমরান সমর্থকরা এলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। বর্তমানে পিটিআই কর্মীদের সরিয়ে রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। তবে টুইটারে পাকিস্তানের সাবেক জ্বালানী মন্ত্রী হামাদ আজহার জানিয়েছেন যে, তিনি এরইমধ্যে বাটি চকে পৌঁছেছেন

দিলীপ আর বাংলার নন! রাজ্যের বাইরে বড় দায়িত্বে, অপসারণ না উত্থান, প্রশ্ন বিজেপিতে- আনন্দবাজার পত্রিকা

রাজ্য রাজনীতি থেকে দূরত্ব বেড়ে গেল দিলীপ ঘোষের। এ বার বাংলা ছেড়ে অন্য আট রাজ্যের সাংগঠনিক দায়িত্ব সামলাতে হবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। তবে দিলীপের এই দায়িত্ববৃদ্ধি রাজনৈতিক উত্থান না কি বাংলা থেকে অপসারণ তা নিয়ে জল্পনা রয়েছে রাজ্য বিজেপিতে। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে গোটা দেশেই ‘বুথ সশক্তিকরণ অভিযান’ শুরু করছে বিজেপি। আর সেই কর্মসূচিতেই বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও উত্তর-পূর্বের চার রাজ্য মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরার সংগঠন বৃদ্ধির দায়িত্ব দিলীপকে দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

আরও ৩ দেশে ছড়াল মাঙ্কিপক্স, ভাইরাসের সংক্রমণ রুখতে কী কী করণীয়, জানাল হু! -আজকাল

উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস।

করোনা অতিমারির মাঝেই বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ ফেলল মাঙ্কিপক্স। মঙ্গলবার পর্যন্ত গোটা বিশ্বে ১৯টি দেশে মাঙ্কিপক্স ছড়ানোর খবর পাওয়া গিয়েছিল। বুধবার আরও তিনটি দেশে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলেই জানাচ্ছে এক আন্তর্জাতিক সংবাদসংস্থা। সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত এক মহিলার হদিশ পাওয়া গিয়েছে। একই দিনে ইউরোপের চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়াতেও মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদের সকলেরই ভ্রমণের ইতিহাস রয়েছে। এই নিয়ে মোট ২১টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হল। 

সাধারণত আফ্রিকায় মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়। কিন্তু সম্প্রতি ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়াতেও এর প্রাদুর্ভাব ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মাঙ্কিপক্স শনাক্ত হওয়া দেশের সংখ্যা আরও বাড়বে কয়েকদিনের মধ্যে। 

পার্সটুডে/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ