জুন ০৫, ২০২২ ১৬:১৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৫ জুন রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • সীতাকুণ্ড ট্রাজেডি/ চমেকে একের পর এক আসছে লাশ, নিহত বেড়ে ৪৯- মানবজমিন
  • সীতাকুণ্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪১, দগ্ধ-আহত ৪ শতাধিক-ইত্তেফাক
  • কনটেইনার ডিপোতে বিস্ফোরণ-আশপাশের গ্রামগুলোয় ছাই আর পোড়া গন্ধে বিপাকে শিশু, বৃদ্ধরা-প্রথম আলো
  • সীতাকুণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল- যুগান্তর
  • ক্লান্ত বিধ্বস্ত শোকাহত, কাঁদছেন ফায়ার ফাইটার সোহেল-কালের কণ্ঠ
  • দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড-‘একটি অগ্নিকাণ্ডে ৮ অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু আগে কখনো হয়নি’-ডেইলি স্টার
  • আবারও বাড়লো গ্যাসের দাম; দুই চুলা ১০৮০ টাকা ও এক চুলা ৯৯০-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • খুন হয়ে যেতে পারেন ইমরান! কড়া সতর্কতায় ইসলামাবাদে জারি ১৪৪ ধারা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • 'ব্যবস্থাপনায় বিস্তর গাফিলতি ছিল', কেকে-র মৃত্যু ঘিরে মুখ খুললেন রাজ্যপাল-আজকাল
  • হবু স্বামীকে গ্রেফতার করে বাহবা পাওয়া ‘লেডি সিংঘম’ এ বার নিজেই গ্রেফতার!–আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত:

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ- এখন পর্যন্ত নিহত ৪৩

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ এবং মুহূর্তে মুহূর্তে পোশা লাশ আসছে চ্ট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতের সংখ্যা বেড়ে ৪৯। দগ্ধ –আহত ৪ শতাধিক। ৪০/৫০ জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি ভয়াবহ। চমেকে তিল ধারণের জায়গা নেই। সীতাকুণ্ড যেন আরেক বৈরুত! এমন শিরোনাম করেছে মানিবজমিন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে (সাবেক কাশেম জুট মিল) লোডিং পয়ন্টের ভেতরে আগুন লাগে। প্রথমে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। পরে রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। হঠাৎ একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পুলিশের সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য ও শ্রমিকসহ ৪ শতাধিক মানুষ দগ্ধ ও আহত হন।

সীতাকুণ্ডে মর্মান্তিক বিস্ফোরণ

রাত ২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থানরত ইত্তেফাক সংবাদদাতা মীর মো. দিদারুল হোসেন টুটুল জানান, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও শ্রমিকসহ ৪০-৫০ জনের বেশি মানুষকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের মোট ২৫টি টিম এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু রবিবার সকাল পৌনে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বিস্ফোরণে আশপাশের ঘরবাড়ি ও মসজিদের কাচের দরজা-জানালা ভেঙে যায়। এমনকি শিশুরাও বিস্ফোরণের বিকট শব্দে কেঁদে ওঠে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর সেখান থেকে প্রথম ফেসবুক লাইভে আসা অলিউর রহমান ওরফে নয়ন (২০) মারা গেছেন। রবিবার (৫ জুন) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকা মিলনের মরদেহ শনাক্ত করেন তারা স্বজনরা।

নয়ন বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের বাসিন্দা আশিক মিয়ার ছেলে।

সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণ-নিহত প্রত্যেকের পরিবার পাবে ২ লাখ টাকা-ইত্তেফাক

সীতাকুণ্ড ট্রাজেডি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিএম কনটেইনার ডিপোয় আগুনে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। রবিবার (৫ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মালিক পক্ষের অসহযোগিতার কারণে আমরা দ্রুত আগুন নেভাতে পারেননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

তিনি বলেন, ‘মালিক পক্ষ জানেন কনটেইনার ডিপোতে কোথায় কোথায় কেমিক্যাল আছে, যদি তারা আমাদের সঠিক তথ্য দিতেন, তাহলে খুব দ্রুত আগুন নেভাতে পারতাম। তারা আমাদের সহযোগিতা করেননি।’    

কনটেইনার ডিপোতে বিস্ফোরণ

আশপাশের গ্রামগুলোয় ছাই আর পোড়া গন্ধে বিপাকে শিশু, বৃদ্ধরা-প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আশপাশের অন্তত দুই কিলোমিটার এলাকায় বসবাসকারীরা বেশির ভাগই শ্রমিক। বসতঘরগুলো টিনশেডের। উঁচু দালানের সংখ্যা কম। এর মধ্যে যেসব ঘর বা ভবনে কাচের জানালা আছে বিস্ফোরণের তীব্র শব্দে তা ভেঙে গেছে।

সীতাকুণ্ড ট্রাজেডির লাইভ করতে যাওয়া ছেলেটি মারা গেছে

বিস্ফোরণের পর থেকে কালো ধোঁয়া আর কেমিক্যালের পোড়া গন্ধে অসুবিধায় পড়ার কথা জানিয়েছেন আশপাশের তিন গ্রামের বাসিন্দারা। পোড়া গন্ধে বেশি অসুবিধার কথা জানিয়েছেন শিশু ও বৃদ্ধরা। মুখে মাস্ক পরে থাকতে দেখা গেছে বেশ কয়েকজনকে।

বাসিন্দাদের কেউ কেউ বলেছেন, ঘরে থাকা টিভি, ফ্রিজ ও বৈদ্যুতিক পাখা নষ্ট হয়ে গেছে। বিস্ফোরণের পর ছোট–বড় লোহার টুকরা উড়ে এসে পড়েছে ঘরের চালায়।

কেশবপুর গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী লাকী আকাতার প্রথম আলোকে বলেন, ‘কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর থেকে কালো ধোঁয়া আর গন্ধে টিকতে পারছিলাম না। আতঙ্কে শিশুরা কান্না করছে সারাক্ষণ। বাড়ির বৃদ্ধদেরও খুব কষ্ট হচ্ছে।’

স্বামীর অপেক্ষায় স্ত্রী, বাবার অপেক্ষায় শিশু সন্তান। সীতাকুণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।

বিস্ফোরণে কম আহতরা বললেন নতুন জীবন পেলাম। দগ্ধ তিনজনকে ঢাকায় আনা হয়েছে। কাল চিকিৎসক দল চট্টগ্রামে যাবেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। ফায়ার সার্ভিস ঘটনাস্থলের কাছে যেতে না পারায় ওপর থেকে পানি ছিটানোর কাজ শুরু করেছে সেনাবাহিনী।

রাসায়নিক পদার্থ যাতে সমুদ্রে গিয়ে না পড়ে, সে জন্যও কাজ করছে সেনাবাহিনী। গতকাল শনিবার রাতে আগুন লাগার পর কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৭ হয়েছে। দুপুরেও ডিপো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা।

দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড ‘একটি অগ্নিকাণ্ডে ৮ অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু আগে কখনো হয়নি’-ডেইলি স্টার

একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যুর এমন ঘটনা আগে কোনোদিন ঘটেনি বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আজ রোববার দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'প্রায় ২৫ বছর ধরে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছি। এত বছরে কখনও এক দুর্ঘটনায় এত মৃত্যু প্রত্যক্ষ করেনি। আমার জানা মতে, এর আগে কখনো একটি ঘটনায় এত অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু হয়নি।'

বন্ধ ঘোষণা শুধু কাগজে-কলমে-রাজশাহীর অবৈধ ক্লিনিক চলছে আগের মতোই, মাইকিং করে ডাকা হচ্ছে রোগী-যুগান্তর

রাজশাহী জেলা ও মহানগরীতে চিহ্নিত ১৬৫ অবৈধ ও অননুমোদিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৪৩টি সিলগালা করার কথা বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল রাজশাহী সিভিল সার্জন অফিস। কিন্তু শুক্রবার সরেজমিন দেখা গেছে, সেগুলো আগের মতোই চলছে। কয়েকটি ক্লিনিকের লোকজনকে মাইকিং করে রোগী ডাকতেও দেখা গেছে। অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের গাফিলতির কারণেই অবৈধ ক্লিনিকগুলো আগের মতোই ‘সেবা’ দিয়ে যাচ্ছে। এ নিয়ে সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কতিপয় কর্মকর্তার সঙ্গে ‘গোপন সমঝোতা’ হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই'-মানবজমিন

সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর বিক্রমে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।তিনি বলেন, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্যদিয়ে বাঙালি জাতি আরেকটি বিজয় অর্জন করবে। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকল হাতিয়ার জমা দেয়ার আহবান জানান। তানা পলে রাজপথে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। আজ রোববার বেলা সাড়ে ১১ টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ  বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন,  আন্দোলন কিভাবে করতে হয়, দাবি কিভাবে আদায় করতে হব এবং ষড়যন্ত্রকারীদের কিভাবে প্রতিরোধ করতে হয়, এটা আওয়ামী লীগ জানে। বিএনপি জামায়াতকে প্রতিরোধে জেগে ওঠার আহবান জানান।

 এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

খুন হয়ে যেতে পারেন ইমরান! কড়া সতর্কতায় ইসলামাবাদে জারি ১৪৪ ধারা-সংবাদ প্রতিদিন

ইমরান খানকে খুন করার চক্রান্ত

খুনের ষড়যন্ত্র ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে! সদ্য গদি হারানো প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে খুন করার চক্রান্ত হচ্ছে। এমন গুঞ্জন ঘিরে উত্তেজনা পাকিস্তানে (Pakistan)। রবিবার গানি গালা অঞ্চলে আসার কথা ইমরানের। তার আগে শনিবার রাত থেকেই সেখানে কড়া সতর্কতা জারি করা হয়েছে। ইসলামাবাদ জুড়েই জারি ১৪৪ ধারা। যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ বলে ঘোষণা করেছে প্রশাসন।ইতিমধ্যেই টুইট করেছে ইসলামাবাদ পুলিশ। তারা জানিয়েছে, ”বানি গালায় পিটিআই চেয়ারম্যান ইমরান খান আসবেন রবিবার। এটা ইসলামাবাদের লোকালয়ের মধ্যে অবস্থিত। আর তাই সেখানে কড়া সতর্কতা জারি করা হয়েছে। ইসামাবাদে জারি হয়েছে কারফিউ। জেলাশাসকের নির্দেশে এলাকায় কোনও বড় জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানোর পরে নানা সময়ে নানা বিস্ফোরক কথা বলতে শোনা গিয়েছে ইমরানকে। তাঁকে যে মেরে ফেলা হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

পাচারকারী সন্দেহে সীমান্তে বিএসএফের গুলি, মুর্শিবাদে নিহত যুবক, এলাকায় চাঞ্চল্য-সংবাদ প্রতিদিন

সীমান্তে বিএসএফের (BSF) গুলিতে ফের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে। রবিবার সাগরপাড়ার চক মথুরায় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, পাচারকারী সন্দেহেই বিএসএফ জওয়ানরা গুলি চালিয়েছে। ঘটনার পর বিএসএফের মুখে কুলুপ। এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

হবু স্বামীকে গ্রেফতার করে বাহবা পাওয়া ‘লেডি সিংঘম’ এ বার নিজেই গ্রেফতার!-আজকাল

গত মাসে প্রতারণার অভিযোগে নিজের বাগদত্তাকে গ্রেফতার করে খবরের শিরোনামে উঠে আসেন অসম পুলিশের ‘লেডি সিংঘম’ জুনমণি রাভা। হবু স্বামীর সঙ্গে জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে শনিবার গ্রেফতার হলেন তিনি নিজেই।

জুনমণি অসমের নগাঁও জেলার সাব-ইনস্পেক্টর। তাঁকে গত দু’দিন ধরে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। মাজুলি জেলার একটি আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। জুনমণিকে মাজুলি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

দুই ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। ওই দুই ঠিকাদার পুলিশের কাছে জানান, তাঁরা জুনমণির প্রাক্তন বাগদত্তা রানা পোগাগের সঙ্গে আর্থিক চুক্তি করেছিলেন। জুনমণিই তাঁদের সঙ্গে রানার যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। ঠিকাদারদের অভিযোগ রানা তাঁদের টাকা নিয়ে জালিয়াতি করেন এবং এই ঘটনায় জুনমণিও সমান ভাবে যুক্ত ছিলেন। এর পরই পুলিশ জুনমণিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫

ট্যাগ