জুন ১৭, ২০২২ ১৬:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • সিলেটে সেনাবাহিনীর উদ্ধার অভিযান, ঝুঁকির মুখে বিদ্যুৎ স্টেশন, হু হু করে বাড়ছে পানি- মানবজমিন
  • দেশের ১২ নদীর পানি বিপদসীমার ওপরে-ইত্তেফাক
  • সাংবাদিকদের ‘শায়েস্তা’ করতে আর কত আইন। -প্রথম আলো
  • চুক্তিভঙ্গ করেও বহাল তবিয়তে সহজ - যুগান্তরসুইস ব্যাংকে বাংলাদেশিদের রেকর্ড পরিমাণ অর্থ
  • জমা -কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ১৪ বছরের রেকর্ড ভাঙল সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ! -দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘অগ্নিপথ’–এর আঁচে পুড়ছে উত্তরপ্রদেশ, বিহার, উপমুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন, পুড়ল ট্রেন -আজকাল
  • অগ্নিপথ-বিক্ষোভে প্রথম প্রাণহানি সেকেন্দরাবাদে, পুলিশের গুলিতে হত ১, আহত অন্তত ১৫ –আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে প্রথম আলোর কয়েকটি খবর এরকম-বন্যায় বিচ্ছিন্ন সুনামগঞ্জ, আটকে পড়াদের উদ্ধারে নামছে সেনাবাহিনী। জেলায় ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। কেউ কারও সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এ মুহূর্তে সুনামগঞ্জের সবার ঘরে পানি নেই, বিদ্যুৎ নেই।

Image Caption

সিলেট-সুনামগঞ্জে পৌনে ২ লাখ গ্রাহক বিদ্যুৎহীন। মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন। জেলার প্রতিটি এলাকা প্লাবিত। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সুনামগঞ্জে ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থী। তাঁরা খাবার, সুপেয় পানিসহ নানা সংকটে দুরবস্থার মধ্যে রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারের জন্য তাঁরা আরজি জানিয়েছেন।

পানিবন্দি লাখো মানুষ, খাবার পানির অভাব

এমন অবস্থায় পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারে জেলার তিন উপজেলায় সেনাবাহিনী নামানো হচ্ছে।

সিলেট শহরের রাস্তায় নৌকা চলছে

প্রথম আলোর মতামত- কলামে অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সাংবাদিকদের ‘শায়েস্তা’ করতে আর কত আইন। তিনি  সমকালের উদ্ধৃতি দিয়ে তুলে ধরেছেন,, বাংলাদেশের সাংবাদিকদের মাথার ওপর আরেকটি খড়্গ ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করতে নতুন আইন করা হচ্ছে, নাকি প্রেস কাউন্সিল আইন সংশোধনের নামে এমন সব ব্যবস্থা করা হচ্ছে, যা শেষ পর্যন্ত সাংবাদিকদের নিয়ন্ত্রণের নতুন উপায়ে পরিণত হবে? এ প্রশ্ন উঠছে এই কারণে যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নতুন আইন হচ্ছে বলার এক দিন না পেরোতেই তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘নতুন আইন হচ্ছে না।’ তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রেস কাউন্সিল আইনের সংশোধন করার বিষয় সরকারের বিবেচনায় আছে।

এই মতামত কলামে আরো বলা হয়েছে, যেসব আইন আছে এবং আইনের বাইরেও যা ঘটছে, তাতে সরকার সন্তুষ্ট নয়; আরও নতুন আইন চাই বলেই মনে হচ্ছে। নতুন আইন হোক কিংবা প্রেস কাউন্সিল আইন সংশোধন করেই হোক—নিয়ন্ত্রণের ব্যবস্থা কেবল সেটাই হবে, তা নয়। ইতিমধ্যে উপাত্ত সুরক্ষা আইন, বিটিআরসির প্রবিধান এবং ওটিটি নীতিমালা তৈরি হচ্ছে। এগুলোর লক্ষ্য একটাই—নাগরিকের কথা বলার জায়গা একবারে বন্ধ করে দেওয়া। এদিকে বন্যার কারণে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমানোয় রেকর্ড

অর্থ-বাণিজ্য-সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমানোয় রেকর্ড-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, আগের বছরের চেয়ে সুইস ব্যাংকে রেকর্ড পরিমাণ আমানত বেড়েছে বাংলাদেশিদের। মাত্র ১২ মাসে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে প্রায় ৩ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন তারা। সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে এখন বাংলাদেশিদের টাকার পরিমাণ ৮ হাজার ২৭৫ কোটি টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক-এসএনবি বৃহস্পতিবার ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০২২’ শিরোনামে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদন থেকে বাংলাদেশিদের জমানো অর্থের সর্বশেষ তথ্য পাওয়া গেছে। দেশে যখন টাকা পাচার ঠেকানোর তুমুল আলোচনা, তখন নজিরবিহীন গতিতে সুইস ব্যাংকে টাকা জমিয়েছেন বাংলাদেশিরা।

শুভ কিবরিয়ার নির্বাচিত কলামে লেখা হয়েছে, প্রশ্ন হচ্ছে- দেশের আইন ও নীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা পাচার করে টাকা দেশের বাইরে নিয়ে গেছেন, টাকা সেখানে সুরক্ষিত থাকলে, দেশে তারা ফেরত আনবেনই বা কেন? অর্থমন্ত্রীর ভাষায়, ‘টাকার একটি ধর্ম আছে। কেউ স্যুটকেসে করে টাকা নিয়ে যায় না। টাকা যেখানে বেশি সুখ পায়, সেখানে চলে যায়।’ সেটাই যদি সত্যি হয়, তাহলে বিদেশে পাচার করা টাকার কি এমন ‘অসুখ’ দেখা দিলো যে তার ঘরে ফেরার সম্ভাবনা তৈরির প্রাতিষ্ঠানিক আয়োজন সরকারকে প্রস্তুত করতে হচ্ছে?

চুক্তিভঙ্গ করেও বহাল তবিয়তে সহজ-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, পদে পদে চুক্তিভঙ্গ করলেও সহজ ডটকমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ।

উল্টো সহজের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ে অনেকটা তটস্থ থাকে রেলওয়ে সংশ্লিষ্টরা। বারবার সময় নিয়েও রেলের টিকিট কাটার সবচেয়ে জরুরি মাধ্যম ‘মোবাইল অ্যাপ’ চালু করতে পারেনি সহজ।

এক্ষেত্রে জরিমানা গোনার কথা থাকলেও সেটিও দেয়নি তারা। দেশের বিভিন্ন স্টেশনে টিকিট বিক্রির কার্যক্রমেও পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়া টিকিট সংক্রান্ত বিভিন্ন রিপোর্টও পেশ করতে পারেনি।

এতে আর্থিক হিসাব-নিকাস স্পষ্ট করতে পারছে না রেল, রাজস্ব হারাচ্ছে সরকার। এতকিছুর পরও সহজ বহাল তবিয়তে থাকায় প্রতিষ্ঠানটির খুঁটির জোর নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

পণ্যের অগ্নিমূল্যে জ্বলছে মধ্য ও নিম্নবিত্ত-যুগান্তর

বিস্তারিত খবরে লেখা হয়েছে, নিত্যপণ্যের অগ্নিমূল্যে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বছরের ব্যবধানে চাল, ডাল, ভোজ্যতেল, আটা-ময়দা, মাছ-মাংস, মসলাজাতীয় পণ্য প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত এবং অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতে বাজার লাগামহীন হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে জীবনযাত্রার অন্যান্য সেবায়। যেমন: শিক্ষা, যাতায়াত ও চিকিৎসা ব্যয় বেড়ে গেছে। কিন্তু আয় না বাড়ায় সংকটে পড়েছেন মধ্যবিত্ত। বাজারের চাপে পিষ্ট হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভ

‘অগ্নিপথ’–এর আঁচে পুড়ছে উত্তরপ্রদেশ, বিহার, উপমুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন, পুড়ল ট্রেন-আজকাল

কেন্দ্রের নতুন ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ক্ষোভ ক্রমেই বাড়ছে। বিহার, উত্তরপ্রদেশে একের পর এক ট্রেনের কামরায় আগুন ধরানো হচ্ছে। এমনকী বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও আগুন দেওয়া হল। আঁচ এসে পড়েছে বাংলায়ও। সেখানে ঠাকুরনগরে রেল অবরোধ। ভোগান্তি বেড়েছে নিত্যযাত্রীদের। হরিয়ানা, মধ্যপ্রদেশেও একই ছবি।

বিহারে ট্রেনে আগুন

এদিন বিহারের পশ্চিম চম্পারণে বেট্টিয়াতে উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে আগুন ধরানো হয়েছে। গত কাল থেকেই বিহারে ট্রেনে ভাঙচুর চলছে। হচ্ছে রেল অবরোধ। বৃহস্পতিবার বিজেপি সাংসদকে লক্ষ্য করে ঢিল ছোড়ে বিক্ষোভকারীরা। আজ বেগুসরাই, লক্ষ্মীসরাই স্টেশনে পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। বিহারের মহিউদ্দিন নগর স্টেশনে জম্মু তাওয়াই এক্সপ্রেসের দু’টি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশের বালিয়া স্টেশনে ঢুকে এদিন বিক্ষোভকারীরা ট্রেনের একটি কামরায় আগুন ধরিয়ে দেয়।

অগ্নিপথ-বিক্ষোভে প্রথম প্রাণহানি সেকেন্দরাবাদে, পুলিশের গুলিতে হত ১, আহত অন্তত ১৫-আনন্দবাজার পত্রিকা

অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদে পুড়ছে ট্রেন

অগ্নিপথ বিরোধী বিক্ষোভে প্রথম রক্ত ঝরল তেলঙ্গানায়। শুক্রবার দুপুরে সেকেন্দরাবাদ স্টেশনে উত্তেজিত বিক্ষোভকারীদের ঠেকাতে গুলি চালায় পুলিশ। ওই ঘটনায় এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নরেন্দ্র মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দাক্ষিণাত্যে।

অগ্নিপথ-বিক্ষোভে সবচেয়ে বেশি আক্রান্ত রেলপথ

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, অগ্নিপথ-বিক্ষোভে সবচেয়ে বেশি আক্রান্ত রেলপথ, ২৪ ঘণ্টায় জ্বালানো হল ৭টি ট্রেন! শুরুটা হয়েছিল বিহারের ছপরা রেল স্টেশনে ট্রেন পোড়ানো দিয়ে। গত ২৪ ঘণ্টায় কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে অন্তত ৬টি ট্রেনে আগুন লাগালেন আন্দোলনকারীরা। শুক্রবার পুড়ল উত্তরপ্রদেশের বালিয়া, তেলঙ্গানার সেকেন্দরাবাদে দাঁড়ানো ট্রেন।

১৪ বছরের রেকর্ড ভাঙল সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ!-সংবাদ প্রতিদিন

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে কালো টাকার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দাবি করেছিলেন বিজেপি ক্ষমতায় এলে বিদেশে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা ফিরিয়ে আনা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিদেশ থেকে টাকা ফেরা তো দূরের কথা, সুইস ব্যাংকে ভারতীয়দের জমার পরিমাণ দিন দিন বাড়ছে। মাত্র এক বছরে বিদেশের এই ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত টাকার অঙ্কটা প্রায় দেড়গুণ হয়ে গেল। বার্ষিক হিসেব বলছে ২০২১ সালে শুধু ভারতীয়দের জমা আমানতের পরিমাণ প্রায় ৩০ হাজার ৫০০ কোটি টাকা। যা কিনা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। প্রসঙ্গত, এই যে জমার হিসেব বলা হচ্ছে এটা সরকারি হিসেবে। এর বাইরেও ডামি অ্যাকাউন্ট বা ডামি সংস্থার মাধ্যমে অনৈতিকভাবে বহু ভারতীয় সুইস ব্যাংকে টাকা রাখেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭

ট্যাগ