জুন ২৬, ২০২২ ১৭:৪৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ জুন রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • পদ্মা সেতুতে যানবাহন থামানো ও ছবি তোলায় নিষেধাজ্ঞা- মানবজমিন
  • দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে তৈরি হতে বললেন প্রধানমন্ত্রী-প্রথম আলো
  • পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র: কমিশন গঠন প্রশ্নে রুল শুনানি কাল - যুগান্তর
  • তারেক-জুবাইদা পলাতক, মামলা চলতে বাধা নেই : হাইকোর্ট -কালের কণ্ঠ
  • সারা দেশে বেআইনি হত্যার হিড়িক পড়েছে : ফখরুল -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • অসম থেকে ফের গুজরাট, বিজেপি নেতার সঙ্গে বৈঠক শিন্ডের -আজকাল
  • ত্রিপুরা উপনির্বাচন: বিজেপি ৩ আসনে জয়ী, কংগ্রেস জিতল ১টি, তৃণমূলের বিপর্যয় –আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে তৈরি হতে বললেন প্রধানমন্ত্রী-প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞানে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে নেতৃত্বদানে প্রস্তুত হওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সোনার ছেলেমেয়েরা, তোমরা তৈরি হও ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে। সর্বক্ষেত্রেই তোমরা তোমাদের মেধার বিকাশ ঘটাবে। দেশকে এগিয়ে নিয়ে যাবে।শেখ হাসিনা বলেন, ‘আজকের শিশুরা ভবিষ্যতে এ দেশের কর্ণধার হবে। তারাই তো আমার মতো প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে। শিক্ষক, বড় বড় কর্মকর্তা হবে। প্রশাসন, সাংবাদিকতাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশের উন্নতি করবে। কাজেই, সেভাবে তারা তৈরি হোক।’

পদ্মা সেতুতে যানবাহন থামানো ও ছবি তোলায় নিষেধাজ্ঞা-মানবজমিন

পদ্মা সেতুর ওপর যানবাহন থামানো, হেঁটে চলাচল ও ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর ওপর যানবাহন থামানো নিষেধ।  সকল নাগরিককে পদ্মা সেতু পারাপারের জন্য সরকার নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। সর্বসাধারণকে টোল প্রদান করে সেতু পার হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এছাড়া, পদ্মা সেতুর উপর সকল ধরনের যানবাহন থামানো, হেঁটে চলাচল করা ও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র: কমিশন গঠন প্রশ্নে রুল শুনানি কাল-যুগান্তর

পদ্মা সেতু নির্মাণের চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন ঠিক করে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতু নিয়ে জারি করা রুলের বিষয়টি আদালতে উপস্থাপন করার পর তা শুনানির জন্য সোমবার নির্ধারণ করেন হাইকোর্ট। আশা করি নির্ধারিত ও ধার্য দিনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

তারেক-জুবাইদা পলাতক, মামলা চলতে বাধা নেই : হাইকোর্ট-কালের কণ্ঠ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে পলাতক অখ্যা দিয়ে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পলাতক থাকায় তাদের পক্ষে এ মামলায় কোনো আইনজীবী লড়তে পারবেন না। মামলাটি পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দিতে হলে তারেক-জুবাইদাকে আদালতে আত্মসমর্পন করতে হবে।  আজ রবিবার (২৬ জুন) মামলাটির বৈধতা নিয়ে তারেক-জুবাইদার তিনটি রিটে দেওয়া রুল খারিজ করে এ রায় দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ।

সারা দেশে বেআইনি হত্যার হিড়িক পড়েছে : ফখরুল-বাংলাদেশ প্রতিদিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন অভিযানের নামে সারা দেশে বেআইনি হত্যার হিড়িক পড়ে গেছে। আর এসব অভিযানে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। গুম ও বিচারবহির্ভূত হত্যাই হচ্ছে শাসকগোষ্ঠীর প্রধান অস্ত্র। জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বলেন, যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা নির্যাতিত হয়েছে এবং এখনো হচ্ছে।

 এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

ত্রিপুরা উপনির্বাচন: বিজেপি ৩ আসনে জয়ী, কংগ্রেস জিতল ১টি, তৃণমূলের বিপর্যয়-আনন্দবাজার পত্রিকা

ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখা গেল গেরুয়া ঝড়। চারটি আসনের তিনটিতেই জিতল বিজেপি। একটি আসনে জিতে দু’নম্বরে থাকল কংগ্রেস। বস্তুত, বামফ্রন্টের চেয়েও ভাল ফল করেছে হাত শিবির। তবে সবচেয়ে খারাপ ফল হয়েছে তৃণমূলের। ত্রিপুরাকে পাখির চোখ করা ঘাসফুলের সব আসনেই জামানত জব্দ হয়েছে।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ত্রিপুরার উপনির্বাচন নিয়ে তৃণমূলে অনেক আশা তৈরি হলেও শূন্য হাতেই ফিরতে হল। চারটি আসনে মিলিয়ে চার হাজার ২৪৯ ভোট পেয়েছে বাংলার শাসকদল। তবে এই ফলকে সে ভাবে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘‘অল্প সময়, অল্প সামর্থ্য নিয়ে আমরা লড়াই করেছিলাম। তার সঙ্গে ব্যাপক সন্ত্রাসের মুখোমুখি হতে হয়েছে। এটা যে উপনির্বাচন সেটাও মাথায় রাখতে হবে। তবে ফল যেমনই হোক ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কথা অস্বীকার করা যাবে না।

অসম থেকে ফের গুজরাট, বিজেপি নেতার সঙ্গে বৈঠক শিন্ডের-আজকাল

মহারাষ্ট্র ছেড়ে উঠেছিলেন গুজরাটে, সেখান থেকে অসমে গিয়েছেন শিবসেনার বিদ্রোহী নেতা। গত কয়েকদিনে সেখানেই রয়েছেন তাঁরা। তবে ইতিমধ্যে দেশের রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে যে ঘটনা, তা হল বিদ্রোহী শিবসেনা নেতার ফের গুজরাট গমন। শনিবার মাঝরাতে আচমকা অসম থেকে গুজরাট যান একনাথ শিন্ডে।

ভাদোদরায় গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে সাক্ষাৎ করেন শিন্ডে। একনাথ-দেবেন্দ্রর এই বৈঠক যে এই পরিস্থিতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেকথা স্বীকার করছে সব রাজনৈতিক মহলই। শিন্ডে শিবির গত কয়েকদিন ধরেই নিজেদের বক্তব্য সামনে এনেছে। তাঁরা বারবার বলেছেন, বিদ্রোহী শিবির চায়, শিবসেনা কংগ্রেস এবং এনসিপি'র হাত ছেড়ে ফের বিজেপির সঙ্গে জোটবদ্ধ হোক। শিন্ডে শিবির থেকে সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিতও দেওয়া হয়েছে।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬

ট্যাগ