জুন ২৯, ২০২২ ১৬:১৬ Asia/Dhaka
  • দর্জির শিরশ্ছেদ ‘ইসলাম-বিরোধী’, তীব্র নিন্দা জানালো জমিয়তে উলামায়ে হিন্দ

রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৯ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ইভিএমে ভোট হলে ক্ষমতাসীনরা ঘরে বসেই সব ভোট নিবে : টুকু-কালের কণ্ঠ
  • দর্জির শিরশ্ছেদ ‘ইসলাম-বিরোধী’, তীব্র নিন্দা জানালো জমিয়তে উলামায়ে হিন্দ-মানবজমিন
  • সাভারে শিক্ষক হত্যা-৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ- প্রথম আলো

  • ইউক্রেন আত্মসমর্পণ না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে: রাশিয়া-যুগান্তর
  • জুলাইয়ের শেষে ৫-১২ বছর বয়সীদের করোনার টিকা’-দৈনিক ইত্তেফাক
  • আপত্তি তুলে নিল তুরস্ক, ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদানের পথ পরিষ্কার-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • গুজরাত থেকে অসম ঘুরে গোয়ার সমুদ্রতট? মহারাষ্ট্রে সরকার ফেলতে ভারত ভ্রমণে বিদ্রোহীরা-আনন্দবাজার
  • উদয়পুর হত্যাকাণ্ডে জঙ্গি যোগের সম্ভাবনা!‌ তদন্তে এনআইএ-দৈনিক আজকাল
  • ৬০ ঘণ্টায় দুই দেশে সফর, ১৫টি বৈঠক! নজির গড়ে ভারতে ফিরলেন প্রধানমন্ত্রী মোদি-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

সাভারে শিক্ষক হত্যা-৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ- প্রথম আলো

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ বুধবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের সামনের সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন তাঁরা।

এদিকে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্ত স্কুলছাত্র এখনো পলাতক।

মানববন্ধন থেকে শিক্ষক–শিক্ষার্থীরা ছয়টি দাবির কথা জানিয়েছেন। সেগুলো হলো—মামলার প্রধান আসামি স্কুলছাত্রকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার, প্রধান আসামি স্কুলছাত্রের পরিবারের পলাতক সদস্যদের আইনের আওতায় আনা, নিহত শিক্ষকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্থানীয় ও বাইরের শিক্ষার্থী হিসেবে ভেদাভেদ দূর করতে আইন প্রণয়ন এবং কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

ইভিএমে ভোট হলে ক্ষমতাসীনরা ঘরে বসেই সব ভোট নিবে : টুকু-কালের কণ্ঠ

ইভিএমে ভোট হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাতে নয়; দিনে ঘরে বসেই সব ভোট নিয়ে নিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তারা এখন ইভিএম-ইভিএম করছে। অর্থাৎ রাতের বেলা সিল মারতে হবে না। দিনের বেলা ঘরে বসেই সব ভোট নিয়ে নিতে পারবে তারা। এরকম মকারির নির্বাচনে বিএনপি যাবে না।  

আজ বুধবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে টুকু এসব কথা বলেন।  ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যতক্ষণ একটি নিরপেক্ষ সরকার না আসবে বিএনপি সেই নির্বাচনে অংশ নিবে না। বিএনপি একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চায়। বিএনপি দেখিয়ে দিয়েছে গণতন্ত্র কাকে বলে। বেগম খালেদা জিয়া পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল। সেই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি পরাজয় বরণ করেছিল। এটাকেই বলে আসল গণতন্ত্র।

ইউক্রেন আত্মসমর্পণ না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে: রাশিয়া-যুগান্তর

ইউক্রেনের সেনাবাহিনী ও উগ্র জাতীয়তাবাদী অস্ত্রধারীরা যতদিন আত্মসমর্পণ না করবে ততদিন দেশটিতে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  তিনি বলেন, ইউক্রেন ‘আজ সূর্যাস্তের আগেই’ এই সংঘাত বন্ধ করতে পারে যদি কিয়েভ তার উগ্র জাতীয়তাবাদীদের অস্ত্র সমর্পণ করতে বলে এবং মস্কোর দাবিগুলো মেনে নেয়। 

পেসকভ আরও বলেন, ইউক্রেন সরকার রাশিয়ার দাবিগুলো মেনে নিলে সব কিছু আগের অবস্থায় ফিরে যাবে।   রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের কল্পনা ও অনুমান। আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমনটি বলেছেন, ইউক্রেনে আমাদের সামরিক অভিযান পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

জুলাইয়ের শেষে ৫-১২ বছর বয়সীদের করোনার টিকা’-দৈনিক ইত্তেফাক

জুলাই মাসের শেষের দিকে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। 

করোনা এখন ঊর্ধ্বমুখী। আমরা কিছুটা চিন্তিত তবে শঙ্কিত নই। আমরা প্রস্তুত আছি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান আছে। হাসপাতালে তেমন রোগী নেই। রোগী এলে চিকিৎসা দেওয়ার পূর্ণ ব্যবস্থা আছে।’

এপিএ চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখন ভ্যাকসিন দেওয়া এবং করোনা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কাজ। জনবল নিয়োগও গুরুত্বপূর্ণ কাজ। এজন্য পরিকল্পনা নিতে হবে। এরপর মাঠে নামতে হবে।’

আপত্তি তুলে নিল তুরস্ক, ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদানের পথ পরিষ্কার-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ড ও সুইডেনের প্রচেষ্টার বিরুদ্ধে তুরস্ক যে আপত্তি তুলেছিল তা প্রত্যাহার করে নিয়েছে দেশটি। এখন আর বিশ্বের সর্ববৃহৎ এই সামরিক জোটে যোগ দিতে ফিনল্যান্ড ও সুইডেনের পথে আর কোনও বাধা নেই।

স্পেনের মাদ্রিদে ন্যাটো শীর্ষ সম্মেলনে জোটের নেতাদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয় তিন দেশ। সেখানে নর্ডিক প্রতিবেশীদের সঙ্গে ঐকমত্যে পৌঁছলে তুরস্কের সঙ্গে ওই দুই দেশের মধ্যে একটি সমঝোতাস্মাক সই হয়।

রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ন্যাটোতে যোগদানের চেষ্টায় করতে থাকে। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক। জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ এনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সরাসরি বলেন, তার দেশ ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছে না।

দর্জির শিরশ্ছেদ ‘ইসলাম-বিরোধী’, তীব্র নিন্দা জানালো জমিয়তে উলামায়ে হিন্দ-মানবজমিন

রাজস্থানের উদায়পুরে এক দর্জিকে মাথা কেটে হত্যা করেছে দুইজন। বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার পক্ষে পোস্ট দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এরইমধ্যে হত্যাকারী দুই জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের নাম মোহাম্মদ রিয়াজ আখতার, অন্যজনের নাম মোহাম্মদ গাউস। এরইমধ্যে এই হত্যাকাণ্ডের কঠিন নিন্দা জানিয়েছে ভারতে মুসলিমদের সবথেকে প্রভাবশালী সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ। তারা জানিয়েছে, এ ধরনের হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে না এবং এটি পুরোপুরি ইসলামবিরোধী। এ খবর দিয়েছে এনডিটিভি।

খবরে জানানো হয়, জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হালসিমুদ্দিন কাসমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে হত্যাকাণ্ডটিকে নৃশংস বলে আখ্যায়িত করা হয়। বলা হয়, ধারণা করা হচ্ছে নবী মুহাম্মদ (সাঃ)-কে অবমাননা ইস্যুতে এই হত্যাকাণ্ড হয়েছে কিন্তু এটি ইসলামের আইনের বিরুদ্ধে। মাওলানা কাসমি আরও বলেন, কোনো ভাবেই এই হত্যাকাণ্ডকে বৈধ করার সুযোগ নেই।

টোটোচালক, চিকিৎসক, সবাইকে ডেকে হেনস্তা করছে CBI, দুর্গাপুর থেকে ফের তোপ মমতার!-দৈনিক সংবাদ প্রতিদিন

সিবিআই যুযু দেখিয়ে বারবার বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তদন্তের জন্য ডেকে পাঠানো হচ্ছে টোটোচালক থেকে, চিকিৎসক, সাংবাদিকদের! হেনস্তা করা হচ্ছে। এমন অভিযোগ তুলে দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন প্রশাসনিক সভায় তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, “এখানে সিবিআইয়ের কেস চলছে তোমরা জানো। বীরভূমের গরিব ঘরের টোটোচালককেও ডেকেছে ওরা। আবার ডক্টর অভিজিৎ চৌধুরীকেও ডাকা হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য-বিধায়কদের ডেকে ডেকে হেনস্তা করা হচ্ছে।” প্রসঙ্গত, এর আগেও বিরোধীদের কাজে বাধা দিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগাচ্ছে মোদি সরকার, এমন অভিযোগ তুলেছিলেন তিনি। এবারও তাঁর গলায় শোনা গেল একই সুর। তবে এসব উপেক্ষা করেই কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিএলআরও অফিসগুলিকে আরও অ্যাকটিভ হওয়ার পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে কৃষকদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই বিষয়টিও জেলা প্রশাসনকে সুনিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

উদয়পুর হত্যাকাণ্ডে জঙ্গি যোগের সম্ভাবনা!‌ তদন্তে এনআইএ-দৈনিক আজকাল

নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

এরপর রাজস্থানের বাসিন্দা পেশায় দরজি কানহাইয়া লালকে খুন করা হয়। এই ঘটনায় বুধবারও উদয়পুর–সহ রাজস্থানে উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা। সন্দেহ এই হত্যাকাণ্ডে যুক্ত থাকতে পারে জঙ্গি সংগঠন। ইতিমধ্যেই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। তাদের জিজ্ঞাসাবাদ করে নৃসংশ হত্যাকাণ্ডের পিছনে জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে এনআইএ। পাশাপাশি তদন্ত করছে সিটও। উদয়পুরে উত্তেজনা ছড়ানোর পিছনে রয়েছে হত্যাকাণ্ডের ভিডিও ও দুই অভিযুক্ত মহম্মদ রিয়াজ আখতার ও মহম্মদ গোশের ভিডি–বার্তা। সেখানে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেত্রী নূপুর শর্মাকেও হত্যার হুমকি দেয়। রাজস্থান পুলিশ আগেই জানিয়েছিল, যেভাবে কানহাইয়াকে খুন করা হয়েছে, তাতে জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে, অশান্তি এড়াতে গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। উদয়পুর শহরের একটা বড় অংশে কারফিউ জারি রয়েছে। একমাসের জন্য রাজস্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, উদয়পুর হত্যাকাণ্ডে বুধবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তার করা হল পাঁচজনকে। 

৬০ ঘণ্টায় দুই দেশে সফর, ১৫টি বৈঠক! নজির গড়ে ভারতে ফিরলেন প্রধানমন্ত্রী মোদি-সংবাদ প্রতিদিন

 ৬০ ঘণ্টা, দুই দেশ ও ১৫টি বৈঠক। কার্যত চোখের নিমেষেই জার্মানি (Germany) ও সংযুক্ত আরব আমিরশাহী (United Arab Emirates) সফর সেরে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জার্মানিতে জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফেরার পথেই আবু ধাবিতে যান মোদি। এত অল্প সময়ে এতগুলি গুরুত্বপূর্ণ কাজ সেরে কার্যত ‘নজির’ গড়লেন তিনি।

পাশাপাশি তিনি মুখ খোলেন ইউক্রেন যুদ্ধের আবহে জ্বালানি সংকট নিয়েও। মোদি বলেন, “জ্বালানি ব্যবহার করে সুবিধা পাওয়ার অধিকার আছে সকলেরই। সেখানে ধনী-দরিদ্রের বিভেদ করা উচিত নয়। আশা করি আপনারা সকলেই আমার এই কথার সঙ্গে একমত হবেন।” এরপরেই বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। নাম না করেই বুঝিয়ে দেন, রাশিয়া বিরোধী দেশগুলি যতই চাপ দিক না কেন, জাতীয় স্বার্থে কম দামে রুশ তেল কিনবে ভারত।

পার্সটুডে/বাবুল আখতার/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ