জুলাই ০৩, ২০২২ ১৬:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • পদ্মা সেতু নির্মাণের সব কৃতিত্ব জনগণের : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • মোটরসাইকেল পদ্মা সেতুর সক্ষমতাকে নষ্ট করবে-প্রথম আলো
  • আলেমদের মুক্তির দাবিতে হাইকোর্ট ঘেরাও করার আহবান জাফরুল্লাহ'র- মানবজমিন
  • উত্তরা-টঙ্গীতে কিশোর গ্যাংয়ের দাপট- যুগান্তর
  • ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্চিত-রনিসহ ৪ জনের তিন দিনের রিমান্ড-ইত্তেফাক
  • বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে: দুদক মহাপরিচালক-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ফের বড় ধাক্কা ঠাকরে শিবিরে, স্পিকার নির্বাচনে বড় ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী-আজকাল
  • বাংলায় খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বিজেপি, লক্ষ্যে আরও চার রাজ্য, দাবি অমিত শাহের–আনন্দবাজার পত্রিকা
  • দ্রৌপদী নিয়ে ভুল কিছু বলেননি মমতা, তাঁর লড়াই বিজেপির বিরুদ্ধে-সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

উত্তরা-টঙ্গীতে কিশোর গ্যাংয়ের দাপট-যুগান্তরের এ খবরে লেখা হয়েছে,

কিশোর গ্যাং ভয়ংকর

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার পর ফের আলোচনায় কিশোর গ্যাং। রাজধানীর কিশোর গ্যাংয়ের হটস্পট নামে পরিচিত উত্তরা ও পার্শ্ববর্তী টঙ্গী এলাকা। এ দুটি স্থানে বেশ ভয়ংকর হয়ে উঠছে এ গ্যাংয়ের সদস্যরা। গত ৬ বছরে উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এবং তুরাগ এলাকায় অন্তত ১০টি খুনের ঘটনা, ছোট অপরাধ থেকে শুরু করে গ্যাং সদস্যরা জড়িয়ে পড়ছে বড় অপরাধে। কেউ কেউ ছিনতাইকারী থেকে ভয়ংকর খুনি হয়ে উঠছে।

এদের কাজে লাগিয়ে রাজনৈতিক দলের এক শ্রেণির নেতা ফায়দা হাসিল করছেন। এ কারণে বন্ধ হচ্ছে না গ্যাং কালচার। এতদিন নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতে জড়িত ছিল গ্যাং সদস্যরা। তারা এখন এতটাই বেপরোয়া যে, নিজ শিক্ষককেও খুন করতে দ্বিধাবোধ করছে না। কিশোর গ্যাং নির্মূলে অধিকতর আন্তরিকতা ও সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূত্রমতে, উত্তরার বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কিশোর গ্যাংয়ের তিন শতাধিক সদস্য অপরাধে লিপ্ত। এলাকার কথিত বড় ভাইয়েরা গ্যাংগুলোর নেতৃত্ব দিচ্ছে।

মোটরসাইকেল পদ্মা সেতুর সক্ষমতাকে নষ্ট করবে-

মোটরসাইকেল পদ্মা সেতুর সক্ষমতাকে নষ্ট করবে-প্রথম আলোতে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম সামসুল হক। তিনি বলেছেন, মহাসড়কগুলোর জন্য এখন বড় আপদ হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেল। আগে আমরা ভটভটি, নছিমনকে দোষ দিতাম। এখন তার জায়গা দখল করে নিয়েছে মোটরসাইকেল। পদ্মা সেতুর টোল প্লাজায় শুরুতে আমরা দেখলাম যে মোটরসাইকেলের কারণে অধিকাংশ বুথ দখল হয়ে গেছে। সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অন্য বাহন পার হতে পারছে না, সেখানে দীর্ঘ জট তৈরি হচ্ছে। তাই যদি হয়, তবে পদ্মা সেতু যে উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে, তা বাধাগ্রস্ত হবে।তিনি আরও বলেন, পদ্মা সেতু ঢাকার কাছাকাছি হওয়ায় মানুষ মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করছে। মোটরসাইকেল এভাবে পদ্মা সেতু পার হতে থাকলে সেতু পারাপারের পুরো ব্যবস্থাপনা ধসে পড়তে পারে। এদিকে পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড হয়েছে বলে খবর দিয়েছে যুগান্তর।

পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী সংসদে বলেছেন টার্গেটকৃত সময়ের অনেক আগেই পদ্মা সেতুর খরচের টাকা উঠে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণে পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর সব কৃতিত্ব বাংলাদেশের জনগণের। এভাবে আমার পাশে দাঁড়ানোর জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে সত্যিই কৃতজ্ঞ। তাদের শক্তি (আমার জন্য) সবচেয়ে বড় শক্তি। তবে অন্য একটি খবরে লেখা হয়েছে- টোল দিতেই ঘন্টার পর ঘন্টা পার।

আলেমদের মুক্তির দাবিতে হাইকোর্ট ঘেরাও করার আহবান জাফরুল্লাহ'র-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আলেমদের মুক্তির দাবিতে দশ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আপনাদের ওপর আমার রাগ আছে। আপনারা ঘরের মধ্যে বসে মিটিং করেন। আমরা বেশ কয়েকবার বলেছি, হাজার দশেক লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করি। আমার প্রস্তাব হচ্ছে, দুইদিনের মধ্যে তাদের সবার জামিন না হলে আমরা সবাই ঘেরাও করে থাকবো। ওদের মুক্তি না হলে হাইকোর্টে ঈদের জামাত হতে দেব না। আমরাই সেখানে মাঠ দখল করে বসে থাকবো।

বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে: দুদক মহাপরিচালক-বাংলাদেশ প্রতিদিন

মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. মাহমুদুল হোসাইন খান। আজ রবিবার সকালে দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলার সমন্বিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে মানি লন্ডারিং আইন মোতাবেক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেহেতু যে অর্থগুলো দেশের বাইরে পাচার হচ্ছে তার সঙ্গে বিদেশি রাষ্ট্রগুলো জড়িত রয়েছে। সেক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার প্রয়োজন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

বাংলায় খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বিজেপি, লক্ষ্যে আরও চার রাজ্য, দাবি অমিত শাহের-আনন্দবাজার পত্রিকা

অমিত শাহ

এক বছর আগেই দুশো আসন পার করার লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গে ধাক্কা খেয়েছে বিজেপি। এর পরেও বাংলার ক্ষমতা দখলের লড়াই থেকে সরছে না দল। হায়দরাবাদে হওয়া দু’দিনের জাতীয় কর্মসিমিতির বৈঠকে নেওয়া রাজনৈতিক প্রস্তাবে এমনটাই বলা হয়েছে। প্রস্তাব পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘বিজেপি খুব তাড়াতাড়ি তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে।’’ সেই সঙ্গে আরও তিন রাজ্য দখলের কথাও বলেন শাহ। তিনি জানিয়েছেন কেরল, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় ক্ষমতা দখলও বিজেপির লক্ষ্য। পশ্চিমবঙ্গে পরিবারতন্ত্র চলছে বলেও অভিযোগ করেন শাহ। এর জবাব দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘২০২০ সাল, ২০২১ সালে বাংলার নিত্যযাত্রী হয়ে যাওয়ার সময়েও এ সব বলেছিলেন। আর পরিবারতন্ত্রের কথা বিজেপির মুখে মানায় না।’’

স্পিকার নির্বাচনে শিন্ডে শিবির ভোট দিতেই বিধানসভায় ‘ইডি, ইডি’ রব বিরোধী বিধায়কদের

স্পিকার নির্বাচন নিয়ে সরগরম মহারাষ্ট্র বিধানসভা। রবিবার স্পিকার নির্বাচনের সময় শিন্ডে শিবিরের বিধায়করা ভোট দিতেই বিধানসভা কাঁপিয়ে ‘ইডি, ইডি’ রব তোলেন বিধায়কদের একাংশ। বিশেষত, শিন্ডে শিবিরের শিবসেনা বিধায়ক যামিনী যশোবন্ত যাদব ভোট দিতে উঠতেই বিরোধীরা তারস্বরে ‘ইডি, ইডি’ বলে স্লোগান দিতে শুরু করেন। এ সম্পর্কে দৈনিক আজকাল লিখেছে, ফের বড় ধাক্কা ঠাকরে শিবিরে, স্পিকার নির্বাচনে বড় ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ফের বড় ধাক্কা ঠাকরে শিবিরের।

আস্থা ভোটের আগেই আজ ছিল স্পিকার নির্বাচন।  আর তাতেই বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির।বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল নরবেকর, অন্যদিকে শিবসেনা প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল রঞ্জন সালভিকে। নির্বাচন শেষে দেখা যায় ১৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। ১০৭ ভোটে পরাজিত হয়েছেন মহাবিকাশ আঘাড়ি জোটের প্রার্থী। ইতিমধ্যে স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাহুল নরবেকর। 

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ভোট দান করেনি সমাজবাদী পার্টি।  যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামিকাল আস্থা ভোট রয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী পদে বসলেও, আগামীকাল তাঁকে সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করতে হবে বিধানসভায়।

দ্রৌপদী নিয়ে ভুল কিছু বলেননি মমতা, তাঁর লড়াই বিজেপির বিরুদ্ধে-সংবাদ প্রতিদিন

দ্রৌপদী মুর্মূ-মমতা বন্দোপাধ্যায়

দ্রৌপদী মুর্মু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভুলটা কী বলেছেন? কেনই বা তাঁর বক্তব্যকে বিকৃত করে সস্তা রাজনৈতিক প্রচারের চেষ্টা করছে কংগ্রেস, সিপিএম? সিপিএম, কংগ্রেস আর কিছু তারকাটা বিশেষজ্ঞ এই কথাকে বিকৃত করে বাজারে নেমেছেন। ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি পদে মহিলা আদিবাসী প্রার্থীতে তাঁর কোনও আপত্তি নেই। লড়াই বিজেপি প্রার্থীর সঙ্গে। দেশের বিপুল সংখ্যক আদিবাসী ও মহিলা নাগরিকদের কাছে বিজেপির একতরফা প্রচারের মোকাবিলায় এটি তাঁর সঠিক বার্তা।

দুই, দ্রৌপদী মুর্মুকে যে সর্বসম্মত প্রার্থী করা গেল না, তার পুরো দায় বিজেপির। বিজেপি কেন আগে বিরোধী দলগুলির কাছেও এই নাম পেশ করেনি। তারা ফোন করতে পারছে, আর নাম বলতে পারল না? অর্থাৎ, এই আদিবাসী মহিলা প্রার্থীর ক্ষেত্রে উদার হয়ে সর্বসম্মতির কথা ভাবতেও পারত বিরোধীরা। বিজেপির জন্যেই সেটা হল না। তৃণমূলনেত্রীর এই বিবৃতি গভীর রাজনৈতিক তাৎপর্যপূর্ণ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩

ট্যাগ