জুলাই ১৪, ২০২২ ১৭:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৪ জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • জনগণের পুঞ্জিভূত ক্ষোভের বিস্ফোরণ যেকোনো সময় : রিজভী-দৈনিক আমাদের সময়
  • নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো যাবে না-প্রথম আলো
  • ফের বাড়লো উড়োজাহাজের জ্বালানির দাম-দৈনিক ইত্তেফাক

  • শ্রীলংকার সংকটের জন্যও রাশিয়া দায়ী: জেলেনস্কি-যুগান্তর
  • মালদ্বীপ ছেড়েছেন গোতাবায়া রাজাপক্ষে-কালের কণ্ঠ
  • রাজশাহীতে বিএনপির ঈদ পুনর্মিলনীর মঞ্চ গুঁড়িয়ে দিল পুলিশ-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • এবার রাজনীতিতে গাভাসকার? আরএসএস প্রধানের হাত থেকে কিংবদন্তির ডক্টরেট পাওয়া নিয়ে জল্পনা-সংবাদ প্রতিদিন
  • পার্লামেন্টে এই শব্দগুলি আর ব্যবহার করা যাবে না, সাংসদদের মুখে লাগাম টানতে নয়া কৌশল মোদি সরকারের -আজকাল 
  • শিন্ডের মাস্টারস্ট্রোক? প্রতিশ্রুতি মতো দাম কমালেন জ্বালানির, পেট্রল সস্তা ৫ টাকা-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

কথাবার্তার প্রশ্ন (১৪ জুলাই)


১. সবার সামনে অধ্যক্ষকে ‘পেটালেন’ সংসদ সদস্য। বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকার শিরোনাম এটি। বিষয়টি তদন্ত করতে অবশ্য একটি কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কীভাবে দেখছেন বিষয়টিকে?
২. ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, বাইডেনের মধ্যপ্রাচ্যে সফর ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে না। তাহলে কী ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত অনিবাার্য হয়ে উঠেছে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো যাবে না-প্রথম আলো

বহুল আলোচিত শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত আইনের খসড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের বাইরে শিক্ষকদের কোচিং–প্রাইভেটের সুযোগ রাখা হয়েছে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক তাঁর নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন না।

তবে শিক্ষাবিদেরা মনে করছেন, এটি বাস্তবায়ন করা দুরূহ হবে। কারণ, সারা দেশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান; সেখানে কে কাকে পড়াচ্ছেন সেটি দেখবেন কে?

কোচিং–প্রাইভেট একেবারে বন্ধ করা যাবে না। কিছু শিক্ষার্থী থাকে অন্যান্য শিক্ষার্থীর চেয়ে তুলনামূলক দুর্বল। আবার সব শিক্ষার্থীর মা–বাবার পক্ষেও পড়াশোনার বিষয়ে সন্তানকে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে তারা কোচিং–প্রাইভেট পড়তেই পারে। কিন্তু সমস্যা হলো, অনেক শিক্ষক ক্লাসে ঠিকমতো না পড়িয়ে তাঁদের কাছে শিক্ষার্থীদের কোচিং–প্রাইভেট পড়তে বাধ্য করেন, যা অনৈতিক। এটিকেই তাঁরা বন্ধ করতে চান।

শিক্ষামন্ত্রী দীপু মনি

২০১১ সাল থেকে শিক্ষা আইনের খসড়া নিয়ে আলোচনা চলছে। অভিযোগ আছে, নোট-গাইড বা সহায়ক বই এবং কোচিং-প্রাইভেটের মতো কিছু বিষয় রাখা না-রাখা নিয়েই আইনের খসড়াটি এত দীর্ঘ বছর ধরে ঘুরপাক খাচ্ছে। অবশেষে শিক্ষা আইনের খসড়া প্রণয়ন করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাল শিক্ষা মন্ত্রণালয়।

মালদ্বীপ ছেড়েছেন গোতাবায়া রাজাপক্ষে-কালের কণ্ঠ

শ্রীলঙ্কার 'দেশত্যাগী' প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে চড়ে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মালদ্বীপ ছেড়ে চলে গেছেন। ডেইলি মিরর পত্রিকা এ খবর জানিয়েছে। গোতাবায়া তার স্ত্রী এবং কলম্বো থেকে তার সঙ্গে পালিয়ে যাওয়া দুই নিরাপত্তা কর্মকর্তাসহ সিঙ্গাপুরে যাচ্ছেন। মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ সদসরা তাকে বিমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। আগেই গুঞ্জন ছিল যে গোতাবায়া মালদ্বীপ থেকে দুবাই বা সিঙ্গাপুর যাবেন।  

শ্রীলংকার সংকটের জন্যও রাশিয়া দায়ী: জেলেনস্কি-যুগান্তর

শ্রীলংকার নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট গণআন্দোলনে দেশটির প্রেসিডেন্ট পদত্যাগ না করেই বিদেশে পালিয়েছেন। প্রেসিডেন্টের বাসভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো বিক্ষোভকারীদের দখলে।

অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির বর্তমান এ দুরবস্থার জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত শ্রীলংকার পাশাপাশি বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করেছেন তিনি।

ইউক্রেনে আগ্রাসন চালিয়ে সেখান থেকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধের কারণে শ্রীলংকার পাশাপাশি বিশ্বজুড়ে সঙ্কট সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট  জেলেনস্কি। খবর ইউক্রেনফরমের। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আক্রমণে রাশিয়া যে প্রধান কৌশলগুলো ব্যবহার করেছে, তার মধ্যে একটি হলো— দেশটিতে ‘অর্থনৈতিক অস্থিতিশীলতা’ সৃষ্টি করা।

তার অভিযোগ, ইউক্রেন থেকে সরবরাহ ব্যবস্থাপনায় ব্যাঘাতের কারণে বেশ কয়েকটি দেশ খাদ্য ও জ্বালানির ঘাটতির সম্মুখীন হয়েছে এবং এতে করে রাশিয়ার এজেন্ডাই উপকৃত হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ান লিডারশিপ কনফারেন্সে বক্তৃতার সময় শ্রীলংকার সংকট তুলে ধরে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে একটি সামাজিক বিস্ফোরণ ঘটবে। এটা কীভাবে শেষ হবে তা এখন কেউ জানে না।’

ইউক্রেনে যুদ্ধের ফলে বিশ্বের ৯৪ দেশের আনুমানিক ১৬০ কোটি মানুষ অর্থ, খাদ্য বা জ্বালানি সংকটের মতো অন্তত একটি সংকটের সম্মুখীন হয়েছে। আর সরাসারি প্রভাব পড়েছে এমন দেশগুলোর প্রায় ১২০ কোটি মানুষ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।

ফের বাড়লো উড়োজাহাজের জ্বালানির দাম-দৈনিক ইত্তেফাক

দেশে আরেক দফা বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। স্থানীয় ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকা। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম ১১২ টাকা ৮২ পয়সা। ৮ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।  এর আগে, গত ১০ জুন সর্বশেষ জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৫ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছিল ১১১ টাকা। এরও আগে ১৭ মে জেট ফুয়েলের দাম ৬ টাকা বেড়ে প্রতি লিটারে ১০৬ টাকা করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল জেট ফুয়েলের। ওই বছরের এপ্রিলে দাম ছিল ৬১ টাকা লিটার।

রাজশাহীতে বিএনপির ঈদ পুনর্মিলনীর মঞ্চ গুঁড়িয়ে দিল পুলিশ-বাংলাদেশ প্রতিদিন

রাজশাহীর বাগমারায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে অনুষ্ঠানস্থলের মঞ্চও গুঁড়িয়ে দিয়ে সবাইকে সভাস্থল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানের আয়োজক বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেনসহ দলটির নেতৃবৃন্দ।

বিএনপি নেতারা জানায়, ঈদুল আজহা উপলক্ষে বাগমারা উপজেলা, তাহেরপুর পৌরসভা ও ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক কামাল হোসেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অনুষ্ঠানের আয়োজনের অনুমতি চেয়ে গত ৫ জুলাই বাগমারা থানায় একটি আবেদন করেন। তৎকালীন ওসি মোস্তাক আহম্মেদ অনুষ্ঠান করার জন্য অধ্যাপক কামাল হোসেনকে অনুমতি প্রদান করেন। সেই মোতাবেক অধ্যাপক কামাল হোসেন অনুষ্ঠানের সব আয়োজন শেষ করেন। গত ৭ জুলাই ওসি মোস্তাক আহম্মেদ জয়পুরহাট বদলি হলে নতুন ওসি হিসেবে বাগমারায় যোগদান করেন রবিউল ইসলাম। অনুষ্ঠানের সব কার্যক্রম শেষ। হঠাৎ বুধবার সন্ধ্যায় বাগমারা থানার ওসি রবিউল ইসলাম অনুমতি নেওয়া হয়নি জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ রাখার জন্য আয়োজক অধ্যাপক কামাল হোসেনকে লিখিতভাবে জানিয়ে দেন।

জনগণের পুঞ্জিভূত ক্ষোভের বিস্ফোরণ যেকোনো সময় : রিজভী-দৈনিক আমাদের সময়

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান আওয়ামী শাসন পুরনো বাকশালেরই পুনঃমুদ্রণ। নব্য বাকশালী আওয়ামী শাসনযন্ত্রের কাছে এদেশের সংগ্রামী জনগণ কখনো মাথা নত করবে না। জনগণের পুঞ্জিভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটবে যেকোনো সময়। বর্তমান বিপন্ন সময়ে দাঁড়িয়ে জনগণ তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। জনগণ এই অপশক্তির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যশোর জেলা যুবদলের নেতা বদিউজ্জামান হত্যা এবং দেশের বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার প্রমুখ।

পার্লামেন্টে এই শব্দগুলি আর ব্যবহার করা যাবে না, সাংসদদের মুখে লাগাম টানতে নয়া কৌশল মোদি সরকারের -আজকাল 

সাংসদদের মুখে লাগাম পরাতে চায় নরেন্দ্র মোদি সরকার।

তাই সংসদে একগুচ্ছ শব্দকে নিষিদ্ধ করা হল। লোকসভা ও রাজ্যসভার অধিবেশনে ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’, ‘ভণ্ডামি’র মতো বেশ কিছু শব্দকে নিষিদ্ধ করা হয়েছে। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে সাংসদদের জন্য একগুচ্ছ শব্দতালিকা প্রকাশ করা হয়েছে লোকসভা সচিবালয়ের তরফে। সংসদে যার প্রয়োগ এখন থেকে নিষিদ্ধ। সংসদের অধিবেশনে ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’, ‘তানাশাহি’–র মতো শব্দের প্রয়োগও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সাংসদদের জন্য প্রকাশিত পুস্তিকায় নিষিদ্ধ করা হয়েছে, ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘খুন সে ক্ষেতি’ (রক্ত দিয়ে চাষ), বাল বুদ্ধি, ‘স্নুপগেট’–এর মতো কিছু শব্দ। এছাড়াও নিষিদ্ধের তালিকায় রয়েছে, ‘‌দোহরা চরিতা’‌, ‘‌নিকম্মা’‌, ‘‌ধিন্ধোরা পিটনা’‌, ‘‌বেহরি সরকার’‌ (‌অন্ধ সরকার)‌, এর মতো শব্দগুলি। এছাড়া রয়েছে, ‘‌দাঙ্গা’, ‘দালাল’, ‘দাদাগিরি’, ‘‌কুমিরের কান্না’‌র মতো শব্দ। এছাড়া আরও অনেক শব্দই রয়েছে নিষিদ্ধর তালিকায়। এটা ঘটনা যে সমস্ত শব্দ নিষিদ্ধের তালিকায় রয়েছে, তার মধ্যে অনেক শব্দই বিরোধীরা অতীতে নরেন্দ্র মোদির বিরোধিতা করতে গিয়ে ব্যবহার করেছেন। এই নিষিদ্ধ শব্দের তালিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। বলেছেন, ‘‌সাংসদদের উপর হাস্যকর নির্দেশিকা জারি করা হয়েছে। তবে আমি মৌলিক শব্দ ব্যবহার করব। সাসপেন্ড করলে করুন। গণতন্ত্রের জন্য লড়াই করব।’‌ 

এবার রাজনীতিতে গাভাসকার? আরএসএস প্রধানের হাত থেকে কিংবদন্তির ডক্টরেট পাওয়া নিয়ে জল্পনা-সংবাদ প্রতিদিন

কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar) সাম্মানিক ডক্টরেট প্রদান করলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। বুধবার বেঙ্গালুরুর শ্রী সত্য ইউনিভার্সিটিতে গাভাসকর-সহ ছ’জনকে এই ডক্টরেট দেওয়া হল।

দু’দিন আগেই জন্মদিন গিয়েছে গাভাসকারের। ক্রিকেট তিনি ছেড়েছেন সাড়ে তিন দশক আগে। কিন্তু আজও ধারাভাষ্য থেকে কলাম লেখা, নানা কাজে নিজেকে সদাব্যস্ত রাখেন সানি। এই পরিস্থিতিতে এবার আরএসএসের পক্ষ থেকে এই প্রথম পুরস্কৃত হলেন তিনি। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে নতুন পথে এগিয়ে যাওয়ার পথে তাঁকে প্রেরণা জোগাবে এই পুরস্কার।

সুনীল গাভাসকারকে সম্মানিত করার পরে তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের কামনা করতে দেখা যায় মোহন ভাগবতকে। স্বাভাবিক ভাবেই আরএসএস প্রধানের সঙ্গে একমঞ্চে গাভাসকারকে দেখে নানা জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার রাজনীতির ময়দানে অবতীর্ণ হবেন কিংবদন্তি ক্রিকেটার? নাকি বিসিসিআইয়ের কোনও গুরুত্বপূর্ণ পদ পাবেন গাভাসকার কিংবা তাঁর পুত্র? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। 

শিন্ডের মাস্টারস্ট্রোক? প্রতিশ্রুতি মতো দাম কমালেন জ্বালানির, পেট্রল সস্তা ৫ টাকা-আনন্দবাজার পত্রিকা

মহারাষ্ট্রে সস্তা হল জ্বালানি। প্রতি লিটার পেট্রলের দাম কমল ৫ টাকা। লিটার পিছু ডিজেলের দাম কমল ৩ টাকা। শুক্রবার থেকে মহারাষ্ট্রে এক লিটার পেট্রলের সম্ভাব্য দাম হবে ১০৬ টাকা। এক লিটার ডিজেলের দাম ৯৪ টাকা। জ্বালানির দাম নির্ধারণের ক্ষেত্রে আরও অনেক বিষয় কাজ করে। তাই ঘোষিত দামের থেকে সামান্য অদলবদল হতে পারে বাস্তব দামের।

প্রধানমন্ত্রী মোদীর অনুরোধে বিজেপি-শাসিত রাজ্যগুলি জ্বালানির দাম কমালেও মহারাষ্ট্রের পূর্বতন উদ্ধব ঠাকরে সরকার কমাতে রাজি হয়নি। জানিয়েছিলেন, এতে রাজকোষে চাপ পড়বে। একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হয়েই জ্বালানির দাম কমানোর ঘোষণা করেছিলেন। এ বার সেই পথেই হাঁটলেন। 

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শিন্ডে জানিয়েছেন, জ্বালানির দাম কমানোর ফলে মহারাষ্ট্রের যুক্ত মূল্য কর (ভ্যাট) আদায় আগের থেকে বছরে ৬০০০ কোটি টাকা কমে যাবে। তবে এতে সার্বিক মূল্যবৃদ্ধি কমবে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশের যুক্তি, ‘‘মানুষের কল্যাণের স্বার্থে শিবসেনা-বিজেপি সরকার অঙ্গীকারবদ্ধ।’’ সে কারণেই এই সিদ্ধান্ত।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক স্বার্থে নয়। রাজনৈতিক স্বার্থেও। উদ্ধব ঠাকরের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের সরকার ফেলে বিজেপির হাত ধরে শিন্ডে ক্ষমতায় এসেছেন। এ বার মহারাষ্ট্রের জনগণ এবং শিবসেনার পুরনো সমর্থকদের কাছে নিজেদের প্রমাণের দায় থেকেই জনকল্যাণকর সিদ্ধান্ত নিচ্ছেন।#

 

পার্সটুডে/ বাবুল আখতার/ ১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ