আগস্ট ০৫, ২০২২ ১৫:২৩ Asia/Dhaka
  • কথাবার্তা; অস্ত্র দিয়ে হামলা হলে পুলিশ কি আঙুল চুষবে: কাদের

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ পাচ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণ: আরও দুই আসামি গ্রেপ্তার -মানবজমিন
  • অস্ত্র দিয়ে হামলা হলে পুলিশ কি আঙুল চুষবে: কাদের -প্রথম আলো
  • ধারণার ওপর ভিত্তি করে প্রকল্প তৈরি –যুগান্তর। দৈনিকটির আরেকটি শিরোনাম- ব্যবসায়ীরা চাইলেও রাত ৮টার পর দোকান খোলা রাখা সম্ভব না
  • শেখ কামালের মত বহুমুখী গুণের চর্চার আহবান প্রধানমন্ত্রীর -কালের কণ্ঠ
  • টঙ্গীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে আটক রাহুল গান্ধীসহ একাধিক কংগ্রেস সাংসদ- দৈনিক আজকাল
  • আপাতত দেশ ছাড়া করা যাবে না রোহিঙ্গা মহিলাদের, দিতে হবে ন্যূনতম সুযোগ সুবিধা, নির্দেশ হাই কোর্টের- দৈনিক সংবাদ প্রতিদিন  
  • শিশু চুরি থেকে ধর্ষণ, ফুটপাত যেন অপরাধীদের মুক্তাঞ্চল -আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! এবরে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণ: আরও দুই আসামি গ্রেপ্তার- শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, টাঙ্গাইলে চলন্ত নৈশ কোচে ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় ডাকাত দলের আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন আবদুল আউয়াল ও নুরুন্নবী। এ নিয়ে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার হলো। গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেসের একটি বাস নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের একটি খাবার হোটেলে যাত্রাবিরতি করে। সেখান থেকে যাত্রা শুরুর পর তিন দফায় যাত্রীবেশী কয়েক জন ডাকাত বাসে উঠে। বাসটি টাঙ্গাইল অতিক্রম করার পর ডাকাতরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয়। তারা যাত্রীদের হাত, পা, চোখ বেঁধে তাঁদের সব লুটে নেয়। এ সময় বাসে থাকা এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন।

অস্ত্র দিয়ে হামলা হলে পুলিশ কি আঙুল চুষবে: কাদের – শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, ভোলায় পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ‘ভোলার ঘটনা কে ঘটিয়েছে? ভিডিও ফুটেজ দেখুন। কীভাবে ঘটেছে, কারা আক্রমণ করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে কারা মিছিল করেছে, কারা সেই অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ কী করবে? আঙুল চুষবে? ভোলায় বিএনপির ঘাতক চেহারা স্পষ্ট হয়েছে।

ব্যবসায়ীরা চাইলেও রাত ৮টার পর দোকান খোলা রাখা সম্ভব না - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, ব্যবসায়ীরা চাইলেও রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান কোনোভাবেই চালু রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। লোডশেডিংয়ের ফলে কি পরিমাণ সাশ্রয় হয়েছে, সেটি বুঝতে আরও সময় লাগবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এদিকে ব্যাটারিচালিত যানবাহনে থিয়াম ব্যাটারি ব্যবহারের অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন নসরুল হামিদ। কারণ এতে স্বল্প সময়ে চার্জ হওয়ায় বিদ্যুৎ সাশ্রয় হবে বলেও জানান তিনি।

শেখ কামালের মত বহুমুখী গুণের চর্চার আহবান প্রধানমন্ত্রীর শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ‘কামাল ছিল বহুমুখী প্রতিভার অধিকারী। সে মুক্তিযোদ্ধা ছিল। কাজেই মুক্তি সংগ্রাম, দেশের সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তার যে অবদান সেটি মাথায় রেখে আমাদের যুব সমাজকে বলবো তারাও যেন খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সমাজ সেবা.. সবদিকে আরও আন্তরিক্ত হয়, নিজেদের আরও বেশি সম্পৃক্ত করে- সেটাই আমার আকাঙ্ক্ষা। ’ আজ শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টঙ্গীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার-শীর্ষক খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, গাজীপুরের টঙ্গীতে টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনায় উভয় দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন এবং বুধবার রাতে টঙ্গীর মিত্তিবাড়ি এলাকা থেকে দুই কিশোর গ্যাং দলের প্রধান দু’জনকে গ্রেফতার করা হয়। আটক রাশেদ খান মেনন স্থানীয় ছাত্রলীগ কর্মী ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া এবং এনামুল হক অনিক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী নুর মোহাম্মদ মামুনের অনুসারী বলে জানান স্থানীয়রা।

শ্রোতাবন্ধুরা এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।

রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে আটক রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদ-শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, মূল্যবৃদ্ধিসহ একাধিক ইস্যুতে আজ বিক্ষোভ কর্মসূচি রয়েছে কংগ্রেসের। কংগ্রেসের সদর দফতর থেকে প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের নেতা নেত্রীরা যাবেন প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ে। অন্যদিকে সংসদ থেকে কংগ্রেসের দুই কক্ষের সাংসদরা যাচ্ছিলেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে। তাঁদের কর্মসূচি ছিল সংসদ থেকে 'রাষ্ট্রপতি ভবন চল'। সাংসদদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে যাচ্ছিলেন রাহুল গান্ধী। মিছিল বিজয় চক পৌঁছনর আগেই তাঁদের আটক করে পুলিশ।

আপাতত দেশ ছাড়া করা যাবে না রোহিঙ্গা মহিলাদের, দিতে হবে ন্যূনতম সুযোগ সুবিধা, নির্দেশ হাই কোর্টের-শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, আদালতের নির্দেশ ছাড়া দমদম সংশোধনাগারে বন্দি চার রোহিঙ্গা মহিলাকে দেশের বাইরে পাঠানো যাবে না। পাশাপাশি তাঁদের বাঁচার অধিকার যাতে কোনওভাবেই খর্ব না হয়, তাও স্পষ্ট করতে হবে কারা কর্তৃপক্ষকে। এমনটাই নির্দেশ কলকাতা হাই কোর্টের। বৃহস্পতিবার এই মামলায় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানিয়েছেন, একজন মানুষের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সেগুলো থেকে বঞ্চিত করা যাবে না ওই চার মহিলাকে।  ২০১৬ সালে যখন মায়ানমার উত্তাল ছিল, সেই সময় কিছু রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে চলে যায়। আর কিছু রোহিঙ্গা বাংলাদেশ সীমান্ত পেরিয়েও ভারতে ঢুকে পড়ে।

শিশু চুরি থেকে ধর্ষণ, ফুটপাত যেন অপরাধীদের মুক্তাঞ্চল শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, রাত একটু গাঢ় হলেই রং বদলাতে শুরু করে শহরের ফুটপাত! কখনও জানা যায়, মধ্যরাতে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে কোনও তরুণীকে। কখনও আবার সামনে আসে, কাজ দেওয়ার নাম করে কোনও এক নাবালিকাকে নিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে মিলে গণধর্ষণ করেছে কেউ। সময় বদলালেও অপরাধের ছবি বদলায় না ফুটপাতের জীবনে। পুলিশি তদন্ত, গ্রেফতারি, নজরদারি— সবই নাকি ঠিকঠাক হয়। কিন্তু তার পরেও অপরাধ থামানো যায় না। তালতলার ঘটনাটি সে কথাই আবার নতুন করে মনে করাচ্ছে। সেই সঙ্গেই প্রশ্ন উঠেছে, কেন বার বার ফুটপাতবাসীদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে?

শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ