টাকা পাচার!
'বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবে টাকা পাচার হচ্ছে'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- নয়াপল্টনেই সমাবেশে অনড় বিএনপি-ইত্তেফাক
- বদলেছে পাহাড়ি জনপদ, ফেরেনি স্থিতিশীলতা-যুগান্তর
- বৈশ্বিক পোশাক রপ্তানি-ভিয়েতনামের কাছে হারানো মুকুট ফিরে পেল বাংলাদেশ-প্রথম আলো
- স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ নিয়ে সংশয়-কালের কণ্ঠ
- বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবে টাকা পাচার হচ্ছে-মানবজমিন
- ‘সমাবেশে খালেদা জিয়ার বক্তৃতা দেওয়া মানে মুক্তির আবেদনে মিথ্যা বলা হয়েছিল-আইনমন্ত্রী- ডেইলি স্টার
- অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে অচল রাজশাহী-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- গণতন্ত্র নিয়ে জ্ঞান দেবেন না, রাষ্ট্রসংঘে কড়া বার্তা ভারতের-সংবাদ প্রতিদিন
- ‘শ্রদ্ধাকে খুন করেছি!’ নার্কো পরীক্ষাতেও স্বীকারোক্তি আফতাবের-আনন্দবাজার পত্রিকা
- ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত, এবার ধাক্কা মারল গরুকে-আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
রাজনীতির খবরে ইত্তেফাকের শিরোনাম- নয়াপল্টনেই সমাবেশে অনড় বিএনপি। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপি আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিভাগীয় গণসমাবেশ করতে বদ্ধপরিকর। কোন অবস্থাতেই দলটি সোহরাওয়ার্দী উদ্যানে যাবে না বলে ঘোষণা দিয়েছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও সমাবেশের স্থান নিয়ে আলোচনার পর নয়াপল্টনেই সমাবেশ করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
দ্রব্যমূল্য ও অর্থনীতির খবর- বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবে টাকা পাচার হচ্ছে-বললেন বর্ষীয়ান রাজনীতিক ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। খবরটিতে লেখা হয়েছে, দেশের বাইরে চলে যাওয়ার পূর্বপ্রস্তুতি হিসেবেই সরকার বিদেশে অর্থ পাচার করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, টাকা পাচারের বিষয়ে সবাইকে সজাগ করতে হবে। সবাইকে সংগঠিত করে জাতীয় অর্থনীতিকে রক্ষায় পাহারা দিতে হবে। ব্যাংক থেকে কোথায় টাকা যাচ্ছে, কীভাবে যাচ্ছে এসব বিষয়ে খোঁজ-খবর রাখতে হবে। প্রয়োজনে এসব অনিয়ম বন্ধ করতে আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও অর্জনগুলো দেশের কিছুসংখ্যক দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী মহলের জন্য বিসর্জন হতে চলেছে। সব ক্ষেত্রে অব্যবস্থাপনা, দলীয়করণ ও দুর্নীতির কারণে দেশ ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে।
দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, আবারও বেড়েছে চালের দাম। কালের কণ্ঠ বলেছে, নতুন চাল বাজারে এলেও কমেনি দাম।
বদলেছে পাহাড়ি জনপদ, ফেরেনি স্থিতিশীলতা-যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, পার্বত্য শান্তিচুক্তির রজতজয়ন্তী আজ। এ সময়ে সড়ক যোগাযোগ, পর্যটন ও শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। সরকারি-বেসরকারি নানা উন্নয়ন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। কৃষি ও পর্যটনের ওপর ভর করে পাহাড়ের অর্থনীতি অগ্রসর হচ্ছে। উন্নয়নের মাধ্যমে ধূসর পাহাড় ক্রমশ সবুজ হচ্ছে। তবে পাহাড়ে আজও রাজনৈতিক স্থিতিশীলতা ফেরেনি। সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দীর্ঘদিনেও রাজনৈতিক সংকট কাটেনি।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
গণতন্ত্র নিয়ে জ্ঞান দেবেন না, রাষ্ট্রসংঘে কড়া বার্তা ভারতের-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, জাতীয় স্বার্থে কোনও আপোস নয়। সবকিছুর ঊর্ধ্বে দেশ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র চলবে ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতিতেই। এক্ষেত্রে তৃতীয়পক্ষের কোন হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে এই বার্তাই দিল ভারত। লক্ষণীয়ভাবে, ১ ডিসেম্বরই নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব এসেছে ভারতের হাতে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাষ্ট্রসংঘে (United Nations) নিযুক্ত ভারতের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। সেখানে ভারতে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। উত্তরে কম্বোজ অত্যন্ত স্পষ্ট ভাষায় বার্তা দেন যে, গণতন্ত্র নিয়ে ভারতকে কারও জ্ঞান দেওয়ার কোনও প্রয়োজন নেই।
এক পৃথিবী, এক পরিবার’, G-20’র রাশ ধরে স্পষ্ট বার্তা মোদির-সংবাদ প্রতিদিন
বালিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনের শেষেই ইন্দোনেশিয়া আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে সভাপতিত্বের দায়িত্ব তুলে দেয়। অবশেষে বৃহস্পতিবার, ১ ডিসেম্বর থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা শুরু করল ভারত। এই মুহূর্তকে ভারতের জন্য গর্বের বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে জানিয়ে দিলেন বিশ্বজনীন ঐক্যবদ্ধতার প্রচারই করবে ভারত। ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’- প্রাচীন সংস্কৃত মন্ত্র ‘বসুধৈব কুটুম্বকমে’র অনুসরণে এই মতবাদই সকলের কাছে তুলে ধরা হবে।
‘শ্রদ্ধাকে খুন করেছি!’ নার্কো পরীক্ষাতেও স্বীকারোক্তি আফতাবের-আনন্দবাজার পত্রিকা
প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকরকে তিনিই খুন করেছেন। পলিগ্রাফ টেস্টের পর এ বার নার্কো পরীক্ষাতেও স্বীকারোক্তি শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার। দিল্লি পুলিশ সূত্রে এমনই দাবি করা হয়েছে। এই খুনের অস্ত্র তিনি কোথায় লুকিয়ে রেখেছেন, বৃহস্পতিবার আফতাব তা-ও জানিয়েছেন বলেও দাবি পুলিশের। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (আইন-শৃঙ্খলা) সাগরপ্রীত হুডা সংবাদমাধ্যমে জানিয়েছেন, বৃহস্পতিবার আফতাবের নার্কো পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। সূত্রের দাবি, ওই পরীক্ষার সময় আফতাবের স্বীকারোক্তি ছিল, ‘‘হ্যাঁ! শ্রদ্ধাকে আমিই খুন করেছি।’’
শ্রদ্ধাকে খুনের অভিযোগে ১২ নভেম্বর গ্রেফতার হওয়ার পর থেকে আফতাবের স্বীকারোক্তি সত্ত্বেও এই খুনের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি দিল্লি পুলিশ। এই স্বীকারোক্তির পক্ষে প্রমাণ পেশ করতে না পারলে আদালতে তা গ্রহণযোগ্য হবে না। সূত্রের খবর, সেই অস্ত্রও তিনি কোথায় লুকিয়ে রেখেছেন, নার্কো পরীক্ষায় তা জানিয়েছেন আফতাব। এ ছাড়া, খুনের পর শ্রদ্ধার পরনের জামাকাপড় এবং তাঁর মোবাইল ফোন কোথায় লুকিয়েছেন, সে সম্পর্কেও তথ্য দেন তিনি।
সাতদিনেই মনে হচ্ছে মরে যাব’, ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে বিস্ফোরক কমল নাথ-সংবাদ প্রতিদিন
ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) সাতদিন কাটিয়েই মনে হচ্ছে মরে যাব- বিস্ফোরক মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। এই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য রাজনৈতিক মহলে। কংগ্রেসকে বিঁধে বার্তা দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেছিলেন, ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে প্রচুর হাঁটলেও কেউ খুব একটা সমস্যায় পড়ছেন না। কিন্তু কমলের এই মন্তব্যের পরে বিজেপির দাবি, মানুষকে জোর করে এই যাত্রায় হাঁটতে বাধ্য করছেন রাহুল গান্ধী।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২