শিশু-কিশোরদের অনুষ্ঠান 'রংধনু আসর'
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান
রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আর ভালো তো থাকারই কথা। কারণ তোমাদের মধ্যে অনেকেই এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্ত্বীর্ণ হয়েছো।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে, এবার সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। চলতি বছর পাসের হার কমলেও জিপিএ ফাইভ বেড়েছে প্রায় ১ লাখ। এবার জিপিএ ফাইভ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী। গত বছর জিপিএ ফাইভ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে, এসএসসি ও সমমানের পরীক্ষায় এ সাফল্যের পর সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। ভালো রেজাল্টের কারণে অনেকের পরিবারে বয়ে গেছে আনন্দের বন্যা। কিশোর মনগুলোতে দেখা গেছে উল্লাসের প্লাবন, চোখে চোখে ছিল আনন্দের ঝিলিক।
বসে থাকেননি শিক্ষক-অভিভাবকরাও, তারাও তাল মিলিয়েছেন শিক্ষার্থীদের আনন্দ উদযাপনে। সর্বত্র দেখা গেছে মিষ্টি বিতরণ আর শুভেচ্ছা বিনিময়ের ধুম। এ যেন সাদা কালো রসালো মিষ্টির উৎসব।
বন্ধুরা, তোমাদের এ আকাশছোঁয়া সাফল্যে আমরাও আনন্দিত। তবে এত দূর থেকে তোমাদের জন্য তো মিষ্টি পাঠাতে পারব না, তাই আমরা তোমাদের জানাতে চাই- ইরানের বিভিন্ন রঙের গোলাপ ও টিউলিপ ফুলের শুভেচ্ছা। সেইসঙ্গে জানাচ্ছি কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, নাটোরের কাচাগোল্লা, ময়মনসিংহের মুক্তাগাছার মণ্ডা, নেত্রকোণার বালিশ মিষ্টি, যশোরের জামতলার মিষ্টি, সাতক্ষীরার সন্দেশ, রাজশাহীর তিলের খাজা ও শেরপুরের ছানার পায়েসের শুভেচ্ছা।
বন্ধুরা, এবারের এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-ফাইভ বা এ-প্লাস পেয়েছে তাদের মধ্য থেকে চারজন বন্ধুকে নিয়ে আমরা একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছি। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই চার বন্ধুর ঈর্ষণীয় সাফল্যের কারণ, পড়াশোনার পদ্ধতি, ভবিষ্যত পরিকল্পনাসহ আরও কিছু বিষয়ে কথা বলেছি। তাদের কণ্ঠে সুরা, কবিতা, কৌতুক ও গান দিয়ে অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। আর উপস্থাপনায় ছিলেন আকতার জাহান এবং আমি গাজী আবদুর রশীদ। অনুষ্ঠানটি শুনতে নিচের প্লেয়ারে ক্লিক করো।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯