ডিসেম্বর ১৩, ২০২২ ২১:০১ Asia/Dhaka

টাকার বড় রকমের অবমূল্যায়নের প্রভাব অর্থনীতিতে অবশ্যই পড়বে। ডলারের সরকারি মূল্য ১০২ টাকা হুন্ডিতে ১১২ টাকা। প্রবাসীরা হুন্ডির দিকেই প্রভাবিত হবে। এটাই স্বাভাবিক। আর এতে আমাদের রিজার্ভের কোনো উপকার হবে না। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন অর্থনীতিবিদ, বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনবিআরের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সাহিত্যিক ড.মোহাম্মদ আবদুল মজিদ।

বিশিষ্ট এই অর্থনীতিবিদ আরও বললেন, দেশের কৃষকরা আমাদের খাদ্যপণ্য সফলভাবে উৎপাদন করছে। অথচ তাদের ছেলেরা শিক্ষিত হচ্ছে না, বেকার থাকছে। আমাদের অদক্ষ শ্রমিকরা ভিটেমাটি বেঁচে বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাচ্ছেন দেশে। অন্যদিকে শিক্ষিত, মেধাবীরা- দেশ থেকে টাকা নিয়ে যাচ্ছেন। এই প্রবণতা আত্মঘাতী। এ বিষয়ে সচেতনা খুবই জরুরি।

পুরো সাক্ষাৎকারটি তুলে ধরা হলো।

সাক্ষাৎকারটি গ্রহণ, উপস্থাপনা ও তৈরি করেছেন গাজী আবদুর রশীদ।

রেডিও তেহরান: ড.মোহাম্মদ আবদুল মজিদ, আপনি তো দেখেছেন গত কয়েকমাসে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার বিশেষ করে ডলারের দাম বেড়েছে অনেক। অন্যদিকে টাকার বড় রকমের অবমূল্যায়নের চিন্তা করা হচ্ছে। যদি এই পদক্ষেপটা নেয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এর কি ধরনের প্রভাব পড়বে?

ড.মোহাম্মদ আবদুল মজিদ: খুব সুন্দর একটি প্রশ্ন। প্রভাব অবশ্যই পড়বে। টাকার সাথে ডলারের যে মূল্যমান বেশ কয়েক বছর মোটামুটি স্থিতিশীল ছিল এবং থাকাটা উচিত ছিল। যেজন্যে অথনীতিতে চাপটা ঐভাবে অনুভূত হয়নি। কিন্তু যখন এটি বেড়ে গেল তখন তিনটি ক্ষতি অটোমেটিক্যালি স্পষ্ট হয়ে গেল।

প্রথমত:  আমাদের প্রবাসীরা যখন টাকা পাঠান তারা যখন দেখেন যে সরকারিভাবে টাকা পাঠালে আমি ১০২ টাকা পাব আর হুন্ডির মাধ্যমে পাঠালে ১০৮ টাকা বা তারও বেশি পাব। তাহলে সে স্বাভাবিকভাবে হুন্ডির দিকে চলে যাবে। আর হুন্ডিতে টাকা আসা মানে রিজার্ভে যোগ হওয়ার কোনো সুযোগ নেই। এটি প্রথম ক্ষতি।

অবমূল্যায়ন প্রতিটি দেশে হয়, হতেও হয় এবং টাইম টু টাইম অ্যাডজাস্ট করতে হয় করাও হয়। কিন্তু সেই মাত্রাটা যদি স্টেটিক থাকে; কনস্ট্যান্ট না থাকে এবং সেটি যদি অস্বাভাবিক হয় যেমন কোথায় ১০২ টাকা আর কোথায় ১১২ টাকা। এই যে ১০ টাকার পার্থক্য এতে হুন্ডির দিকে বেশি করে ঝুঁকবে। নিয়মিত সরকারিভাবে টাকা আসবে না।

দুই হচ্ছে- আমাদের আমদানি এবং রপ্তানি উভয় খাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই।

রেডিও তেহরান: ড.মোহাম্মদ আবদুল মজিদ, আপনি বলছিলেন ডলারের অবমূল্যায়নের কারণে আমদানি খরচ বেড়ে যাচ্ছে-এরফলে কি হচ্ছে?

ড.মোহাম্মদ আবদুল মজিদ: এই যে তার উৎপাদন খরচ বেড়ে গেল আমদানিতে ডলারের অবমূল্যায়নের জন্য-আবার সে বিদেশে যখন রপ্তানি করছে তখন সে যথাযথ মূল্য পাচ্ছে না। কারণ ডলারে সে কম পাচেছ। ১২ ডলারে কেনা জিনিষ সে যখন বিদেশে বিক্রি করছে তখন যে পাচ্ছে একশ দুই টাকা। টাকা অবমূল্যায়নের বিষয়টি স্বাভাবিক নিয়মে হতেই পারে কিন্তু সেটা যেন এমন ধরনের পরিস্থিতিতে না যায় যেটা রেগুলার ফরেন কারেন্সি আসার ক্ষেত্রে একটা নৈরাজ্য সৃষ্টি করে। ফলে হুন্ডির মতো পরিস্থিতির সৃষ্টি করে। ফলে আমদানি এবং রপ্তানি দুটোতেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করে।

টাকা অবমূল্যায়নের ধারা বেশি থাকাতে ব্যাংকগুলোতে সমস্যা সৃষ্টি হয়। দেখুন নৈতিকতা শিখিয়ে দিয়ে অর্থনীতি চলে না। অর্থনীতি চলে তার নিজস্ব নিয়মে। বাজার অর্থনীতিতে দেখা যাবে কিভাবে ডলার কুক্ষিগত করা যায় সেই পথ প্রশস্ত হবে।

অনিয়মের পথ তৈরি করে দিয়ে আপনি ন্যায় নীতির বাণী শোনাবেন সেটি হয় না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে যৌক্তিক এবং বাস্তবভিত্তিক হতে হবে।

রেডিও তেহরান: ড.মোহাম্মদ আবদুল মজিদ, দেশের সাধারণ মানুষ এখন সচেতন, অর্থনীতি নিয়ে তারাও ভাবেন। কেউ কেউ বলেন, আমাদের অর্থনীতির দশা শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে। তাছাড়া সাম্প্রতিক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শ বলছেন, আমরা একটা সংকটের দিকে যাচ্ছি।  এটি মোকাবেলায় কৃচ্ছ্বতা সাধন করতে হবে, সবাইকে হিসেবি হতে হবে। আপনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, আপনার কাছ থেকে অথনীতিতে একটু আশার বাণী শুনতে চাই... আমাদের যে অর্থনীতি, আমাদের যে রিজার্ভ তাতে কি আমরা সত্যিই বড় কোনো সংকটের দিকে যাচ্ছি? আপনি কি আশার কথা শোনাবেন?

ড.মোহাম্মদ আবদুল মজিদ: দেখুন, আমি অবশ্যই আশাবাদী। আশাবাদী হতেই হয়। অতীতেও দেখা গেছে মাঝে মাঝে আমরা অত্যন্ত সংকটের মধ্যে পড়েছি। তখনও এমনটি মনে হয়েছে যে আমাদের মনে হয় আর কোনো আশার আলো নেই। কিন্তু আমরা তা কাটিয়ে উঠেছিলাম।  আমাদের অর্থনীতির মেরুদ্বণ্ড হচ্ছে কৃষক। সেই কৃষিতে কিন্তু মাশআল্লাহ আমরা অনেক ভালো অবস্থায় আছি। কৃষকেরা যথেস্ট চেষ্টা করছে।

দেখুন, ভুল-ভ্রান্তি, দুর্নীতি- এসবের যাই বলি না কেন সবই কিন্তু করছে অকৃষি, অকৃষক শিক্ষিত লোকেরা। আমি ঐ যে আগে বললাম- বোকারা  খাদ্য তৈরি করে আর চালাকেরা খায়। অর্থাৎ আমাদের কৃষকরা, আমাদের প্রবাসীরাই কঠিন শ্রম দিয়ে অর্থনীতিকে টিকিয়ে রেখেছে আর সেই অর্থনীতিকে যদি আমরা এখন এভাবে দেখি- না না তুমি তো এখন খুব ভালো আছ। আগে তুমি কিছুই পরতে না পায়ে। এখন তুমি স্যান্ডেল পরো! এই কথা বলে; এই প্রলোভন দেখিয়ে তোমার যা আছে তা আমাকে দিয়ে দাও অথবা তা আমি কেড়ে নিলাম। এই ধরণের সর্বভুক পরিস্থিতি থেকে অবশ্যই ফিরে আসতে হবে। তবে এর চেষ্টা যে চলছে না সেকথা আমি বলছি না। আর সেজন্য আমি অবশ্যই আশাবাদী যে আমাদের অর্থনীতিতে একটা সাম্যতা, একটা সহনশীলতা এবং একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসবে।

রেডিও তেহরান: ড.মোহাম্মদ আবদুল মজিদ, মানুষ কিন্তু মাঝে মাঝে প্যানিক হওয়ার মতো অবস্থায় পড়ে যায়- তো কি বলবেন আপনি এ সম্পর্কে?

ড.মোহাম্মদ আবদুল মজিদ: দেখুন, প্যানিক হওয়া মোটেই উচিত হবে না। তবে উচ্চ পর্যায় থেকে যখন কেউ বলে সামনে সংকট আসছে। এটা কিন্তু খুব বেশি খারাপ সংকেত দেয় প্যানিক হওয়ার জন্য। আরেকটা দেশের মতো হবে কি না সেকথা বলার তো দরকার নেই। কারণ তার অর্থনীতি তার আর আমার অর্থনীতি আমার। অন্যদের কি হয়েছে না হয়েছে সেইকথা বলে আমাদের অর্থনীতিকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা না করি। বরং নিজেদের সংকটের কথা তুলে ধরে একথা বলতে হবে আসুন আমরা সকলে মিলে আমাদের সংকটকে মোকাবেলা করি। আমি কথায় বলব একরকম কিছু একটা হলে তখন বলব আরেকরকম। দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা যাতে কেউ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের স্ট্রাকচার ঠিক আছে ফলে আমাদের অর্থনীতি অত খারাপ পর্যায়ে যাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না।

রেডিও তেহরান: ড. মোহাম্মদ আবদুল মজিদ সবশেষে জানতে চাইব,  বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা কতটুকু?

ড.মোহাম্মদ আবদুল মজিদ: কৃষি হচ্ছে আমাদের মেরুদ্বণ্ড। আমাদের প্রধানতম খাদ্যপণ্য উৎপাদনে আমরা সফল। কিন্তু কৃষকের এবং আমজনতার জীবনযাপনকে যদি আমরা জটিল করে ফেলি। চাল আছে আর মাছ আছে বলে যদি থামিয়ে দেই তার যদি না থাকে শিক্ষা, না থাকে নৈতিকতা, যদি না থাকে চরিত্রবল তাহলে শুধুমাত্র অন্ন বস্ত্রে স্বয়ং-সম্পূর্ণ এই কথা বলে বা এই ছবি দেখিয়ে বেশিদিন চলা যাবে না। জাপানের কথা দিয়ে শেষ করব। ১৯৪৫ সালে যে জাতি একেবারে ধূলিতে মিশে গিয়েছিল। কিন্তু সেই জাতি পরবর্তী দশ বছরে আবার উঠে দাঁড়ায়। এর কারণ হচ্ছে-তাদের মানবসম্পদ, তাদের সততা, তাদের দক্ষতা, তাদের ধৈর্যশীলতা এবং সময়ানুবর্তিতাসহ সবকিছুতে তারা কঠোর অবস্থানে। কিন্তু আমার দেশে যদি এমনটি হয়-একজন কৃষক তার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে না, সে বেকার হয়ে যাচ্ছে। অন্যদিকে আমার মেধা পাচার হয়ে যাচ্ছে।  অন্যদিকে দেখুন, বিদেশ থেকে ফরেন কারেন্সি কারা আনছেন-অশিক্ষিত অদক্ষ শ্রমিকরা। যারা তাদের ঘরবাড়ি বেঁচে বিদেশে যাচ্ছে এবং অমানুষিক কষ্ট করে টাকা পাঠাচ্ছে। অন্যদিকে আমাদের মেধাবী-শিক্ষিত মানুষ, ভালো শিক্ষক, ভালো কর্মকর্তা –তারা উল্টো বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন। এই আত্মঘাতী প্রবণতা ঠেকানোর জন্য সামাজিক সচেতনা বৃদ্ধির দিকে নজর দিতে হবে।

রেডিও তেহরান: তো ড. মোহাম্মদ আবদুল মজিদ, বাংলাদেশের রিজার্ভ নিয়ে বর্তমানে যেসব কথাবার্তা হচ্ছে সে পরিপ্রেক্ষিতে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

ড.মোহাম্মদ আবদুল মজিদ:  আপনাকেও ধন্যবাদ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩

ট্যাগ