মহান বিজয় দিবস
বিজয়কে নষ্ট করার এখনও চক্রান্ত চলছে-কাদের, দেশে গণতন্ত্র নেই-মোশাররফ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১৬ ই ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী / ২০৪১ সালের মধ্যে বিশ্বসভায় প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ-মানবজমিন
- স্বাধীনতার ৫১ বছর পরও বলতে হচ্ছে দেশে গণতন্ত্র নেই : মোশাররফ-কালের কণ্ঠ
- রাজাকারের তালিকা তৈরির কাজে অগ্রগতি নেই-প্রথম আলো
- র্যাব-ডিবি ভালোভাবে বিশ্লেষণ করে ফারদিনের মৃত্যুর বিষয়টি বলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
- ফারদিন আত্মহত্যা করলে বুশরা কেন জেলে?-যুগান্তর
- ঋণ বিতরণে ৫ ইসলামী ব্যাংককে ‘কঠোর নির্দেশনা’ বাংলাদেশ ব্যাংকের- ডেইলি স্টার
- ছাত্রলীগের হামলায় বিএনপি-যুবদলের ৫ নেতা-কর্মী আহত-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- হিন্দি-উর্দুভাষীকে জোর করে বাংলা বলানো যাবে না-সংবাদ প্রতিদিন
- লালন শেখের মৃত্যু-তদন্তে বগটুই গ্রামে সিআইডি-আনন্দবাজার পত্রিকা
- রক্ষাকবচ বহাল শুভেন্দুর, এখনই করা যাবে না এফআইআর-আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
বাংলাদেশের ৫২ তম মহান বিজয় দিবস।
যথাযোগ্য মর্যাদায় মহান এ দিবসটি পালিত হচ্ছে গোটা দেশজুড়ে। বিজয় দিবস নিয়ে সব জাতীয় পত্রিকায় লিড খবর করা হয়েছে। সেসব খবরের চুম্বক অংশ তুলে ধরছি। ইত্তেফাকের কয়েকটি খবর-রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের শৌর্য – বীর্যের প্রতীক ১৬ ই ডিসেম্বর। মানবজমিনের শিরোনাম-অসাম্যের বাংলাদেশ।
রাজনীতির খবর: মানবজমিন লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মহান বিজয়কে নষ্ট করার জন্য এখনো চক্রান্ত চলছে। জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি আজ ষড়যন্ত্র শুরু করেছে বিজয়কে নস্যাৎ করতে। এসময় সব ষড়যন্ত্রকে পরাজিত করার অঙ্গিকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা আজ ভূলণ্ঠিত দাবি করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের চেতনা আজ ভূলুণ্ঠিত। গণতন্ত্র নেই, লুটপাট, চাঁদাবাজি, দেশের টাকা বিদেশে। আর এজন্য আমাদের অর্থনীতি ধ্বংসের পথে। দেশের মানুষ আজ দিশেহারা।
আর জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, পঞ্চাশ বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি। শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়নি। বেকারত্ব দূর করতে দেশে কোন উদ্যোগ নেই। এতেই প্রমাণ হয়, দেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছে না।
অন্যদিকে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ মন্তব্য করেছেন- বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
রাজাকারের তালিকা তৈরির কাজে অগ্রগতি নেই-প্রথম আলো
মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর, আলশামসের নির্ভুল তালিকা তৈরির কাজে উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
কী প্রক্রিয়ায় রাজাকার যাচাই-বাছাই করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। রাজাকারের তালিকা তৈরির আগে বিধিমালা করা হয়নি। বিজয়ের ৫২তম বছরে দাঁড়িয়ে আলোচনা চলছে তালিকা করতে গিয়ে কী ধরনের বাধা আসতে পারে। তালিকা তৈরির জন্য গঠিত উপকমিটির সদস্যরা পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। এমন পরিস্থিতিতে কবে নাগাদ রাজাকারের তালিকা তৈরির কাজ শেষ হবে, কবে প্রকাশ হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
র্যাব-ডিবি ভালোভাবে বিশ্লেষণ করে ফারদিনের মৃত্যুর বিষয়টি বলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরের মৃত্যুর বিষয়টি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ভালোভাবে বিশ্লেষণ করে বলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একইসঙ্গে এ বিষয়ে কিছু জানার থাকলে র্যাব ও ডিবির সঙ্গে কথা বলার পরামর্শও দেন তিনি। তবে ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছে বলে যে দাবি র্যাব-পুলিশের। সেই দাবির সঙ্গে তাৎক্ষণিকভাবে একমত পোষণ করতে পারেনি ফারদিনের বাবা নূরউদ্দিন রানা ও তার সহপাঠীরা। ফারদিনের বাবা এখনো আত্মহত্যার বিষয়টি মানতে পারছে না। এ পরিস্থিতিতে জনমনে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের প্রশ্ন-হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেফতার করা হলো?
বিজয়ের ৫১ বছরেও শহীদ পরিবারের স্বীকৃতি পাননি তারা-ডেইলি স্টার
মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার দীর্ঘ ৫১ বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের স্বীকৃতি পাইনি। কেউ আমাদের খবরও রাখেনি। পরিবার পরিজন নিয়ে অর্থাভাবে দিনাতিপাত করছি। শত বছর বয়সেও সরকারি কোনো সহযোগিতা পাইনি।
আক্ষেপের সঙ্গে কথাগুলো বলছিলেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শচীন্দ্র কুমার নাথ (৯৯) ও তার ভাতিজা নীগেদ্র চন্দ্র দেবনাথ (৬৮)। গত ১২ ডিসেম্বর বিকেলে তাদের সঙ্গে দ্য ডেইলি স্টারের কথা হয়। স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের স্বীকৃতি তো পাইনি বরং আমাদের খবরও কেউ রাখেনি।
তিনি বলেন, ভাঙ্গা ঘর আর অর্থ ও খাদ্যকষ্টে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। শুনেছি বর্তমান সরকার মুক্তিযুদ্ধে জীবন দানকারীদের জন্য অনেক সহযোগিতা করছেন। তাহলে আমরা কেন বঞ্চিত?' কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে শচীন্দ্র কুমার নাথের।
ঋণ বিতরণে ৫ ইসলামী ব্যাংককে ‘কঠোর নির্দেশনা’ বাংলাদেশ ব্যাংকের-ডেইলি স্টার
দেশের ৫ ইসলামী ব্যাংককে দৈনিক ১০ কোটি বা তার বেশি পরিমাণ অর্থের ঋণের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ওই ৫ ব্যাংক হলো— ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। দেশের ৫ ইসলামী ব্যাংককে দৈনিক ১০ কোটি বা তার বেশি পরিমাণ অর্থের ঋণের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ওই ৫ ব্যাংক হলো— ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, 'এর মাধ্যমে ওই ৫ ইসলামী ব্যাংককে ব্যাপক পর্যবেক্ষণের আওতায় এনেছে কেন্দ্রীয় ব্যাংক।'
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
হিন্দি-উর্দুভাষীকে জোর করে বাংলা বলানো যাবে না, জানাল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বাংলা বলতে পারেন না। অল্পস্বল্প বোঝেন। এমন হিন্দি অথবা উর্দুভাষীকে জোর করে বাংলায় কথা বলানো অপরাধ। বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবসের প্রাক্কালে এমনটাই জানালো পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন। আগামী ১৮ ডিসেম্বর রাজ্যে পালিত হতে চলেছে ওয়র্ল্ড মাইনরিটিজ রাইটস ডে। খাদ্যভবনে পালিত হবে এই অনুষ্ঠান।
চিনে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫, কতখানি শক্তিশালী ভারতের নতুন মিসাইল?-সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার রাতের অন্ধকারে অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে, পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে সফলভাবে আঘাত হানতে পারে এই মিসাইল।অর্থাৎ গোটা এশিয়াকে ধ্বংস করে দিতে পারে অগ্নি-৫। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে অগ্নি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। এখনও পর্যন্ত প্রত্যেকটি অগ্নি মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবারের পর প্রতিরক্ষা ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল ভারত।
লালন শেখের মৃত্যু-তদন্তে বগটুই গ্রামে সিআইডি, রেকর্ড করা হল স্ত্রী রেশমার বয়ান-আনন্দবাজার পত্রিকা
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। শুক্রবার তদন্তকারীদের দল পৌঁছয় বীরভূমের বগটুই গ্রামে। সেখানেই মৃত লালনের বাড়ি। সিআইডি সূত্রে খবর, বগটুইয়ে গ্রামে ১০ জনকে পুড়িয়ে মারার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন লালন। তাঁর স্ত্রী রেশমা বিবির বয়ানও শুক্রবার রেকর্ড করা হয়। বগটুই থেকে সিআইডি আধিকারিকরা বিকেল ৩টে নাগাদ বেরিয়েছেন।
‘প্রশ্নটা আপনার দেশের মন্ত্রীকে গিয়ে করুন’, পাকিস্তানের সাংবাদিককে বললেন জয়শঙ্কর-আনন্দবাজার পত্রিকা
সন্ত্রাসবাদ ছড়ানোর প্রশ্নে পড়শি পাকিস্তানকে নাম না করে আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ‘গ্লোবাল কাউন্টার টেররিজ়ম অ্যাপ্রোচ’ শীর্ষক আলোচনাসভার শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জয়শঙ্কর। বৃহস্পতিবার সেখানেই তিনি পাকিস্তানের নাম না করেই বলেন, “গোটা বিশ্ব জানে, কারা সন্ত্রাসবাদকে মদত দেয়।” কিছু দিন আগেই পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক রাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছিলেন, “সন্ত্রাসবাদকে ভারতের মতো কেউই ব্যবহার করতে পারেনি।” এই মন্তব্যের প্রেক্ষিতেই জয়শঙ্কর বলেন, আমি জানি যে গত আড়াই বছর অতিমারি চলার কারণে অনেকেই অনেক কিছু ভুলে গিয়েছি। কিন্তু আমি নিশ্চিত ভাবে জানাতে চাই, গোটা বিশ্ব ভোলেনি কোন দেশ থেকে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ে।” এই প্রসঙ্গেই তাঁর সংযোজন, “অন্য কারও দিকে আঙুল তোলার আগে তাদের নিজেদের দিকে তাকানো উচিত।”#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬