জানুয়ারি ০২, ২০২৩ ১৭:২৪ Asia/Dhaka
  • সরকারি লাখ লাখ পদ খালি, সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির পদ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জামিন পেতে উচ্চ আদালতে ফখরুল-আব্বাস-কালের কণ্ঠ
  • জিহাদের পরিকল্পনাকারী’ আল কায়েদার ৬ অনুসারী গ্রেফতার: সিটিটিসি- যুগান্তর 
  • বিএনপির রূপরেখায় আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে: আমীর খসরু- মানবজমিন
  • সরকারি লাখ লাখ পদ খালি, সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির পদ-প্রথম আলো
  • বিএনপিকে মোকাবিলা করা  আমাদের জন্য কঠিন কোনো কাজ নয় -ইত্তেফাক
  • ডিবি বললেই গাড়িতে উঠবেন না, যাচাই করবেন: হারুন অর রশীদ -বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • নোটবন্দির কারণে হয়েছে মৃত্যুও! ৬ বছর পর সেই সিদ্ধান্তকে ঠিক বলে ঘোষণা সুপ্রিম কোর্টের-আনন্দবাজার পত্রিকা
  • ধানে পোকা জন্মালে সমূলে বিনাশ করতে হবে’, দলকে বার্তা মমতার, সমালোচনা শুরু বিরোধীদের -সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

জামিন পেতে উচ্চ আদালতে ফখরুল-আব্বাস-কালের কণ্ঠ

নিম্ন আদালতে চার দফায় জামিন চেয়ে ব্যর্থ হওয়ার পর এবার উচ্চ আদালতে জামিন আবেদন করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আইনজীবীরা।

তাঁদের আইনজীবী জয়নুল আবেদীন কালের কণ্ঠকে বলেন, ‘জামিন আবেদনের প্রক্রিয়া চলছে। কিছু কাগজপত্রের ঘাটতি আছে। আশা করি আগামীকাল আবেদন করা হবে।

বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী। জামিন আবেদন প্রক্রিয়ায় জ্যেষ্ঠ এ আইনজীবীর সঙ্গে আছেন, আইনজীবী কায়সার কামাল, কামরুল ইসলাম সজল, সগীর হোসেন লিওন।

ঢাকায় গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ও স্থান নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা-উত্তেজনার মধ্যে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে জমায়েত হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যু ও শতাধিক আহত হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা ছোড়া হয়েছে, এমন অভিযোগ তুলে তখন ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ কয়েক শ নেতাকর্মীকে। সেদিন ফখরুলকে গ্রেপ্তার না করলেও পরদিন রাতে বাড়ি থেকে তাকে আটক করা হয়, একই রাতে আটক করা হয় মির্জা আব্বাসকেও।  

সরকারি লাখ লাখ পদ খালি, সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির পদ-প্রথম আলো

দেশের শিক্ষিত বেকারদের জন্য আশার খবর। এ বছর নতুন নিয়োগ বাড়তে পারে। সরকারের এক প্রতিবেদন অনুসারে, সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬টি। তবে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণির চাকরিতে। মোট ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী পরিসংখ্যান ২০২১–এ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এ প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবছর এই প্রতিবেদন তৈরি করি। এ জন্য আলাদা একটি কমিটি রয়েছে। কমিটি প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে যোগাযোগ করে এসব শূন্য পদের তালিকা বের করে। কেবল যে শূন্য পদের তালিকা করে তাই নয়, কর্মরত ব্যক্তিদেরও তালিকা প্রকাশ করা হয়।’ প্রতিবেদন অনুসারে, সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬টি। সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির পদ। এতে ১ লাখ ৫১ হাজার ৫৩৮টি পদ খালি। এরপর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণিতে। এখানে ১ লাখ ২২ হাজার ৬৮০টি পদ খালি। দ্বিতীয় শ্রেণিতে খালি আছে ৪০ হাজার ৫৬১টি পদ। মোট ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি রয়েছে।

বিএনপির রূপরেখায় আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা ঘোষণার পর আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে। কারণ প্রত্যেকটি দফা একেকটি ভিন্ন চিন্তা-ভাবনা থেকে প্রণয়ন করা হয়েছে। এগুলো হচ্ছে রাজনৈতিক ফিলোসফি। যা খুব কম রাজনীতিবিদ করতে পারেন। সেই জায়গায় তারেক রহমান এই রূপরেখা ঘোষণা দিয়ে নিজের নেতৃত্বের যোগ্যতাকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত "রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা" ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক এই সভার আয়োজন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল বিএনপির মিডিয়া সেল।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ এখন কোনদিকে যাবে তা নিয়ে দ্বিধায় পড়ে আছে। দেশ কোন পথে যাবে সেটা নিয়েও দ্বিধায় আছে। বিদেশীরাও উদ্বিগ্ন। কারণ বাংলাদেশ এখন ফ্যাসিস্ট হয়ে গেছে।

ডিবি বললেই গাড়িতে উঠবেন না, যাচাই করবেন: হারুন অর রশীদ -বাংলাদেশ প্রতিদিন 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ডিবি বললেই গাড়িতে উঠবেন না। আপনারা যাচাই করবেন। প্রয়োজন আশেপাশের মানুষের সহযোগিতা নেবেন। আপনারা সচেতন হলেই অপ্রীতিকর সমস্যার সমাধান সম্ভব। সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমাদের ডিবির নাম ব্যবহার করে অনেককেই তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা ডিবির কথা বলে তুলে নিয়ে যায়। কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে নিশ্চিত হবেন।

বিএনপিকে মোকাবিলা করা  আমাদের জন্য কঠিন কোনো কাজ নয় -ইত্তেফাক

বিদেশিদের পদলেহন এবং দেশবিরোধী সাংঘর্ষিক রাজনীতি করে সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে এখন বিএনপি ও তার মিত্ররাই বেকায়দায় পড়ে গেছে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষ সিনেমা হল মালিক সমিতি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। তারা কী করতে চায় বা কী করতে পারে, সে সম্পর্কে আমাদের ধারণা আছে। সেসব মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা দুটাই আছে। তাদের মোকাবিলা করা তাদের আমাদের জন্য কঠিন কোনো কাজ নয়। মন্ত্রী বলেন, গত ১০ ডিসেম্বর তারা ভেবেছিল নয়াপল্টনের সামনে একটি সমাবেশ করতে পারবে, বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। সেটি তারা করতে পারেনি। ১০ ডিসেম্বরের পর বিএনপি বুঝতে পেরেছে তাদের শক্তি এবং সামর্থ্য কতটুকু। এরপরেও বিএনপি এ বছরও চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করার জন্য।

ধানে পোকা জন্মালে সমূলে বিনাশ করতে হবে’, দলকে বার্তা মমতার, সমালোচনা শুরু বিরোধীদের -সংবাদ প্রতিদিন

দল নিয়ে বরাবর অত্যন্ত সতর্ক সুপ্রিমো। দুর্নীতির হাজার অভিযোগ উঠলেও তা দমনে সক্রিয় দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষত বিভিন্ন নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC) নিজেদের কর্মী, নেতাদেরই সাবধান করে থাকে। কখনও সরাসরি, কখনও নানা উপমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বার্তা দিয়ে দেন। এবারও তেমনই উপমার মাধ্যমে দলে দুর্নীতি রুখতে কড়া মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, ‘‘যদি একটা পোকা ধানে জন্মায়, তাকে সমূলে বিনাশ না করলে কিন্তু ওই পোকাটা থেকেই সারা ধানে পোকা লেগে যাবে।” বছরের প্রথমে দলের নানা স্তরের প্রতিনিধিদের নিয়ে নজরুল মঞ্চে বিশেষ সম্মেলন ছিল সোমবার। সেখানে ‘দিদির সুরক্ষাকবচ’ (Didir Suraksha Kabach) নামে কর্মসূচি উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোাধ্যায় দল সম্পর্কে অনেক কথাই বলেছেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ধানে পোকার বিষয়টি। তাঁর কথায়, ‘‘যদি একটা পোকা ধানে জন্মায়, তাকে সমূলে বিনাশ না করলে কিন্তু ওই পোকাটা থেকেই সারা ধানে পোকা লেগে যাবে। সুতরাং, আমাকে পোকাটা আগেই নির্মূল করতে হবে। দেখতে হবে যাতে পোকা না জন্মায়। আর যদি পোকা জন্মে থাকে, তা হলে প্রথমে তাকে সতর্ক করতে হবে। বলতে হবে, ‘হয় নিজেকে সংশোধন করো, না হলে আমাদের অন্য কিছু ভাবতে হবে’।”

নোটবন্দির কারণে হয়েছে মৃত্যুও! ৬ বছর পর সেই সিদ্ধান্তকে ঠিক বলে ঘোষণা সুপ্রিম কোর্টের-আনন্দবাজার পত্রিকা

নোটবন্দির সিদ্ধান্তে কোনও ভুল ছিল না, সোমবার জানিয়ে দিল শীর্ষ আদালত। পুরনো ১০০০ টাকা এবং ৫০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি হয়েছিল, সোমবার তার রায় দিল সুপ্রিম কোর্ট। সেই রায়ে কেন্দ্রের সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছে শীর্ষ আদালত।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কী ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিবেচনা করে কেন্দ্রের সিদ্ধান্তকে পাল্টানো যায় না। নোটবাতিলের ক্ষমতা কেন্দ্রের রয়েছে। তাই কেন্দ্রের তরফে থেকে এই প্রস্তাব এসেছে বলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে এই ভাবে ভুল বলে ঘোষণা করা যায় না।

সুপ্রিম কোর্ট আরও বলেছে, কেন্দ্রীয় সরকারের আর্থিক কোনও সিদ্ধান্তকে পাল্টে দেওয়া যায় না। কেন্দ্র আরবিআইয়ের সঙ্গে ৬ মাস ধরে পরামর্শ করার পরই নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল বলে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণার সময় জানিয়েছে।

পার্সটুডে/বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।