জানুয়ারি ০৬, ২০২৩ ১১:৪৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ৬ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • ৬০ হাজারের ফটোকপিয়ার দেড় লাখে লুটপাটের আয়োজন গরিবের প্রকল্পে-যুগান্তর
  • বিএনপিতে ‘উকিল–বার্তা’প্রথম আলো
  • ফাঁসির আসামি নূর হোসেনের কারাগার স্থানান্তরের আবেদন-বাংলাদেশ প্রতিদিন
  • আওয়ামী লীগ সরকারের টানা ১৪ বছর পূর্তি আজ-ইত্তেফাক
  • ডিম ও মরিচের দাম বেড়েছে, চিনিতে অস্বস্তি কাটেনি-মানবজমিন
  • দুটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • কাকভোরে ভয়ংকর দুর্ঘটনা মধ্যপ্রদেশে, মন্দিরের চূড়ায় ধাক্কা মারল বিমান-সংবাদ প্রতিদিন
  • দিল্লির রাস্তায় তরুণীকে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার গাড়ির মালিকও-আনন্দবাজার পত্রিকা
  • কংগ্রেস মুছে গেছে,  নিশ্চিহ্ন হয়েছে কমিউনিস্টরাও-অমিত শাহ-আনন্দবাজার
  • ঠাণ্ডায় কাঁপছে দিল্লি-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নিহত-প্রথম আলো

সাঈদ ফয়সাল

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত সাঈদ ফয়সাল নামে সাল এক তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) বিকেলে কেমব্রিজের চেস্টনাট স্ট্রিটে ওই তরুণ নিহত হন। ফয়সালের চাচা সেলিম জাহাঙ্গীর বলেন, ‘আমার ভাতিজা শান্তশিষ্ট, ভালো ছেলে। তাকে পুলিশ কেন গুলি করল বুঝতে পারছি না। সে পড়াশুনার পাশপাশি চাকরিও করত।মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস এ ঘটনার তদন্ত করছে।বলা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করলেও ফয়সালকে আটকাতে পারেননি। তিনি ছোরা নিয়ে পুলিশের দিকে তেড়ে আসতে থাকে। এক পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা গুলিবর্ষণ করেন এবং তাতে ফয়সাল বিদ্ধ হন।ফয়সালকে গুলিবর্ষণকারী পুলিশ সদস্যকে ছুটিতে পাঠানো হয়েছে।তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ফয়সালের চাচা সেলিম জাহাঙ্গীর।

রাজনীতির খবর, ইত্তেফাক লিখেছে-শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৪ বছর পূর্তি আজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ। আর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা এই সরকার দেশ পরিচালনায় পঞ্চম বর্ষে পদার্পণ করবে আগামীকাল ৭ জানুয়ারি।

দৈনিকটির অপর এক খবরে বলা হয়েছে, অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত করার অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের জন্য ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপিতে ‘উকিল–বার্তা’  প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, সরকারের পরোক্ষ আনুকূল্য নিয়ে উপনির্বাচনে উকিল আবদুস সাত্তারের স্বতন্ত্র প্রার্থী হওয়াকে ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছে বিএনপি।

দুদক

মানবজমিনের খবরে লেখা হয়েছে,  ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সের বিরুদ্ধে আমদানি করা ৭২ হাজার টন সার আত্মসাতের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক)কে নির্দেশ দিয়েছেন  হাইকোর্ট। একইসঙ্গে দুদককে ৬০ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া, আদালত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানকে এই অভিযোগের বিষয়ে ২০শে জানুয়ারির মধ্যে আদালতে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার টন সার বন্দর থেকে খালাসের পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করে পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের ৫৮২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নতুন শিক্ষাপদ্ধতির যুগে বাংলাদেশ-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, শিক্ষার্থীদের শিখনকালীন মূল্যায়ন করা হবে সারা বছর ধরে * এসএসসিতে থাকবে না কোনো বিভাগ, পরীক্ষা শুধু দশম শ্রেণির লেখাপড়ায়। বিস্তারিত খবরে বলা হয়েছে, নতুন শিক্ষা পদ্ধতির যুগে প্রবেশ করল বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে একাধিকবার শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কখনোই মুখস্থ বিদ্যা আর পরীক্ষানির্ভর মূল্যায়ন থেকে বের করা যায়নি।

পাশাপাশি পুঁথিগত মুখস্থ বিদ্যার কারণে শিক্ষাজীবনের বেশিরভাগ জ্ঞান কর্মজীবনে তেমন কাজে আসেনি। এমন পরিস্থিতিতে চতুর্থ শিল্পবিপ্লব আর পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির বাস্তবতা সামনে রেখে শিক্ষা ব্যবস্থার খোলনলচে বদলে ফেলা হয়েছে। প্রবর্তন করা হয়েছে নতুন শিক্ষাক্রম ও শিক্ষাপদ্ধতি। নাম ‘অভিজ্ঞতামূলক শিখন পদ্ধতি। তবে নতুন এই পদ্ধতি জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু করা হচ্ছে। এ অবস্থায় স্বভাবত প্রশ্ন উঠেছে, এটাই যদি শিক্ষা ব্যবস্থার উৎকৃষ্ট পন্থা হবে, তাহলে এতটা বছর ধরে শিক্ষার্থীদের ওপর কেন ভুল শিক্ষানীতির পরীক্ষা-নিরীক্ষা করা হলো। কেননা, উন্নত দেশেগুলোতে বহু আগে থেকে কর্মমুখী ও গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

অমানবিক জলপাইগুড়ি-গাড়ি ভাড়ার টাকা নেই, মায়ের লাশ কাঁধে নিয়ে বাড়ির উদ্দেশে ছেলে-আনন্দবাজার পত্রিকা

ছেলে কাঁধে করে নিয়ে যাচ্ছে মায়ের লাশ-ভাড়ার অভাবে

ছেলে দৈনিক শ্রমিক, বৃদ্ধ বাবারও সেই আর্থিক সংস্থান নেই। ফলে লাশবাহী গাড়ি করে মৃত মায়ের লাশ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার খরচ জোগাড় করতে পারেননি ছেলে। বাধ্য হয়ে মায়ের লাশ কাঁধে করে অসহায় বৃদ্ধ বাবাকে সাথে নিয়ে পায়ে হেঁটে সেই লাশ বাড়িতে নিয়ে চলছেন ছেলে। বৃহস্পতিবার সকালের দিকে জনবহুল রাস্তায় লাশ বহনকারী বাবা-ছেলের এই করুন দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়ান, গা শিউরে ওঠে এলাকাবাসীর। ছেলের কাঁধে লাশের মাথার দিক, আর বাবার কাঁধে লাশের পায়ের দিক। জেলা হাসপাতাল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত গ্রাম ক্রান্তি নগরডাঙ্গা, ফলে পথ চলতে চলতে মাঝেমধ্যে ক্লান্ত হয়ে লাশ মাটিতে রেখে অবসর নিতেও দেখা যায় তাদের। রাজ্যের পৌর বিষয়ক মন্ত্রী ফিরাদ হাকিম জানান, অন্যায় করেছে। মানুষ হিসেবে কেউই এই অমানবিক কাজ করতে পারে না।

কথা রাখেননি মোদি-রাহিবাই

‘কথা রাখেননি মোদি’, মঞ্চে কেন্দ্রের সমালোচনা করতেই থামানো হল পদ্মশ্রী প্রাপককে-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, তিনি পদ্মশ্রী (Padma Shri) প্রাপক। ‘ভারতের বীজমাতা’ বলে চেনেন অনেকেই। বৃহস্পতিবার সেই রাহিবাই পোপেরের বক্তব্য আচমকাই থামিয়ে দেওয়া হল মহিলা সায়েন্স কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে। তাঁর ‘অপরাধ’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ (PM Modi) রাজনৈতিক নেতাদের সমালোচনা করেছিলেন তিনি।

দিল্লির রাস্তায় তরুণীকে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার গাড়ির মালিকও-আনন্দবাজার পত্রিকা

বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরীতে তরুণীকে গাড়িতে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আশুতোষ।ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।এই ঘটনায় আরও এক অভিযুক্ত ফেরার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।#

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

ট্যাগ