কথাবার্তা
২৮ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
ক) সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২৮ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- পদযাত্রা নয়, বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের-প্রথম আলো
- আইএমএফ’র পর্যবেক্ষণ-বাংলাদেশের অর্থনীতি তিন ঝুঁকিতে - যুগান্তর
- ভারত আমাদের গরু না দিলেই আমরা কৃতজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী- বাংলাদেশ প্রতিদিন
- কোপেনহেগেনে কোরআন পোড়ানোর নিন্দা জানাল ঢাকা-কালের কণ্ঠ
- সুইডেনের ন্যাটোতে যোগদান ঠেকালে প্রতি শুক্রবার কোরআন পোড়ানোর হুমকি- মানবজমিন
- পদত্যাগ করুন, অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে’: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- ছবি ১০০ শতাংশ সত্যি, হিরণ তৃণমূলে আসার জন্য ছটফট করছে’, পাল্টা দাবি তৃণমূল নেতা অজিতের-আনন্দবাজার পত্রিকা
- ত্রিপুরা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নাম নেই বিপ্লব দেবের-সংবাদ প্রতিদিন
- একইদিনে ভেঙে পড়ল বায়ুসেনার তিন বিমান, জারি উদ্ধারকাজ --আজকাল
খ) এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
পদযাত্রা নয়, বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের-প্রথম আলো
বিএনপির পদযাত্রাকে মরণযাত্রা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সব পদযাত্রা এখন পেছন যাত্রায় পরিণত হয়েছে। আমি বলি এটা মরণযাত্রা। বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। আগামী নির্বাচনেও তাদের মরণ হবে, রাজনৈতিক মরণ।’ বিএনপির গণজোয়ারে ভাটা পড়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এত লাফালাফি, এত ছোটাছুটি। এত লোটাকম্বল, কাঁথা-বালিশ। সমাবেশ হলে সাত দিন ধরে সমাবেশস্থলে জড়ো হয়। শুয়ে পড়ে। পাতিলের পর পাতিল খাবার রান্না হয়। কোথায় গেল সেই দিন। কোথায় গেল লাল কার্ড, গণ-অভ্যুত্থান। তাদের গণজোয়ারে এখন ভাটার টান পড়েছে।’
ক) কোপেনহেগেনে কোরআন পোড়ানোর নিন্দা জানাল ঢাকা-কালের কণ্ঠ
ডেনমার্কের কোপেনহেগেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই নিন্দা জানায়। বাংলাদেশ বলছে, এটি জঘন্য ঘটনা। এর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননা করা হয়েছে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উসকানি ও ‘ইসলামোফোবিয়া’ থেকে বিরত থাকার আহ্বান জানায়। উল্লেখ্য, কোপেনহেগেনে গত শুক্রবার উগ্র ডানপন্থী এক কর্মী পবিত্র কোরআন পুড়িয়েছে।
খ) ভারত আমাদের গরু না দিলেই আমরা কৃতজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী-সংবাদ প্রতিদিন বাংলাদেশকে ভারত গরু না দিলেই বরং আমরা কৃতজ্ঞ থাকবো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিপিবি) আয়োজিত প্রথম বাংলাদেশ পোল্ট্রি কনভেনশন-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যতবারই ভারত সফর করি, সেখানকার সরকার বলে তোমাদের গরু দেব না। শুধু পোল্ট্রি নয়, আমরা গবাদিপশুতেও এগিয়ে আছি। আমি বলি, আপনারা গরু দেওয়া বন্ধ করে দিলেই বরং আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা গবাদিপশুতে প্রায় স্বনির্ভরশীল, আপনারা বন্ধ করলেই পুরোপুরি হয়ে যাবো।
ক) পদত্যাগ করুন, অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে’: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে। পালানোর পথ খুঁজে পাবেন না।’ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাড্ডায় পদযাত্রা শুরুর আগে এ কথা বলেন তিনি ।
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারসহ ১০ দফা দাবি আদায়ে পদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, ‘পদযাত্রার মধ্য দিয়ে সরকারকে জানিয়ে দিতে চাই, আর কাল বিলম্ব নয়। অবিলম্বের পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন এবং নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন। অন্যথায় আপনাদের অত্যন্ত ভারাক্রান্তভাবে চলে যেতে হবে, পালানোর পথ খুঁজে পাবেন না।’
খ) আইএমএফ’র পর্যবেক্ষণ-বাংলাদেশের অর্থনীতি তিন ঝুঁকিতে - যুগান্তর
বাংলাদেশের সার্বিক অর্থনীতি তিন ঝুঁকিতে রয়েছে। এগুলো হচ্ছে-অব্যাহতভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, ডলারের বিপরীতে টাকার মানে নিম্নমুখীর প্রবণতা ও বৈদেশিক মুদ্রা আয়-ব্যয়ের মধ্যে ঘাটতি। এসব কারণে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়ছে। যা অর্থনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বড় ধরনের আঘাত করে যাচ্ছে।
বাংলাদেশের অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) এক পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশের সঙ্গে আইএমএফের ঋণ আলোচনা চূড়ান্ত করার জন্য গত ১৪ জানুয়ারি বাংলাদেশে আসেন সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত এম সায়েহ।
ক) সুইডেনের ন্যাটোতে যোগদান ঠেকালে প্রতি শুক্রবার কোরআন পোড়ানোর হুমকি- মানবজমিন
ডেনমার্কের তুর্কি দূতাবাসের বাইরে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো হয়েছে। রাসমাস পালুদান নামের এক কট্টোর ডানপন্থী এক্টিভিস্ট পুলিশি নিরাপত্তার মধ্যে কোরআন পুড়িয়েছেন। তিনি আরও হুমকি দিয়ে বলেছেন, সুইডেন যতদিন না ন্যাটোতে যুক্ত হচ্ছে, ততদিন প্রতি শুক্রবার কোরআন পোড়াবেন তিনি। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, পালুদান ডেনমার্ক এবং সুইডেন দুই দেশেরই নাগরিক। সুইডেনকে ন্যাটোতে যোগ দেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ন্যাটো সদস্য তুরস্ক। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরইমধ্যে গত সপ্তাহে সুইডেনের তুর্কি দূতাবাসের সামনে কোরআন পোড়ানো হলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান সাফ জানিয়ে দেন, তারা সুইডেনকে ন্যাটোতে যুক্ত করতে সমর্থন দেবে না।
খ) ত্রিপুরা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নাম নেই বিপ্লব দেবের-সংবাদ প্রতিদিন
বছরের শুরুতেই ত্রিপুরায় (Tripura) বিধানসভা নির্বাচন। আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভোট। ফলাফল ২ মার্চ। এই পরিস্থিতিতে শনিবার ৬০ জনের প্রার্থী তালিকার ৪৮ জনের নাম ঘোষণা করল বিজেপি (BJP)। তালিকায় নাম নেই বিপ্লব দেবের। বনমালীপুর কেন্দ্রে তাঁর জায়গায় প্রার্থী হচ্ছেন রাজীব ভট্টাচার্য। বিজেপির দাবি, বিপ্লব দেব নিজেই নির্বাচনে দাঁড়াতে চাননি। পাশাপাশি প্রার্থী হিসেবে রয়েছে সাংসদ প্রতিমা ভৌমিকের নাম। তিনিই এই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে বিধানসভায় প্রার্থী করায় প্রশ্ন উঠছে, ত্রিপুরায় কি বিজেপির মহিলা প্রার্থীর অভাব? উল্লেখ্য, তিনি লড়বেন ধনপুর কেন্দ্র থেকে।
ক) একইদিনে ভেঙে পড়ল বায়ুসেনার তিন বিমান, জারি উদ্ধারকাজ --আজকাল
দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার তিনটি বিমান।
রাজস্থানের ভরতপুরে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে। পাশাপাশি, মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে পড়েছে দুই যুদ্ধবিমান, সুখোই ৩০ এবং মিরাজ ২০০০। এদিকে আজই রাজস্থান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
শনিবার সকালে ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। বিমানটি ভেঙে পড়তেই আগুন ধরে যায়। বিমানের পাইলট ও সহকারী পাইলটের এখনও খোঁজ মেলেনি। তাঁরা জীবিত কিনা এই সন্দেহ দেখা দিয়েছে। এদিকে, শনিবার সকালে আবার মধ্যপ্রদেশের মোরেনায় দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার আরও দুই বিমান। যুদ্ধবিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ ভেঙে পড়েছে। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ।
পার্সটুডে/বাবুল আখতার/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।