কথাবার্তা
৩১ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবরাখবর
ক) সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৩১ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের এক ধাপ অবনমন-প্রথম আলো
- পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম ফের বাড়ল- যুগান্তর
- বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘ-মুক্তভাবে সংবাদ ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে- মানবজমিন
- বাংলাদেশেও কয়েকটি বৃহৎ খাতে ‘বিতর্কিত’ আদানি গ্রুপের নাম-কালের কণ্ঠ
- নিবন্ধন অবৈধ: আপিল প্রস্তুত করতে ২ মাস সময় পেলো জামায়াত: -ইত্তেফাক
- তারেক-জোবায়দাকে হাজির হতে গেজেট প্রকাশ-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- একের বদলা ৯০ জন’! মসজিদে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার পর দিনই হুঙ্কার ছাড়ল পাক-তালিবান-আনন্দবাজার পত্রিকা
- ২০৪৭ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত ভারত গড়বে এই সরকার’, বাজেট অধিবেশনে বার্তা রাষ্ট্রপতির-সংবাদ প্রতিদিন
- রাজ্যে যা কাজ আছে, তাতে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, মালদায় বার্তা মুখ্যমন্ত্রীর --আজকাল
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের এক ধাপ অবনমন-প্রথম আলো
বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম। আগের বছর ছিল ১৩তম। মানে এক ধাপ অবনমন হয়েছে। দুর্নীতির ধারণা সূচক ২০২২–এ এ তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক এ তালিকা বাংলাদেশে প্রকাশ করে টিআইবি। আজ মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়েছে। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করেছে টিআইবি। এর আগে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১ অনুসারে বাংলাদেশের স্কোর ছিল ২৬।
বিভিন্ন দেশের দুর্নীতির সার্বিক অবস্থা নিয়ে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এই সূচকে বাংলাদেশের অবস্থানের ওঠানামা প্রতিবছরই হয়ে থাকে।
বাংলাদেশেও কয়েকটি বৃহৎ খাতে ‘বিতর্কিত’ আদানি গ্রুপের নাম-কালের কণ্ঠ
আদানি গ্রুপের শেয়ারবাজার কারসাজি, অর্থপাচার আর কর ফাঁকি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক শেয়ারবাজার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি বিশেষ প্রতিবেদন হুলুস্থুল ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও আলোচনায় বিতর্কিত বহুজাতিক এ কম্পানিটি। কারণ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ, মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ জোন নির্মাণ এবং ভোজ্য তেল খাতেও জড়িয়ে আছে আদানি গ্রুপের নাম।
কারসাজি ও জালিয়াতির কারণে এখন বিশ্বের বিভিন্ন দেশ আদানি গ্রুপের সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে বলে জানিয়ে দিয়েছে। তাই বাংলাদেশের অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরাও আদানি গ্রুপের সঙ্গে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সরকারকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছেন।
এদিকে শেয়ারবাজারে আদানি গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ব্যাপক দরপতনের পাশাপাশি ভারতের ব্যাংক খাতে দেখা দিয়েছে চরম উদ্বেগ। কারণ ব্যাংকগুলোতে প্রতিষ্ঠানটির বিপুল অঙ্কের ঋণ রয়েছে।
পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম ফের বাড়ল- যুগান্তর
সরকারের নির্বাহী আদেশে এবার পাইকারি ও খুচরা পর্যায়ে সব ধরনের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ।
প্রজ্ঞাপনে গ্রাহকপর্যায়ে ৫ শতাংশ ও পাইকারিতে ৮ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। এ নিয়ে গত ১৪ বছরে ১২ বারের মতো গ্রাহকপর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। এ ছাড়া ১৪ বছরে এটি ছিল ১১ দফায় পাইকারি মূল্যবৃদ্ধি।
প্রজ্ঞাপনে গৃহস্থালির খুচরা বিদ্যুতের ক্ষেত্রে ৫০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৯৪ পয়সা থেকে চার টাকা ১৪ পয়সা করা হয়েছে। সাধারণ গ্রাহকের ক্ষেত্রে চার টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে চার টাকা ৬২ পয়সা করা হয়েছে। ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ছয় টাকা ১ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ৩১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ছয় টাকা ৩০ পয়সা থেকে ছয় টাকা ৯৯ পয়সা করা হয়েছে।
নিবন্ধন অবৈধ: আপিল প্রস্তুত করতে ২ মাস সময় পেলো জামায়াত: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সার সংক্ষেপ প্রস্তুত করতে চূড়ান্তভাবে দুই মাস সময় দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর।
পরে ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, মামলাটি শুনানি করার জন্য আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি। আদালত তাদের অনেকবার সময় দিয়েছেন। তারা গড়িমসি করে রেডি করছে না। আজকে ফাইনাল আদেশ দিল। যদি আট সপ্তাহের মধ্যে ফাইল (আপিলের সার সংক্ষেপ) শুনানির জন্য রেডি না করে তাহলে ডিফল্ট (খারিজ) হয়ে যাবে।
বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘ-মুক্তভাবে সংবাদ ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে- বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশে সাংবাদিকদের বাধাহীন এবং মুক্তভাবে তাদের ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি বাংলাদেশে ১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নিয়েছে সরকার। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে এ প্রসঙ্গে মন্তব্য করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে অন্য দেশকে আমরা যে আহবান জানাই, বাংলাদেশকেও একই আহবান জানাচ্ছি। মতপ্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের বাধাহীন এবং মুক্তভাবে নিউজ ওয়েবসাইট পরিচালনা করার সুযোগ নিশ্চিত করতে হবে। জাতিসংঘ দেখতে চায়, এ নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা নিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনা করায় এবং সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ চিঠি দেয়া হয়।
তারেক-জোবায়দাকে হাজির হতে গেজেট প্রকাশ-দৈনিক নয়াদিগন্ত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ‘পলাতক’ থাকায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সরকারি মুদ্রাণালয় থেকে এই গেজেট প্রকাশ করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান। গেজেটে বলা হয়েছে, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আদালত বিশ্বাস করার যুক্তিসংযত কারণ রয়েছে যে তারা গ্রেফতার ও বিচার এড়াতে আত্মগোপনে রয়েছেন। সেহেতু তাদের আগামী ধার্য তারিখের (৬ ফেব্রুয়ারি) মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন করা হবে।
এর আগে গত ১৯ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ মোঃ আছাদুজ্জামান তাদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করার আদেশ দেন। একইসাথে এ বিষয় প্রতিবেদন দাখিলের জন্য ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
ওইদিন তাদের সম্পত্তি বাজেয়াপ্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।
২০৪৭ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত ভারত গড়বে এই সরকার’, বাজেট অধিবেশনে বার্তা রাষ্ট্রপতির-সংবাদ প্রতিদিন
মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। জানিয়ে দিলেন, ২০৪৭ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত ভারত গড়বে এই সরকার। গত ৯ বছরে একাধিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের মাধ্যমে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এসেছে ভারত। চিন ও পাকিস্তান সীমান্তে শত্রুদের মোক্ষম জবাব দিয়েছে সেনা। আন্তর্জাতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে দিচ্ছে ভারত। আগামী দিনে আত্মনির্ভর ভারত গড়ে তোলার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি (President of India)।
২০২৪ সালের লোকসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। গত দুই বছর করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ায়নি সরকার। তাই অধীর আগ্রহে নির্মলা সীতারমণের বাজেট পেশের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী। মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, শুধুমাত্র দেশবাসীর স্বার্থেই বাজেট তৈরি করবে কেন্দ্র। রাষ্ট্রপতির ভাষণেও একই কথা শোনা গেল। “দরিদ্র দেশবাসীর সমস্যা সমাধান ও তাঁদের ক্ষমতায়নের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে কেন্দ্র। বর্তমান সরকার যে গরিবদের প্রতি সহানুভূতিশীল, তার প্রমাণ হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মতো একাধিক প্রকল্প” মত রাষ্ট্রপতির।
রাজ্যে যা কাজ আছে, তাতে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, মালদায় বার্তা মুখ্যমন্ত্রীর --আজকাল
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করছেন খোদ মুখ্যমন্ত্রী।
এই মুহূর্তে জেলা সফরে রয়েছেন তিনি। গতকাল বোলপুরে সভা করার পর আজ মালদার গাজলে প্রশাসনিক সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সভা মঞ্চ থেকে রাজ্য সরকারকে একাধিক বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছেন একাধিক ইস্যুতে।
আজকের সভায় রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেছেন সাধারণের সামনে। মুখ্যমন্ত্রী বলেন, বহু জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হয়েছে। সেই টাকা দিল্লি দয়া করে দেয় না বলেও জানান। আজকের সভায় বলেন, বালুরঘাটে বানানো হচ্ছে নতুন বিমান বন্দর। জেলায় জেলায় একাধিক সংযোগকারী কাজ হয়েছে, তৈরি হয়েছে বহু সেতু-রাস্তা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কাজ হয়েছে বহু। তাঁর আমলে বাংলায় ৪৬ টি নতুন কলেজের কাজ চলছে, ১৪ টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে বলেও জানান। যেখানে দেশে বেড়েছে বেকারের সংখ্যা সেখানে বাংলায় বেকারত্বের হার কমেছে তাঁর সরকারের আমলে সেই বার্তাও আজ দিয়েছেন তিনি
একের বদলা ৯০ জন’! মসজিদে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার পর দিনই হুঙ্কার ছাড়ল পাক-তালিবান-আনন্দবাজার পত্রিকা
৯০ জনকে খুন করে এক জনের মৃত্যুর বদলা! পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী হামলার পর এমনই হুঙ্কার দিল তেহরিক-এ-তালিবান পাকিস্তান (টিটিপি)। সোমবার মসজিদে প্রার্থনার সময় হামলা চালায় টিটিপির বোমারু জঙ্গি। সেই ঘটনায় নিহত হয়েছেন ৯০ জন। আহত ৫০।
হামলার পর পরই তার দায় স্বীকার করে টিটিপি জঙ্গি সংগঠন। একই সঙ্গে তারা বার্তা দেয়, এই হামলা হল উমর খালিদ খুরাসানির মৃত্যুর বদলা। টিটিপির এই হুঙ্কারের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কে এই খুরাসানি? টিটিপির কমান্ডার ছিলেন খুরাসানি। ২০২২-এর অগস্টে পাকিস্তান সেনার গুলিতে নিহত হন তিনি। পাকিস্তানের স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দাদার মৃত্যুর বদলা নেওয়ার জন্য তলে তলে হামলার প্রস্তুতি চালাচ্ছিলেন তাঁর ভাই মুকর্রম। সোমবার মসজিদে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁরই।
খুরাসানির আসল নাম আব্দুল আলি মহম্মদ। করাচির এক মাদ্রাসায় পড়াশোনা করার সময় খুব অল্প বয়সেই জঙ্গি সংগঠনে যোগ দেন।#
পার্সটুডে/এমবিএ/এআর/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।