ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১৭:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১২ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • টানা ৪২ দিন স্বাস্থ্যকর বাতাস নেই ঢাকায়-মানবজমিন
  • দেশের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে: জিএম কাদের- বাংলাদেশ প্রতিদিন
  • রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন, আর কোনো প্রার্থী নেই-প্রথম আলো
  • একুশে পদকে ভূষিত বিদ্যানন্দসহ ২১ ব্যক্তি-প্রতিষ্ঠান-কালের কণ্ঠ
  • বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • সিরিয়া-তুরস্ক ভূমিকম্প মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে: জাতিসংঘ-ইত্তেফাক

কোলকাতার শিরোনাম:

  • পেট্রোপণ্যের দামে নাভিশ্বাস জনতার, অথচ একলাফে রাষ্ট্রায়ত্ত সংস্থার লাভ বাড়ল ৪০ শতাংশ-সংবাদ প্রতিদিন
  • দিল্লি-মুম্বই মহাসড়কের প্রথম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর-আনন্দবাজার
  • চার হাইকোর্টের প্রধান বিচারপতি বদল-গণশক্তি
  • যোগী গেরুয়া পোশাক পরলে অসুবিধা নেই, মুসলিমরা বোরকা পরলেই দোষ!-পুবের কলম

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দেশের ২২তম প্রেসিডেন্ট হচ্ছেন দুদকের সাবেক কমিশনার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু। এ নিয়ে নানা আলোচনা চলছে। আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন?

২. গতকাল ইরানের ইসলামি বিপ্লব বিজয়ের ৪৪তম বার্ষিকী উদযাপিত হলো। এত বছরে পরে এসেও বিপ্লব বার্ষিকীর নানা অনুষ্ঠানে ইরানি জনগণের অংশগ্রহণ কমেনি একটুও। এর কারণ কী বলে মনে করেন?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন, আর কোনো প্রার্থী নেই-প্রথম আলো

সাহাবুদ্দিন

ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ সাহাবুদ্দিনই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় এখন আর ভোটের প্রয়োজন হচ্ছে না। আজ রোববার দুপুরে প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, তিনি আমাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এ মুহূর্তে আমার প্রতিক্রিয়া এটুকুই।’

সব অনুমান, নানা জল্পনাকল্পনা ভুল প্রমাণ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত করল আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের আগে এবার রাষ্ট্রপতি নির্বাচনের দিকে সবার নজর ছিল। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি—এ নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত অনেকের নাম নিয়ে নানা আলোচনা হচ্ছিল। কিন্তু সব আলোচনা ছাপিয়ে অনেকটা চমকের মতো এসেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নাম।

আর কোনো প্রার্থী না থাকায় এখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণার অপেক্ষা। বিধান অনুযায়ী, আগামীকাল সোমবার প্রার্থিতা বাছাইয়ে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বৈধ বিবেচিত হলে নির্বাচন কমিশন তাঁকে নির্বাচিত ঘোষণা করবে। এখন শুধু প্রক্রিয়া শেষ হওয়ার পালা।

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি। তাঁকে মনোনীত করায় সন্তোষ প্রকাশ করেছে দলটি।

আজ রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে কে হচ্ছেন রাষ্ট্রপতি, এ নিয়ে বিরোধী দল বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে। এ কারণে তারা (আওয়ামী লীগ) কাকে রাষ্ট্রপতি বানাচ্ছে, তাতে বিএনপির আগ্রহ দেখানোর কিছু নেই।

টানা ৪২ দিন স্বাস্থ্যকর বাতাস নেই ঢাকায়-মানবজমিন

কখনো অস্বাস্থ্যকর, কখনো খুবই অস্বাস্থ্যকর, আবার কখনো বিপজ্জনক। বাতাসের মানের তালিকায় টানা দেড় মাস এই তিন ক্যাটাগরিতেই ঘুরপাক খাচ্ছে রাজধানী ঢাকা। এর মধ্যে জানুয়ারি  মাসে   ৩১ দিনের ১০ দিনই বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে ছিল। অন্যদিকে বাকি ২১ দিন ছিল খুবই অস্বাস্থ্যকর কিংবা অস্বাস্থ্যকর। শুধু তাই নয়, পদক্ষেপ নেয়া হলেও চলতি ফেব্রুয়ারি মাসের গেল ১১ দিনেও বায়ুমানে তেমন উন্নতি নেই। সুইজারল্যান্ডের বায়ুদূষণ পরিমাপক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্য অনুযায়ী গতকালও ঢাকার বায়ু ছিল বিপজ্জনক। এদিন সকালে ঢাকার বায়ুমান সূচক ৪৪৫ পর্যন্ত উঠে যায়।  

বায়ুমান সূচক এত তীব্রমাত্রায় পৌঁছালে যথাসম্ভব সবাইকে ঘরে রাখাসহ অন্যান্য স্বাস্থ্য সতর্কতা জারি করার সুপারিশ করে থাকেন পরিবেশ বিজ্ঞানীরা। দেশের পরিবেশবিদরাও বলছেন, ঢাকার বায়ুদূষণের এই পরিস্থিতিতে এখনই জরুরি কিছু পদক্ষেপ নেয়া প্রয়োজন। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয় নিয়ে চরম উদাসীনতা দেখা যাচ্ছে বলে অভিযোগ তাদের। 

একিউ এয়ারের তথ্য বলছে, গত ৫ই জানুয়ারি ঢাকার বায়ুমান ১৫৭ একিউ এয়ারের সূচকে পৌঁছালেও ১৮ থেকে ২৩শে জানুয়ারি পর্যন্ত টানা ৬ দিন এই মান ছিল ২০০’র কাছাকাছি।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত: 

পেট্রোপণ্যের দামে নাভিশ্বাস জনতার, অথচ একলাফে রাষ্ট্রায়ত্ত সংস্থার লাভ বাড়ল ৪০ শতাংশ-সংবাদ প্রতিদিনের এ খবরে রেখা হয়েছে, পেট্রল, ডিজেলের দাম মেটাতে নাভিশ্বাস উঠছে আমজনতার। যাবতীয় রেকর্ড ভেঙে চড়চড়িয়ে বেড়েছে জ্বালানির দাম। সাধারণ মানুষের দুর্ভোগের মধ্যেই লাফিয়ে বেড়েছে অয়েল ইন্ডিয়ার লাভের পরিমাণ। একধাপে ৪০ শতাংশ বেশি লাভের মুখ দেখেছে সরকারি সংস্থাটি। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ১৭৪৬ কোটি টাকা লাভ হয়েছে অয়েল ইন্ডিয়ার। ইতিহাসে প্রথমবার এক ত্রৈমাসিকে এত বেশি লাভ করেছে তারা।

পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, গত অর্থবর্ষের তুলনায় লাফিয়ে বেড়েছে জ্বালানি ও গ্যাস উৎপাদনের পরিমাণ।

আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে,দিল্লির আরও নাগালে জয়পুর। সাড়ে তিন ঘণ্টাতেই রাজধানী থেকে জয়পুরে পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। দিল্লি থেকে মুম্বই যাওয়া যাবে আগের থেকে অর্ধেক সময়ে। রবিবার সেই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের রাজধানী থেকে রাজস্থানের দৌসা-লালসোট পর্যন্ত অংশটি রবিবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জানালেন, এখন দিল্লি থেকে জয়পুর রোজ যাতায়াত করা যাবে।

পাখির চোখ মেঘালয়! ফের প্রচারে মমতা-অভিষেক, নজর ত্রিপুরাতেও-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, উত্তর-পূর্বের দুই রাজ্যে শেষবেলায় প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূল। ফের মেঘালয়ে ভোটপ্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মেঘালয়ের মাটি কামড়ে পড়ে থাকবেন বলে খবর। তার আগে ত্রিপুরাতেও সভা করার কথা অভিষেকের। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু লড়াইয়ের জমি প্রস্তুত রাখতে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এমনকী বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বও নজর দিয়েছে বাংলার পঞ্চায়েত ভোটের দিকে। দিল্লি থেকে নেতাদের আগমন শুরু হয়েছে। রবিবার, দু’দিনের বঙ্গ সফরে এসে দুটি জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বেনজির কটাক্ষ করে বলেছেন, মমতা, কবে নির্মমতা হয়ে গেলেন?’

যোগী গেরুয়া পোশাক পরলে অসুবিধা নেই, মুসলিমরা বোরকা পরলেই দোষ!-পুবের কলম

হিজাব বিতর্ক

হিজাব বিতর্কের রেশ এবার সংসদে। কর্নাটকে হিজাবের সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলেও এবার এই  ইস্যুতে সংসদে সরব হল সিপিএম। মুসলিম মেয়েরা হিজাব পরিধান করলে আপত্তি কোথায়? এই প্রশ্ন তুলে এবার রাজ্যসভায় কেন্দ্রের  সরকারকে আক্রমণ করলেন সিপিএম সাংসদ জন ব্রিটাস। সিপিআইএম সাংসদ জন ব্রিটাস বলেন, ‘সুপ্রিম কোর্টে কর্ণাটক সরকার জানিয়েছে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে তারা স্কুল কলেজে হিজাব পরার অনুমতি দিচ্ছে না। আমি এই যুক্তি মেনে নিলাম। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবসময় গেরুয়া পোশাক পরে থাকেন, তখন কেন আপত্তি হয় না।’ বিজেপি সরকার হিজাব ইস্যুতে এক গুঁয়েমি দেখানোয়  মুসলিম মেয়েরা অনে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শুধুমাত্র হিজাব নিষেধাজ্ঞার কারণে কর্ণাটকে এক লক্ষ মুসলিম পড়ুয়া স্কুল-কলেজ ছেড়েছে।

ওই সিপিএম সাংসদের আরও বলেন, মুসলিমদের মধ্যে  শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়াদের নিয়ে সাচার কমিটির রিপোর্ট কার্যকর করুক সরকার।

উল্লেখ্য, কর্ণাটকের সরকারি কলেজে হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি  করেছিল সরকার। এই নিষেধাজ্ঞায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এই নিষেধাজ্ঞার বিরোধিতায় পথে নেমে আন্দোলন শুরু করেন মুসলিম পড়ুয়াদের একাংশ। পালটা আসরে নামে হিন্দুত্ববাদীরা। বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। কিন্তু তাতেও রাজ্য সরকার স্কুল-কলেজে হিজাব পরায় নিষেধাজ্ঞার নির্দেশিকা প্রত্যাহার করেনি। আদালতে গিয়েও লাভ হয়নি হিজাব পড়ুয়া ছাত্রীদের।

শ্রোতা/পাঠকবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২

ট্যাগ