মার্চ ০৫, ২০২৩ ১০:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৫ মার্চ রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ভারত থেকে পাইপলাইনে ডিজেল আসছে ১৮ মার্চ-কালের কণ্ঠ
  • ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হয়েছেন ৯ হাজার বাংলাদেশি-ইত্তেফাক
  • ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান- যুগান্তর 
  • ইউক্রেন যুদ্ধ রূপপুরকে ঘিরে যে ভূরাজনৈতিক ঝুঁকির বার্তা দিল-প্রথম আলোর মতামত কলাম
  • অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি-মানবজমিন
  • গরিব দেশগুলোর টুঁটি চেপে ধরেছে ধনীরা, বললেন জাতিসংঘ মহাসচিব : বাবলা-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • আদানিদের প্রতি কৃতজ্ঞ’, কারচুপির অভিযোগ উড়িয়ে প্রশংসায় অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী-আনন্দবাজার পত্রিকা
  • কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বন্ধ হোক, মোদিকে চিঠি মমতা-সহ ৯ নেতার, বাদ কংগ্রেস-সংবাদ প্রতিদিন
  • কফ সিরাপে বিষ! উজবেকিস্তানে শিশুমৃত্যুর পরই দিল্লি থেকে গ্রেপ্তার প্রস্তুতকারক সংস্থার ৩-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ইউক্রেন যুদ্ধ রূপপুরকে ঘিরে যে ভূরাজনৈতিক ঝুঁকির বার্তা দিল-প্রথম আলোর মতামত কলাম

বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে রাশিয়ার ঋণ, প্রযুক্তি ও কারিগরি সহায়তায়। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জ্বালানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদির জন্য বাংলাদেশকে রাশিয়ার ওপর নির্ভর করতে হচ্ছে এবং হবে। কোনো দেশের সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্ক সব সময় একরকম থাকে না। ইউক্রেনের বেশির ভাগ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানানো হয়েছিল সোভিয়েত আমলে, তখন হয়তো রাশিয়ার সঙ্গে যুদ্ধ জড়ানোর কোনো প্রসঙ্গ ছিল না। কিন্তু আজকে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে রাশিয়ার নির্মিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির জন্য কিংবা আধুনিকায়নের জন্য মার্কিন কোম্পানি ওয়েস্টিংহাউসের দ্বারস্থ হতে হচ্ছে ইউক্রেনকে।

বাংলাদেশের সঙ্গে বর্তমানে রাশিয়ার সম্পর্ক যেমন আছে, চিরকাল সে রকম থাকবে, এ রকম আশা করাটা ভুল। ফলে ভবিষ্যতে বিদ্যুৎকেন্দ্রের জীবনচক্রের কোনো একপর্যায়ে বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সরবরাহ থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে যে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না, তার নিশ্চয়তা কে দিতে পারে! শুধু রাশিয়া নয়, দুনিয়ার কোনো দেশের সঙ্গেই আসলে সম্পর্ক সব সময় এক রকম থাকতে পারে না। কাজেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো ঝুঁকিপূর্ণ একটা প্রযুক্তি পুরোপুরি অন্য কোনো দেশের ওপর নির্ভর করে স্থাপন করা কতটা নিরাপদ, সে প্রশ্ন কিন্তু আসেই।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান- যুগান্তর 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যত দ্রুত সম্ভব বিশেষ ও কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ যত দ্রুত শেষ হবে ততই জনগণের জন্য মঙ্গলজনক হবে।

স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) বিকালে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে কাতারের রাজধানী দোহায় এসে পৌঁছেছেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মহাসচিব যত দ্রুত সম্ভব চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে বিশেষ উদ্যোগ নিতে পারেন। তবে তিনি মত দেন যে যুদ্ধ থেকে লাভবান দেশগুলোর উচিত দুর্ভোগ কমাতে অন্য দেশগুলোকে সহায়তা করা।

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় প্রধানমন্ত্রী মিয়ানমারের নাগরিকরা যাতে তাদের স্বদেশে ফিরে যেতে পারে সেজন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান।

ভাসানচরে ৩০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের বিষয়ে তার সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জাতিসংঘ মহাসচিবকে আরও রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করতে সহযোগিতা করার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব উভয়েই একমত হয়েছেন যে, সেখানে রাজনৈতিক অঙ্গনে কোনও পরিবর্তন আসুক বা না আসুক রোহিঙ্গাদের শিগগিরই মিয়ানমারে ফিরে যেতে হবে।

ভারত থেকে পাইপলাইনে ডিজেল আসছে ১৮ মার্চ-কালের কণ্ঠ

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি শুরু হচ্ছে আগামী ১৮ মার্চ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ডিজেল আমদানির কার্যক্রম উদ্বোধন করবেন। বর্তমানে ভারতের শিলিগুড়িতে চলছে ডিজেল সরবরাহের প্রস্তুতি, আর বাংলাদেশের পার্বতীপুরে প্রস্তুত হচ্ছে ডিজেল সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে সময়মতো নির্মাণসামগ্রী আমদানি করতে না পারায় পার্বতীপুরে নতুন ডিপোর কাজ চলতি বছর শেষ হচ্ছে না। সক্ষমতা থাকায় পুরনো ডিপোতেই সংরক্ষণ করা হবে ভারত থেকে আমদানি করা এই ডিজেল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি শুরু হলে একদিকে সাশ্রয় হবে সময়, অন্যদিকে কমবে জ্বালানি পরিবহন ব্যয়।

বিষয়টি নিশ্চিত করে বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ গতকাল শনিবার কালের কণ্ঠকে বলেন, ‘চলতি মাসের ১৮ তারিখ ভারত থেকে ডিজেল আসা শুরু হচ্ছে। প্রথম দিকে এক হাজার টন করে ডিজেল আমদানি করা হলেও ধীরে ধীরে পরিমাণ বাড়ানো হবে। উদ্বোধনের এক সপ্তাহ আগে থেকে পরীক্ষামূলকভাবে পাইপলাইনে ডিজেল আসা শুরু হবে।’

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: নিহত ৬, ঘটনায় তদন্ত কমিটি-মানবজমিন

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গত রাতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য করা হয়েছে পুলিশ সুপারের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (এসিল্যান্ড), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিকে। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ প্ল্যান্ট নামে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণের ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।   

২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হয়েছেন ৯ হাজার বাংলাদেশি-ইত্তেফাক

২০২১ সালে আট হাজার নয়শ বাংলাদেশি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই সময়ে ইউনিয়নের দেশগুলোতে মোট আট লাখ ২৭ হাজার বিদেশিকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মানুষদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান ২১তম।

ইউরোস্ট্যাট জানায়, বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি ২০২১ সালে ইটালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মোট আট হাজার ৯০০ বাংলাদেশির মধ্যে শতকরা ৫৭ দশমিক চার ভাগ ভূমধ্যসাগর তীরের দেশ ইটালির নাগরিকত্ব গ্রহণ করেছেন। 

২০২১ সালে আট হাজার নয়শ বাংলাদেশি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।তাছাড়া দশ দশমিক দুই ভাগ পেয়েছেন স্পেনের নাগরিকত্ব। আট দশমিক আট ভাগ পর্তুগালের এবং আট দশমিক দুই ভাগ ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছেন। বাকিরা ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। 

গরিব দেশগুলোর টুঁটি চেপে ধরেছে ধনীরা, বললেন জাতিসংঘ মহাসচিব : বাবলা-বাংলাদেশ প্রতিদিন 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সর্বগ্রাসী সুদহার ও পঙ্গু করে দেওয়ার মতো জ্বালানির দাম নির্ধারণ করে গরিব দেশগুলোর ‘টুঁটি চেপে ধরেছে’ জ্বালানি কোম্পানি এবং ধনী দেশগুলো। কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলনে উপস্থিত নেতাদের সামনে তিনি এমন মন্তব্য করেন।

আজ (রবিবার) শুরু হতে যাওয়া এই সম্মেলনে ৪০টির বেশি স্বল্পেন্নোত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। এর আগে গতকাল শনিবার উপস্থিত নেতাদের সামনে গুতেরেস বলেন, দুষ্টুচক্রে আটকা পড়া গরিব দেশগুলোর সাহায্যে ধনী দেশগুলোর প্রতি বছর ৫০০ বিলিয়ন ডলার দেওয়া উচিত। এ সময় তিনি বলেন, বর্তমান যে বিশ্বব্যবস্থা বা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা সেটা ধনী দেশগুলোর তৈরি। ধনী দেশগুলোন স্বার্থেই এ ব্যবস্থা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বন্ধ হোক, মোদিকে চিঠি মমতা-সহ ৯ নেতার, বাদ কংগ্রেস-সংবাদ প্রতিদিন

কংগ্রেসকে বাদ দিয়ে নতুন জোট! এক ছাতার তলায় ন’টি বিজেপি বিরোধী দল। যার মধ্যে অন্যতম মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার এবং রাজনৈতিক অস্ত্র হিসাবে কাজে লাগানোর প্রতিবাদে একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন বিরোধী শিবিরের প্রথম সারির ৯ জন নেতানেত্রী। তাৎপর্যপূর্ণভাবে এই ৯ জন নেতানেত্রীর মধ্যে কংগ্রেসের কোনও নেতার নাম নেই।

মোদিকে লেখা চিঠিতে দিল্লির সদ্যপ্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) গ্রেপ্তারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই ৯ নেতানেত্রী। তাঁরা বলছেন, কেন্দ্র সরকার সিবিআই, ইডিকে ব্যবহার করে বিরোধী নেতাদের ফাঁসাচ্ছে। আর বিজেপিতে যোগ দিলে অভিযুক্তরাও ছাড় পেয়ে যাচ্ছেন। উদাহরণ হিসাবে, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মাদের (Himanta Biswa Sarma) নামও তুলে ধরেছেন এই ৯ নেতানেত্রী। একই সঙ্গে তাঁদের অভিযোগ, কেন্দ্রের নিয়োগ করা রাজ্যপালরাও বিরোধীদের দখলে থাকা রাজ্যগুলিকে কাজে বাধা দিচ্ছে। গণতন্ত্রকে ভুলুন্ঠিত করা হচ্ছে। বিরোধীদের চিঠিতে দাবি করা হয়েছে, বাংলা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত উপরাজ্যপালরা কেন্দ্র-রাজ্য বিভেদের মুখ হয়ে দাঁড়াচ্ছে।

কফ সিরাপে বিষ! উজবেকিস্তানে শিশুমৃত্যুর পরই দিল্লি থেকে গ্রেপ্তার প্রস্তুতকারক সংস্থার ৩-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতীয় কফ সিরাপে উজবেকিস্তানে শিশুমৃত্যুর ঘটনায় ওষুধ উৎপাদক সংস্থার তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কফ সিরাপে মাত্রাতিরক্ত ইথিলিন গ্লাইকলের উপস্থিতি মিলেছিল। যা শিশুদের জন্য বিষের কাজ করেছে বলে দাবি ওয়াকিবহাল 

উজবেকিস্তানে ১৮ শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়। সংস্থার কারখানা থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতেই দেখা যায়, পরিমানের তুলনায় ইথিলিন গ্লাইকলের উপস্থিতি মিলেছে। এরপরই মারিয়ন বায়োটেকের ৫ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে CDSCO-র ইন্সপেক্টর। অভিযুক্তদের মধ্যে সংস্থার দুই ডিরেক্টরের নামও ছিল। এরপর সংস্থায় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নয়ডা ফেজ-৩ থানার আইসি বিজয় কুমার জানান ধৃতরা হলেন সংস্থার অপারেশন হেড তুহিন ভট্টাচার্য, ম্যানুফ্যাকচারিং কেমিস্ট অতুল রাওয়াত ও অন্যালিটিক্য়াল কেমিস্ট মুল সিং। তবে সংস্থার দুই ডিরেক্টর জয়া জৈন ও শচীন জৈন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, ভেজাল ওষুধ তৈরিরতে যুক্ত ছিলেন ধৃতরা।

আদানিদের প্রতি কৃতজ্ঞ’, কারচুপির অভিযোগ উড়িয়ে প্রশংসায় অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী-আনন্দবাজার পত্রিকা

অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবটের মুখে শোনা গেল আদানি গোষ্ঠীর প্রশংসা। তিনি জানান, অস্ট্রেলিয়ায় আদানিদের বিনিয়োগের জন্য তিনি ভারতীয় এই শিল্পগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞ। অস্ট্রেলিয়ার উন্নয়নে আদানিদের অবদান রয়েছে বলেও জানিয়েছেন অ্যাবট।

গৌতম আদানির সংস্থার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিয়ে তিনি আরও বলেন, ‘‘যদি সত্যিই কোথাও কিছু গোলমাল থেকে থাকে, তা নিশ্চয়ই কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন। তবে আমি আদানিদের প্রতি কৃতজ্ঞ। ওঁরা অস্ট্রেলিয়ার উপর যে ভাবে ভরসা রেখেছেন, তাতে আমাদের দেশের অনেক উপকার হয়েছে।’’

অস্ট্রেলিয়ায় আদানি গোষ্ঠীর কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে। অ্যাবট জানিয়েছেন, আদানিদের ওই বিনিয়োগের ফলে তাঁদের দেশে কর্মসংস্থান তৈরি হয়েছে, দেশের সম্পদ বৃদ্ধি পেয়েছে। মধ্য কুইন্সল্যান্ডে বরাবর আদানি গোষ্ঠীর বিনিয়োগের পাশে ছিলেন ছিলেন অ্যাবট। গত বছর অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আদানিদের একটি চুক্তি হয়। যার মাধ্যমে সে দেশের কয়লা আদানিদের হাত ধরে ভারতে এসে প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের ঘাটতি মেটাবে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিয়েও আদানিদের প্রশংসা করেছেন অ্যাবট।

পার্সটুডে/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।