মার্চ ২৫, ২০২৩ ১৫:২১ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি- আমি গাজী আব্দুর রশীদ, আমি রেজওয়ান হোসেন এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: শ্রোতাবন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, চলতি ফার্সি বছরে এটাই আমাদের সর্বশেষ চিঠিপত্রের আসর। আর আগামীকাল শুরু হতে যাচ্ছে নতুন ফার্সি বছর ১৪০২। আপনাদের সবাইকে ফার্সি নববর্ষ বা নওরোজের শুভেচ্ছা।

রেজওয়ান হোসেন: নতুন ফার্সি বছরের প্রথম মাসে এবার পবিত্র মাহে রমজানও শুরু হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই মাসে আমরা মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে থাকি। প্রতিবছরের মতো এবারো প্রতিদিনই রমজানের বিশেষ অনুষ্ঠান প্রচার হবে। এ কারণে চিঠিপত্রের আসর, শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনুসহ বেশকিছু অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ থাকবে। তবে ঈদের পর আবারো অনুষ্ঠানগুলো চালু হবে ইনশাআল্লাহ।

গাজী আব্দুর রশীদ: আমাদের শ্রোতাবন্ধুরা রমজানের বিশেষ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করলেও চিঠিপত্রের আসর বন্ধ থাক- তা কখনোই চান না।

আশরাফুর রহমান: বিষয়টি আমরা সবাই জানি। কিন্তু এই পবিত্র মাসটি এলে কিছু অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। তবে শ্রোতাদের মনের কথাগুলো আমরা বেশি করে ওয়েবসাইটের মতামত বিভাগে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনুষ্ঠান বন্ধ থাকলেও শ্রোতারা ইমেইল পাঠানো বন্ধ করবেন না- এ প্রত্যাশা রেখে নজর দিচ্ছি আসরের দিকে। প্রত্যেক আসরের মতো আজও শুরুতেই একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘প্রকৃত বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে আল্লাহকে এক বলে জানে এবং তাঁর আনুগত্য করে।

রেজওয়ান হোসেন: আমরা সবাই হাদিসটির প্রতি বিশেষ গুরুত্ব দেবো এ কামনাই নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে। আর পাঠিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।

তিনি লিখেছেন, “১২ মার্চ রোববার প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ছিল উপভোগ্য ও শিক্ষণীয়। বিশেষ করে নিয়মিত অনুষ্ঠান বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা ছিল চমৎকার। অন্যদিকে সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসরও ছিল অসাধারণ। এতে প্রচার করা হয় ঈশপের কয়েকটি গল্প। অনুষ্ঠানের শুরুতেই ঈশপের পরিচয় তুলে ধরা হয়। ছোটবেলায় ঈশপের গল্প ছিল আমার প্রিয় পাঠ্য বিষয়। ঈশপের গল্প পড়লেও আমি তার জীবন ও কাজ সম্পর্কে কিছুই জানতাম না। আজকের অনুষ্ঠানে তার সম্পর্কে জানতে পেরে খুব ভালো লেগেছে।”

গাজী আব্দুর রশীদ: ঈশপের জীবন ও গল্প দিয়ে সাজানো রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। মতামতের জন্য শাহাদত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন আলমিন সেখ হিরামন।

তিনি লিখেছেন, "২০২২ সালের ১৫ মে তারিখে রেডিও তেহরান শোনা শুরু করেছি। যতই দিন যাচ্ছে নতুন নতুন তথ্য জানতে পারছি। গত ২৭ ফেব্রুয়ারি প্রচারিত প্রিয়জন আসরে রাগকে নিয়ন্ত্রণ করা সম্পর্কে একটি হাদিস শুনেছি। একথা সত্যি যে, যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করল সে পৃথিবীতে জয় করল।"

আশরাফুর রহমান: ভাই আলমিন সেখ হিরামন, রেডিও তেহরান থেকে জ্ঞানার্জন করতে পারছেন জেনে ভালো লাগল। আশা করি নিয়মিত লিখবেন।

বাংলাদেশের  রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, “আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। এ বেতারের একটি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্যকথা যা প্রতি বুধবার শুনতে পাই। সম্প্রতি স্বাস্থ্যকথার একটি পর্বে মৃগী রোগ নিয়ে আলোচনা ও পরামর্শ শুনে ভালো লেগেছে। আমি চারটা রোগ নিয়ে ধারাবাহিক ডাক্তারি পরামর্শ চাই। রোগগুলো হলো- হাঁপানি বা এজমা,  ব্লাড প্রেসার, কোমর ব্যথা বা ব্যাকপেইন এবং গলা ব্যথা।” 

রেজওয়ান হোসেন: ভাই আতাউর রহমান রঞ্জু, আপনার ইমেইলটি আমরা স্বাস্থ্যকথা অনুষ্ঠানের প্রযোজকের কাছে পাঠিয়ে দিচ্ছি। আশা করি তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। চিঠি লিখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

গাজী আব্দুর রশীদ: ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে অজয় কুমার সরকার পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, সমগ্র দুনিয়ায় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, তার থেকে মুক্তির উপায় হচ্ছে 'ধর্মকথা'। একমাত্র ধর্ম‌ই পারে মানব জাতিকে সুপথে চালনা করতে। সেই কারণে অনেক বেতার ধর্মকথা দিয়ে তার অনুষ্ঠান শুরু করে। রেডিও তেহরান তার অন্যতম। প্রতিদিন তেহরান বেতার পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত শোনায়। তার সাথে পাই নিরপেক্ষ বিশ্বসংবাদ, দৈনিক পত্রিকার শিরোনাম ও বিশ্লেষণ, স্বাস্থ্যকথায় বিশেষজ্ঞ ডাক্তারবাবুর অভিমত, শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনু, 'গল্প ও প্রবাদের গল্প', 'নারী: মানব ফুল' এবং 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান'- এসব চমৎকার অনুষ্ঠান শুনতে কখনো ভুল হয় না।

আশরাফুর রহমান: ভাই অজয় কুমার সরকার, রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত আপনার মেইল পাব।

বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে এস এম হৃদয় রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।

রেডিও তেহরানের রংধনু আসরের শিশু-কিশোর শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, "শিশু-কিশোর ছোট্ট বন্ধুরাসহ সবাই রেডিও তেহরানে প্রচারিত রংধনু আসরের মাধ্যমে নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছে এবং শিখছে। রংধনুর গত আসরে ‘গন্ডার ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা’ শীর্ষক পর্বটি আনন্দ ও শিক্ষায় পরিপূর্ণ ছিল। আসরের শেষ পর্যায়ে আব্দুল লতিফ-এর কথা ও সুরে মরমী শিল্পী আবদুল আলিমের গাওয়া ‘দুয়ারে আইসাছে পালকি’ গানটি শিশু শিল্পী জাইমা নূর ও নাবিহা নূরের কণ্ঠে বেশ দারুণ লেগেছে।"

রেজওয়ান হোসেন: ভাই হৃদয় রহমান, রংধনু আসর সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করে চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতাবন্ধুর সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।  

আশরাফুর রহমান: আসরের পরের মেইলটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধানচন্দ্র সান্যাল। 

তিনি লিখেছেন, "১০ মার্চ রাতে, চীন, সৌদি আরব এবং ইরান বেইজিংয়ে একটি ত্রিপক্ষীয় যৌথ বিবৃতি জারি করেছে। এই বিবৃতিতে বলা হয়, সৌদি আরব এবং ইরান একটি চুক্তিতে পৌঁছেছে, উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন, দুই মাসের মধ্যে দূতাবাস এবং প্রতিনিধি অফিস পুনরায় চালু, রাষ্ট্রদূত বিনিময়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ব্যবস্থা এবং আলোচনা ইত্যাদি বিষয়ে সম্মত হয়েছে।  বেইজিংয়ে সৌদি-ইরান আলোচনার ফলাফলকে স্বাগত জানিয়েছে ইরাক, ওমান ও লেবাননসহ বেশ কয়েকটি দেশ এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।"

রেজওয়ান হোসেন: চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যকার কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি সারাবিশ্বে সাড়া ফেলে দিয়েছে। সমসাময়িক বিষয়টি নিয়ে লিখার জন্য বিধান চন্দ্র সান্যাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হয়েছেন ৯ জন। আজকের আসরে আমরা ওই প্রতিযোগিতায় এ ক্যাটাগরিতে বিজয়ী 'ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব ঢাকা'র প্রেসিডেন্ট মোঃ সোহেল রানা হৃদয়ের লেখার কিছু অংশ তুলে ধরব। তিনি লিখেছেন,

গাজী আব্দুর রশীদ: রেডিও তেহরানে প্রথম কোন বিষয় নিয়ে লিখেছিলাম তা সঠিক মনে নেই। তবে চিঠি লেখার ২৫ দিনের মধ্যেই আমার গ্রামের বাড়ীর ঠিকানায় একটি চিঠি আসে রেডিও তেহরান থেকে। সে দারুণ এক শিহরণ। আমি আজও সেই স্মৃতিময় ক্ষণ ভুলতে পারি না। আমার স্পষ্ট মনে আছে- রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে একদিন আমার নামে আসা একটি খাম আমার বাবা খুলে কয়েকটি ম্যাগাজিন পেয়ে তা কয়েকদিন ধরে পড়ে আমাকে জানিয়েছিল সেগুলোতে কী লেখা আছে। কারণ আমার তখন সবগুলো ম্যাগাজিন পড়া সম্ভব ছিল না ক্লাসের পড়ার জন্য। আমার বাবা খুব যত্মে আমার নামে আসা চিঠিপত্রগুলো গুছিয়ে রাখতেন। আমার অবসর সময়ে সেগুলো আমাকে পড়তে দিতেন।"  

আশরাফুর রহমান: রেডিও তেহরান শোনার চমৎকার একটি স্মৃতি তুলে ধরেছেন সোহেল রানা হৃদয় ভাই। তার পুরো লেখাটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে, আগ্রহীরা পড়ে নিতে পারেন।

আজকের আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদোপোতা থেকে। আর পাঠিয়েছেন সহিদুল ইসলাম।

তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নবীন  শ্রোতা ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা শুরু করি এবং এখন নিয়মিত শুনে আসছি আমার কাছে  রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান খুবই ভালো লাগে গত ৭ই মার্চ তারিখে পবিত্র শবে বরাত ও ইমাম মাহদী (আ.)-এর জন্ম বার্ষিক উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আমার ভীষণ ভালো লেগেছে ৷ সুন্দর এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি          

রেজওয়ান হোসেন: ভাই সহিদুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে চিঠি লিখার জন্য।

শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের নির্ধারিত সময় প্রায় ফুরিয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। গানটি লিখেছেন অরুন তালুকদার। আর গেয়েছেন কণ্ঠশিল্পী আশিক।

গাজী আব্দুর রশীদ: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

ট্যাগ