এপ্রিল ০৬, ২০২৩ ১৮:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৬ এপ্রিল বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত নিয়ে বিপাকে এনবিআর-প্রথম আলো
  • রাজধানীর গাউছিয়া মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা-ইত্তেফাক
  • বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় হামলা-কাজে বাধা; ৩০০ জনের নামে মামলা- বাংলাদেশ প্রতিদিন
  • শ্রম প্রতিমন্ত্রীর আহ্বান ১০ এপ্রিল বেতন, ২৫ রোজার আগে বোনাস-কালের কণ্ঠ
  • আগাম ভোটের প্রশ্নই আসে না: সিইসি-মানবজমিন
  • বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দায় সরকারের: ফখরুল-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • দেশের জনবিন্যাস বদলে গেলে সংবিধানের অস্তিত্বই থাকবে না’, আশঙ্কা মাদ্রাজ হাই কোর্টের বিচারপতির-সংবাদ প্রতিদিন
  • ‘ইডি-সিবিআই জেলে গিয়ে অত্যাচার করছে, বিভিন্ন নাম বলতে বাধ্য করছে- আনন্দবাজার
  • মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. সাবের হোসেন চৌধুরী এমপি'র কূটনৈতিক পাসপোর্ট বাতিল- এমন খবর দিয়েছে দৈনিক মানবজমিন। কেন এবং কী কারণে এই ঘটনা- কী মনে হয় আপনার?

২. সাত বছর পর অনুষ্ঠিত হলো ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক। এ বৈঠকও হয়েছে চীনে। কী বলবেন আপনি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত নিয়ে বিপাকে এনবিআর-প্রথম আলো

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ নিয়ে বিপাকে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্ক-কর আদায়ে প্রবৃদ্ধি যখন কমে গেছে, তখন আইএমএফের শর্ত মেনে আগামী অর্থবছরে নিয়মিত শুল্ক-কর আদায়ের অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকার মতো সংগ্রহ করতে হবে। কমাতে হবে কর ছাড়। তাই এনবিআর এখন কর আদায় বাড়াতে নতুন নতুন উপায় খুঁজছেন শুল্ক-কর কর্মকর্তারা।  আইএমএফের যেসব শর্ত পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে এনবিআরকে, সেসব শর্ত এসেছে গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের জন্য অনুমোদন করা ৪৭০ কোটি ডলার ঋণের অংশ হিসাবে। অন্যান্য খাতের পাশাপাশি এনবিআরের জন্য সময় ধরে শর্ত দেওয়া হয়েছে।

রাজধানীর গাউছিয়া মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা-ইত্তেফাক

রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) মার্কেটটি পরিদর্শন শেষে এ কথা জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনএসআই এবং ডিজিএফআই।

আগাম ভোটের প্রশ্নই আসে না: সিইসি-মানবজমিন

ব্যালট বা ইভিএম কোনো পদ্ধতিতেই শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ব্যালট পেপার বা ইভিএমে ভোট করার চেয়েও ভোটে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল নির্বাচনে এলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।তিনি বলেন, ব্যালট পেপারে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চেয়ে ইভিএম বেশি নিরাপদ। ইভিএমে কারচুপি বন্ধ করা সহজ। তিনি আরও বলেন, আগাম নির্বাচন হবে না। রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগাম ভোটের প্রশ্নই আসে না।

সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা, প্রশ্ন টাকা পাচারের জবাবদিহি কে করবে?-যুগান্তর

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ টাকা পাচারের জবাবদিহি কে করবে- সংসদে এ প্রশ্ন রেখে অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘মন্ত্রী (আ হ ম মুস্তফা কামাল) এখানে (সংসদ) থাকেন না। কোন মন্ত্রীর কী দায়িত্ব, সেটাও তিনি জানেন না। কে কী কাজ করেন, তার কোনো জবাবদিহিও নেই। ব্যাংকের যেমন জবাবদিহি নেই, মন্ত্রীদেরও জবাবদিহি নেই।’ ব হস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

কোথাও জবাবদিহি না থাকলে দেশ কিভাবে চলবে- এমন প্রশ্ন রেখে এই সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী ব্যাংকের লাইসেন্স দেন। সেটা কিভাবে চলবে, তা ঠিক করবে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ। তাদের জবাবদিহির মধ্যে আনতে হবে।’

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

বকেয়া মেটাচ্ছেন না কেন? সংসদে তৃণমূলের প্রশ্নবাণে প্রবল অস্বস্তিতে গিরিরাজ-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ফের তৃণমূলের প্রশ্নের মুখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা হতেই আচমকা তাঁকে ঘিরে ধরেন তৃণমূল সাংসদরা। যদিও বকেয়া নিয়ে তৃণমূল সাংসদদের বিশেষ কোনও আশ্বাসবাণী শোনাতে পারেননি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী।

দেশের জনবিন্যাস বদলে গেলে সংবিধানের অস্তিত্বই থাকবে না’, আশঙ্কা মাদ্রাজ হাই কোর্টের বিচারপতির-সংবাদ প্রতিদিন

দেশের জনবিন্যাস (Demography) যদি বদলে দেওয়া হয়, তাহলে ভারতীয় সংবিধানও তার অস্তিত্ব হারিয়ে ফলবে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন মাদ্রাজ হাই কোর্টের (Madras HC) বিচারপতি জি আর স্বামীনাথন। যদিও নিজের বক্তব্যকে তিনি বিশদে ব্যাখ্যা করেননি। তবে একথাও তাঁকে বলতে শোনা গিয়েছে, সংবিধান ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব বজায় রাখতে পারবে যতক্ষণ দেশের ঐতিহ্য ও ধর্মের অধীনে থাকা মানুষরা এক থাকেন।

‘অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ’, চিনকে তোপ দেগে দিল্লির পাশে আমেরিকা-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, অরুণাচল প্রদেশকে (Arunachal Pradesh) নিজের ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করেছে চিন (China)। এবার সেই দাবির তীব্র বিরোধিতা করে বিবৃতি জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের ১১টি অঞ্চলের নামকরণ করে নির্দেশিকা প্রকাশ করে চিন। ভারত এহেন আচরণের তীব্র প্রতিবাদ করতেই পালটা দিয়ে বেজিংয়ের তরফে জানানো হয়, সার্বভৌম রাষ্ট্র হিসাবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তাদের। এবার সেই দাবির বিরোধিতা করে সরব হল হোয়াইট হাউস।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তরের প্রেস সেক্রেটারি বলেন, “ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছে চিন। রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর জানে, ওই এলাকা আসলে ভারতেরই অংশ। কোনও একটি শক্তি যদি একতরফাভাবে ওই এলাকার নামকরণ করে দখলদারির চেষ্টা করে, তার তীব্র বিরোধিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আরও একাধিক বিষয়ের পাশাপাশি এই প্রসঙ্গেও দীর্ঘদিন ধরেই আমরা এই মত পোষণ করে আসছি।”

চিনের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়, ‘ওই অঞ্চলটি তিব্বতেরই দক্ষিণের ঝানগান প্রদেশের অংশ।’যে ১১টি অঞ্চলের নামকরণ করেছে চিন তার মধ্যে রয়েছে দু’টি ভূমি অঞ্চল, দু’টি আবাসিক এলাকা, পাঁচটি পর্বত শৃঙ্গ এবং দু’টি নদী। চিনের এহেন পদক্ষেপ প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা করে বিবৃতি দেয় ভারত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, “চিন সংক্রান্ত রিপোর্ট দেখেছি। আগেও এরকম আচরণ করেছে চিন। আমরা এই রিপোর্ট প্রত্যাখান করছি।”

মঙ্গলবারই ভারতের তরফে জানানো হয়, অরুণাচল প্রদেশ ভারতের অংশ। সেই অঞ্চল নিয়ে চিনের এহেন আচরণ প্রত্যাখ্যান করছে ভারত। তারপরেই সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং। সাফ জানিয়ে দেন, “জাংনান চিনেরই অবিচ্ছেদ্য অংশ। তাই প্রশাসনিক কাজের সুবিধার জন্য চিনের সরকার কয়েকটি এলাকার নামকরণ করেছে। সার্বভৌম রাষ্ট্র হিসাবে এই কাজ করার অধিকার রয়েছে চিনের।” প্রসঙ্গত, অরুণাচল প্রদেশকে জাংনান বলেই উল্লেখ করে চিন। 

•    কোনও একটি শক্তি যদি একতরফাভাবে ওই এলাকার নামকরণ করে দখলদারির চেষ্টা করে, তার তীব্র বিরোধিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

•    চিনের এহেন পদক্ষেপ প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা করে বিবৃতি দেয় ভারত।

•    সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং। সাফ জানিয়ে দেন, “জাংনান চিনেরই অবিচ্ছেদ্য অংশ।"

মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ-গণশক্তি

হাজরা মোড়ে মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ। এসএসসির মতো মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের যোগ্য চাকরি প্রার্থীরা একাধিক বার মুখ্যমন্ত্রীর দারস্থ হয়ে বঞ্চনার কথা জানাতে চেয়েছে। কিন্তু কোন বার তাদের সাথে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দেখা করা হয়নি। 

এর পূর্বে একাধিক বার হাজরা মোড় থেকে টেঁনে হিঁচড়ে মাদ্রাসা চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করেছে পুলিশ।প্রায় ৯ বছরের বঞ্চনার স্বীকার মাদ্রাসার যোগ্য চাকরি প্রার্থীরা।

‘ইডি-সিবিআই জেলে গিয়ে অত্যাচার করছে, বিভিন্ন নাম বলতে বাধ্য করছে-আনন্দবাজার পত্রিকা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে ‘চাপ’ দিচ্ছেন তদন্তকারীরা, এই অভিযোগ তুলে আদালতের বিচারককে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন কুন্তল ঘোষ। এ বার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির প্রাক্তন এই যুবনেতার আইনজীবীও ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে একাধিক ‘গুরুতর’ অভিযোগ করলেন। তাঁর অভিযোগ, ইডি এবং সিবিআই জেলে গিয়ে তল্লাশি করার সময় তাঁর মক্কেল কুন্তলের উপর ‘অত্যাচার’ করছে। কুন্তলকে দিয়ে বিভিন্ন নাম বলানোর জন্য কিছু প্রভাবশালী তদন্তকারীদের উপর ‘চাপ’ দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। তবে এই ‘প্রভাবশালী’ কারা, তা নির্দিষ্ট করে বলেননি কুন্তলের আইনজীবী।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

ট্যাগ