এপ্রিল ১২, ২০২৩ ১৬:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১২ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা বৃহস্পতিবার-প্রথম আলো
  • বিবেকের কণ্ঠস্বরের বিদায়-মানবজমিন
  • মশা দমনে ৩০ বছর আগের কোরিয়ান প্রযুক্তি আনছে ডিএনসিসি-ইত্তেফাক
  • গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টি নামবে কবে?-কালের কণ্ঠ
  • ডা. জাফরুল্লাহর দাফন হবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি-যুগান্তর
  • প্রতি পরিবারের মাসিক আয় বেড়ে ৩২ হাজার ৪২২ টাকা : পরিসংখ্যান ব্যুরো-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • ‘অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে ইডি-সিবিআই!’ কলকাতা পুলিশের দ্বারস্থ ধৃত কুন্তল-আনন্দবাজার পত্রিকা
  • অতিচালাকি বরদাস্ত নয়’, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের অভিযোগে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়-সংবাদ প্রতিদিন
  • মমতার আইনজীবীকে জেরা করতে পারবে ইডি-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। না ফেরার দেশে চলে গেছেন গতকাল। শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা বৃহস্পতিবার তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। 

চলে গেলেন  ডা. জাফরুল্লাহ চৌধুরী

আজকের বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর প্রধান খবর মহান এই ব্যক্তির না ফেরার দেশে চলে যাওয়ার বিষয়টি। বহু ঋদ্ধ মানুষ তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছন। দৈনিকগুলোতে প্রকাশিত কিছু শিরোনাম তুলে ধরছি।

মানবজমিনের শিরোনাম-ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, ডা. জাফরুল্লাহ বাংলাদেশের এক নতুন পরিচয় উন্মোচন করে দিয়ে গেছেন। মহিউদ্দিন আহমদ বলেছেন,যতদূর জানি তার কোনো ব্যক্তিগত সম্পদ নেই। জিএম কাদের বলেছেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শূন্যতা পূরণ হবার নয়। দৈনিকটির একটি গুরুত্বপূর্ণ শিরোনাম- বিবেকের কণ্ঠস্বরের বিদায়। এতে লেখা হয়েছে, থেমে গেলো আরেকটি বিবেকি কণ্ঠ। চলে গেলেন মহান মুক্তিযুদ্ধের আরো এক কিংবদন্তী। দল-মত নির্বিশেষে সব মানুষের জন্য মুক্তকণ্ঠ হয়ে উঠা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ডা. জাফরুল্লাহ আজীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন।

ডা. জাফরুল্লাহর দাফন হবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি-বলে খবর এসেছে যুগান্তরে। এতে লেখা হয়েছে, তাকে সমাহিত করা হবে, নাকি দেহদান করা হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। পরিবারের সদস্যরা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এবং শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আলতাফুন্নেসা।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। একই সঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাঁকে সম্মান জানানো হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর চৌধুরী প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার (১৪ এপ্রিল) শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শেষকৃত্যের কী হবে, কাল কেন্দ্রীয় শহীদ মিনারে তা জানা যাবে বলেও জানান তিনি।

গতকাল মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তাঁর।

ডা. জাফরুল্লাহ বাংলাদেশের এক নতুন পরিচয় উন্মোচন করে দিয়ে গেছেন-ড.মুহাম্মদ ইউনূস- মানবজমিনের শিরোনাম

ডা. জাফরুল্লাহ আমাদের ছেড়ে চলে গেলেন। পত্রিকায় তার বড় বড় দাবিগুলি আমরা আর দেখবো না। তার অসুখের খবরও আর আমরা কদিন পরপর দেখবো না। তিনি দেশের কাছে একটা স্থায়ী স্মৃতি হিসেবে থেকে যাবেন।

ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহকে আমরা একেকজন একেকভাবে মনে রাখবো। যেহেতু তাঁর বহু পরিচয়। তবে সব কিছু ছাপিয়ে আমার কাছে তার যে পরিচয় ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে থাকবে সেটা হলো ডা. জাফরুল্লাহ সদ্য ভূমিষ্ঠ বাংলাদেশের নতুন পরিচিতির রূপরেখা তৈরি করে দিয়ে গেছেন। যে-বাংলাদেশের পরিচয় তিনি উন্মোচন করে দিয়ে গেছেন সে বাংলাদেশ কোনো বাধা মানে না। সে-বাংলাদেশ পুরনোর কোনো আবরণে ঢাকা পড়তে নারাজ। সে-বাংলাদেশ নিজের রাস্তা নিজের মতো করে বের করে নেবার সন্ধানে ছুটতে জানে। তার আত্মবিশ্বাস নক্ষত্রছোঁয়া।

তরুণ জাফরুল্লাহ এককভাবে ছুটে গেছেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে।কে কি সিদ্ধান্ত নিচ্ছে, কি হিসাব মিলাচ্ছে, কি ব্যাখ্যা দিচ্ছে কোনো কিছুর ধার ধারেননি তিনি। নিজেই নিজের ভূমিকা ঠিক করে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। রণাঙ্গনে ফিল্ড হাসপাতাল লাগবে? তাই হবে। কী আছে কী নাই তার হিসাবের অপেক্ষায় কিছুই আটকে থাকবে না। জাফরুল্লাহ বাধা মানতে জানেননি কখনো। তিনি তাঁর পেশাকে অবলম্বন করে যাত্রা শুরু করেছেন কিন্তু পেশার মধ্যে সীমাবদ্ধ থাকেননি মোটেই। গণস্বাস্থ্য কেন্দ্র করেছেন কিন্তু নিশ্চিত করেছেন রোজ ভোরে কেন্দ্রের সবাইকে নিয়ে ক্ষেতে চাষ করা। গণস্বাস্থ্য কেন্দ্রের সকল স্তরের সিকিউরিটির জন্য প্রহরী দিলেন মহিলাদের। কোনো পুরুষকে এ কাজে নেয়া হয়নি। তাঁর গাড়িতে সার্বক্ষণিক মহিলা ড্রাইভার। ঢাকা সাভার সারা দেশ চষে বেড়িয়েছেন তাঁর মহিলা ড্রাইভার নিয়ে। সমালোচনা হচ্ছে? জাফরুল্লাহকে কোনো সমালোচনা কাবু করতে পারেনি।

গরিব মানুষের কাছে সুলভে উচ্চমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া তাঁর কর্মকাণ্ডের মূল সুর ছিল। এটা করতে স্বাস্থ্যসেবা বলতে কী বুঝায় সেটাও তিনি নির্ধারণ করে দিয়ে গিয়েছেন তাঁর প্রতিটি পদক্ষেপের মাধ্যমে। নিজে ডায়ালিসিসের রোগী হয়ে আবিষ্কার করলেন এক বিরাট অভাবের ক্ষেত্র। অসুস্থ হয়ে যখন তিনি সাপ্তাহিক তিনবার ডায়ালিসিস করছেন তখন উদ্যোগ নিলেন ডায়ালিসিস সেন্টার প্রতিষ্ঠার জন্য। না, নিজের সুবিধার জন্য নয় গরিব মানুষকে অত্যন্ত সুলভ মূল্যে- ডায়ালিসিস করার সুযোগ দেবার জন্য। এটা ছিল এক কঠিন কাজ। কিন্তু তাঁর অসুখ এবং রাজনৈতিক দায়িত্ব পালনের সঙ্গে একাজটা সুসম্পন্ন করে দিয়ে গেছেন।

স্বাস্থ্যসেবা বলতে কি বুঝায় সেটা ডাক্তার তৈরি করা থেকে শুরু করে ঔষধ উৎপাদন ও বিক্রি, রোগীর সেবা আগাগোড়া সব কিছুই নিজের বিশ্বাসের ওপর গড়ে তোলা কাঠামো দিয়ে তৈরি করে গেছেন। স্রোতের বিপরীতে যাওয়া যে কত কঠিন কাজ সেটা জীবনের প্রতিদিন তিনি অনুভব করেছেন কিন্তু তা থেকে কিছুই তাঁকে বিচ্যুত করতে পারেনি।

Image Caption

তাঁর নিজের বিশ্বাসের উপর ভিত্তি করে তিনি রচনা করে দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের কঠিন সব নিয়ম। কোনো ধূমপায়ীকে এখানে চাকরির জন্য দরখাস্ত করার উপযুক্ত বলে বিবেচনা করা হবে না। তিনি গাছ বাঁচানোর উদ্দেশ্যে নিজেদের ফার্ণিচার তৈরি করার জন্য একটা কারখানা স্থাপন করলেন। ফাইবার গ্লাসের ফার্ণিচার তৈরি হবে। বাইরের কেউ ফার্ণিচার তৈরি করতে চাইলে সাগ্রহে তা করে দেবেন। কারখানার বৈশিষ্ট্য হলো সকল কর্মচারী-শ্রমিক, ব্যবস্থাপকবৃন্দ সবাই মহিলা। এর ব্যতিক্রম করা যাবে না। আমরাও আমাদের জন্য ফাইবার গ্লাস ফার্ণিচার তৈরি করে নিলাম এই কারখানা থেকে।

যেসব কাজ নিয়ে জাফরুল্লাহ তাঁর জীবন কাটিয়ে দিয়েছেন তার তালিকা করলে তালিকাটি দীর্ঘ হবে। কিন্তু আমি এই তালিকার দৈর্ঘ নিয়ে যতটা অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি এটা দেখে যে প্রত্যেকটা কাজ তিনি ভিন্নভাবে তাঁর নিজস্ব নিয়মে করেছেন।

অবলীলাক্রমে পুরনো নিয়ম ভাঙ্গার এবং নতুন নিয়ম গড়ার অজানা নিয়ম চালু করার এক অপূর্ব শিল্পী ডা. জাফরুল্লাহ আমাদের ছেড়ে চলে গেছেন। জাতি চিরদিনের জন্য তাঁর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবে।

‘কাজ শেষ আমাকে বাঁচায়েন’ যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ‘আমি আপনাদের জন্য কাজ করেছি। কাজ শেষ। আমাকে বাঁচায়েন।’-এটা কোনো সুপারহিট বাংলা নাটক বা সিনেমার সংলাপ নয়। টাঙ্গাইলের আলোচিত আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম নিক্সনকে হত্যার পর ঘাতক সুমনের নয় শব্দের একটি খুদেবার্তা।

টাঙ্গাইলের আলোচিত সংসদ-সদস্য তানভীর হাসান ছোট মনির, তার পিএস মির্জা আসিফ মাসুদ ও জনৈক কাদের চেয়ারম্যানের কাছে সুমন এই বার্তা পাঠায়। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া সুমন গ্রেফতারের পর আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর ও স্পর্শকাতর এই তথ্য ফাঁস করেছে। মামলার তদন্ত করে থানা ও ডিবি পুলিশ আদালতে যে অভিযোগপত্র জমা দিয়েছে তার কপিসহ পুরো ‘ডকেট’ ঘেঁটে জানা গেছে এ তথ্য।

ডকেটের তথ্য-উপাত্ত বিশ্লেষণে জানা গেছে, রাজনৈতিক কারণেই নিক্সনকে খুনের পরিকল্পনা করা হয়। ছয় লাখ টাকার চুক্তিতে কিলিং মিশন বাস্তবায়ন করে প্রভাবশালীদের ঘনিষ্ঠ ভাড়াটে খুনি চক্র। 

প্রসঙ্গত, কিশোরী ধর্ষণকাণ্ডে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনি’র বিরুদ্ধে মামলা হওয়ার পর দুই সহদোরের অপকর্ম সম্পর্কে এলাকার মানুষ মুখ খুলতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় নিক্সন হত্যা মামলায় চেপে রাখা চাঞ্চল্যকর অনেক তথ্য সামনে আসছে। হত্যাকাণ্ডটি ২০২০ সালে ঘটলেও স্থানীয় জনগন মনে করছে বিষয়টি এখনো প্রাসঙ্গিক। তারা যে কত ধরনের অপরাধ করে পার পেয়ে যাচ্ছে এটা তার বড় প্রমাণ। প্রমাণ থাকার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। যে কারণে তাদের অপরাধের মাত্রা বেড়েই চলেছে। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় জড়িয়ে টাঙ্গাইলের আরেক আলোচিত পরিবারের দুই ভাই গ্রেফতার হওয়ার পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে দুই সহোদর বড় মনি ও ছোট মনির। 

নিক্সন হত্যাকাণ্ডের বিষয়ে অপরাধ বিশেষজ্ঞরা বলেছেন, ঘাতক সুমনের পাঠানো ছোট এই খুদেবার্তা হত্যা পরিকল্পনাকারীদের মধ্যে যে গভীর সম্পর্ক আছে তার ইঙ্গিত করে। এই খুদেবার্তার সূত্র ধরে সুষ্ঠু তদন্ত হলে পরিকল্পনাকারীদের চিহ্নিত করে হুকুমের আসামি করা যাবে। একটি তদন্ত সংস্থায় কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এই জবানবন্দি ও নথি দেখেন। নথি বিশ্লেষণ করে তিনি বলেন, ‘যাদের কাছে খুদেবার্তা পৌঁছেছে তারা যে খুনের পরিকল্পনার সঙ্গে জড়িত তা স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু সন্দেহের তির সংসদ-সদস্যের দিকে থাকায় হয়তো তদন্ত সেদিকে এগোতে পারেনি। যদি সাধারণ কোনো মানুষের সম্পর্কে ১৬৪ ধারায় জবানবন্দিতে এমন তথ্য আসত তাহলে অবশ্যই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হতো।’ এ প্রসঙ্গে কথা বলার জন্য সংসদ-সদস্য তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে যোগাযোগের জন্য এ প্রতিবেদক মঙ্গলবার দিনভর চেষ্টা করেন। কিন্তু তিনি ফোন ধরে কথা বলেননি। তার মোবাইল ফোনের অ্যাপসে সুনির্দিষ্ট প্রশ্ন পাঠানো হলে, তিনি তা দেখলেও জবাব দেননি। এরপর থেকে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত দফায় দফায় ফোন দিলেও তিনি সাড়া দেননি। 

গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টি নামবে কবে?-কালের কণ্ঠ

গত কয়েক দিন ধরে সারা দেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়েছে উঠেছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। আজ বুধবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় ৮ মাস কারাগারে জগন্নাথের শিক্ষার্থী খাদিজা-প্রথম আলো

ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় প্রায় আট মাস ধরে কারাগারে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। বিচারিক আদালতে দুবার ওই শিক্ষার্থীর জামিন আবেদন নাকচ হয়। পরে গত ফেব্রুয়ারিতে হাইকোর্ট তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি।

খাদিজাতুল কুবরার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর জামিন দেন হাইকোর্ট। তবে চেম্বার বিচারপতি ওই আদেশ স্থগিত করেন। এ নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালে অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় আলাদা দুটি মামলা করে পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে করা দুটি মামলার এজাহারের অভিযোগ এবং বর্ণনা প্রায় একই রকম।

এদিকে, ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় সরকার।’

মশা দমনে ৩০ বছর আগের কোরিয়ান প্রযুক্তি আনছে ডিএনসিসি-ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, মশা দমনে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ম্যানুয়াল পদ্ধতির চেয়ে বেশ কার্যকর অত্যাধুনিক ভেকল মাউন্টেন এ স্প্রে মেশিন, যা ৩০ বছর আগে প্রয়োগ করে সফল হয়েছে দক্ষিণ কোরিয়া। আর সেই পদ্ধতিই কাজে লাগাতে চাচ্ছে উত্তর সিটি করপোরেশন। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘৩০ বছর আগেও দক্ষিণ কোরিয়ায় প্রচুর মশা ছিল। কিন্তু তারা অটোমেশন ও ম্যাকানাইজ পদ্ধতির মাধ্যমে এটি মোকাবেলা করেছে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

‘অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে ইডি-সিবিআই!’ কলকাতা পুলিশের দ্বারস্থ ধৃত কুন্তল-আনন্দবাজার পত্রিকা

Image Caption

 

তাঁর মুখ দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নিতে চাইছেন তদন্তকারীরা। তাঁকে চাপ দেওয়া হচ্ছে। এই অভিযোগ নিয়ে এ বার কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর অভিযোগ সিবিআই এবং ইডির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে অভিযোগ করেছেন কুন্তল। সেই অভিযোগ হেস্টিংস থানায় পৌঁছে দেওয়া হয়েছে।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বহিষ্কৃত তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপই গ্রহণ করতে পারবে না পুলিশ। নিম্ন আদালতও এই বিষয়ে কিছু করতে পারবে না। বুধবার একটি অন্তর্বর্তিকালীন নির্দেশে এমনই জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, অতিচালাকি বরদাস্ত নয়! 

মমতার আইনজীবীকে জেরা করতে পারবে ইডি-গণশক্তি

অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ, রাজ্য সরকারি প্যানেলভুক্ত আইনজীবী সঞ্জয় বসুর বিরুদ্ধে অর্থ নয়ছয়ের তদন্ত চালিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এমনকি প্রয়োজনে তাঁকে জেরাও করতে পারবে ইডি। তবে বাড়িতে গিয়ে তল্লাশি চালানো বা কোনও জিনিস বাজেয়াপ্ত করার মতো কিছু করতে পারবে না তদন্তকারী সংস্থা। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বাংলার মিড ডে মিলে ১০০ কোটির গরমিল! কেন্দ্রীয় কমিটির রিপোর্ট ওড়াল তৃণমূল-সংবাদ প্রতিদিন

বাংলার মিড ডে (Mid Day Meal) মিলে ব্যাপক দুর্নীতির হদিশ! কেন্দ্রের কাছে জমা পড়া রিভিউ কমিটির রিপোর্ট ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। রিভিউ কমিটির রিপোর্ট অনুযায়ী, ১৬ কোটি মিড ডে মিলের হিসেব নেই। যার দরুণ অন্তত ১০০ কোটি টাকার গরমিল ধরা পড়েছে। ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই গরমিল ধরা পড়েছে বলে খবর। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২

 

ট্যাগ