মে ০২, ২০২৩ ১৫:০৭ Asia/Dhaka

সুপ্রিয় শ্রোতা ভাই-বোন ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.) বলেছেন, "দামি পোশাক-পরিচ্ছদ বা অলঙ্কার প্রকৃত সৌন্দর্য নয়, বরং প্রকৃত সৌন্দর্য হল জ্ঞানী হওয়া ও আদব বা শিষ্টতার অধিকারী হওয়া"

আকতার জাহান: খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা সবাই যেন জ্ঞানী ও শিষ্টতার অধিকারী হতে পারি- এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আজকের আসরের অধিকাংশ চিঠিই পবিত্র ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে। প্রথম চিঠিটি পাঠিয়েছেন এসএম নাজিম উদ্দিন, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। তিনি লিখেছেন, 

নাসির মাহমুদ: "পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 'ঈদের খুশি' অনুষ্ঠানটি উপভোগ করলাম। অনবদ্য পরিবেশনা, বর্ণনা, সাক্ষাৎকার, গান সব মিলিয়ে একটি জমজমাট অনুষ্ঠান শুনে অসাধারণ মুগ্ধতায় মন প্রাণ ভরে গেল।  প্রথম পর্বের অনুষ্ঠানে শৈশবের ঈদ আর বর্তমানের ঈদ উদযাপন নিয়ে বাংলাদেশের ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক এবং সাইকোসোস্যাল কাউন্সেলর নাসিমা বেগম ঝুনুর সাক্ষাৎকারটি ছিল একটি বাস্তব চিত্র। অনুষ্ঠানটি এত সুন্দর করে তৈরি করার জন্যে আশরাফুর রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।"

আশরাফুর রহমান: কুয়েত থেকে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ'-এর সাধারণ সম্পাদক শাহজালাল হাজারী ভাই একই অনুষ্ঠান সম্পর্কে লিখেছেন, "ঈদুল ফিতরের আনন্দের মাত্রাকে বাড়িয়ে দিতে রেডিও তেহরান থেকে প্রচারিত দুই পর্বের বিশেষ অনুষ্ঠানের প্রথম পর্ব শুনলাম' যা ভীষণ ভালো লেগেছে। ঈদ উৎসব কেমন হওয়া উচিত, ঈদের দিনে আমাদের কর্তব্য কী, ঈদের প্রকৃত শিক্ষা কেমন- প্রভৃতি বিষয় অত্যন্ত যত্নসহকারে সুন্দর ও সাবলীল ভাষায় প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানটিতে।

আকতার জাহান: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদোপোতার শ্রোতা সহিদুল ইসলাম লিখেছেন, "পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 'ঈদের খুশি'  নামক অনুষ্ঠানটি আমার খুবই ভালো লেগেছে। এই অনুষ্ঠানটি ছিল শিক্ষণীয় জ্ঞানসমৃদ্ধ ও আনন্দময় এবং হৃদয়স্পর্শী। এই রকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান কেবলমাত্র রেডিও তেহরানই প্রচার করে। আর এ কারণেই রেডিও তেহরান বাংলাভাষী মানুষের হৃদয় জয় করে নিয়েছে।"

নাসির মাহমুদ: ঈদের বিশেষ অনুষ্ঠানের দুটি পর্ব সম্পর্কেই মতামত জানিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদীর সভাপতি মোঃ হোসাইন মুসা।

তিনি লিখেছেন, "পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠানের ২য় পর্বটি শুনে আমার খুব কষ্ট লেগেছে। অনুষ্ঠানে প্রবাসীদের ঈদ উদযাপনের কষ্টদায়ক সাক্ষাৎকার ও বাস্তবমুখী গানগুলিও ছিল হৃদয় স্পর্শ করার মতো। প্রবাসীরা দেশে পরিবার-পরিজন রেখে কতইনা কষ্ট করে কাজ করে সংসার ও দেশকে টিকিয়ে রাখছেন। অথচ তারা প্রবাসে ঈদ উদযাপন করছেন সীমাহীন কষ্ট সহ্য করার মাধ্যমে। অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে, এক প্রবাসী ভাই তার মেয়ে জন্মের ৮ বছরেও মেয়ের সাথে কোনদিন ঈদ উদযাপন করতে পারেননি। এমন বেদনাদায়ক ও হৃদয় বিদারক সাক্ষাৎকার শুনে কষ্টে চোখে ভিজে গেল।"

আশরাফুর রহমান: একই অনুষ্ঠান সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ লিখেছেন, "ঈদ  উপলক্ষে প্রচারিত  দুই  পর্বের  বিশেষ  অনুষ্ঠান  খুব  সুন্দর  লেগেছে। ঈদ  মানে  খুশি। এই দিনে মিষ্টিসহ  বিশেষ  ধরনের  খাবার  খাওয়া,  ঘুরে  বেড়ানো-  ইত্যাদি  সবাই  খুব  উপভোগ  করেন। তবে  যারা  প্রবাসী তারা  দেশে  যেতে  না  পারায়  খুব  কষ্ট  পান। সবকিছু  মিস  করেন। এসব  নিয়ে ও  অনেক  কথা  অনুষ্ঠানে  সুন্দর  ও  প্রাঞ্জল ভাষায়  উপস্থাপিত  হওয়ায় বেশ  লাগল।" 

আকতার জাহান: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিকভাবে মতামত জানিয়ে ইমেইল করায় ভাই নাজিমউদ্দিন, শাহজালাল হাজারী, সহিদুল ইসলাম, মোঃ হোসাইন মুসা ও দেবাশীষ গোপ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ঈদুল আজহার আগাম শুভেচ্ছা।

নাসির মাহমুদ: ঈদুল ফিতর উপলক্ষে অনেক শ্রোতা আমাদেরকে ইমেইল করে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমেও অনেকে অভিনন্দন বার্তা দিয়েছেন। তাদের কয়েকজনের নাম-ঠিকানা উল্লেখ করছি:

  • পবিত্র মক্কা থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু
  • টাঙ্গাইল থেকে আবু তাহের
  • কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে এস. এম. হৃদয় রহমান
  • ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাটশিমলা থেকে প্রদীপ বসাক
  • আসামের জোরহাট থেকে পৃথ্বীরাজ পুরকায়স্থ
  • জয়ন্ত চক্রবর্তী, নতুন দিল্লি থেকে
  • এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থেকে দেশমাতৃ্কা প্রসাদ রায়, মাম্পী রায় ও দেদীপ্যমান রায়  

আশরাফুর রহমান: ঈদ শুভেচ্ছা জানানোয় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এভাবেই আমাদের পারস্পরিক বন্ধন দৃঢ় হবে।

বাংলাদেশের কিশোরগঞ্জের ধলিয়ারচর গ্রামের শিকদার মডেল একাডেমি সহকারী শিক্ষক মোঃ রবিউল আউয়াল পাঠিয়েছেন আসরের এবারের মেইলটি।

রেডিও তেহরানের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "নানা অপসংস্কৃতির ভিড়ে সুস্থধারার বিনোদনের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান। বেতারটির অনুষ্ঠান পরিকল্পনা পরিবেশনা মনোমুগ্ধকর। বর্তমান লেজুড়বৃত্তির যুগে সাহসিক, সত্যনিষ্ঠ সংবাদ উপস্থাপনে পার্সটুডে'র জুড়ি নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে তখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য রেডিও তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুন্দর এই প্লাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই নরসুন্দা বেতার শ্রোতা পরিবারের আতিকুল ইসলামকে।"

আকতার জাহান: ভাই রবিউল আউয়াল, রেডিও তেহরান ও পার্সটুডে সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আপনাকে এবং আতিকুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে।

নাসির মাহমুদ: নিশ্চয়ই আব্দুস সালাম সিদ্দিক ভাই পাঠিয়েছেন?

আকতার জাহান: হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন নাসির ভাই। অনেকদিন পর এ শ্রোতাবন্ধুর মেইল পেলাম। সাড়ে চারশ শব্দের বিশাল এ চিঠিতে তিনি রেডিও তেহরানের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন সাহিত্যের ভাষায়। লিখেছেন:

আশরাফুর রহমান: "প্রিয় রেডিও তেহরান, তোমাকে আমি বড় ভালোবাসি। আমার প্রাণের চেয়েও তুমি অতি প্রিয় আমার। তোমার প্রতি প্রেম ভালোবাসা আছে বলেই শিখতে পেরেছি কালা অক্ষরের সুন্দর শব্দের সাথে খেলা। তোমার অনন্য অনুভূতির আলোকনন্দিত শব্দ ছন্দের বিচক্ষণ ও নিখুঁত গাঁথুনিতে বেশ আলোকময়ী প্রাঞ্জল ও সুপাঠ্য অনুষ্ঠানমালার রচনাশৈলীর চমৎকার উপস্থাপন ও অসাধারণ অভিব্যক্তি শ্রবণে বার বার মুগ্ধতায় আচ্ছন্ন হই।"

নাসির মাহমুদ: ভাই আব্দুস সালাম সিদ্দিক, চমৎকার কথামালায় সাজানো চিঠিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন।

বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আলী সাহারদী থেকে উৎস ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচ এম তারেক পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "নতুন ধারাবাহিক সোনালি সময়-এর প্রথম পর্ব শুনলাম।  এতে প্রচারিত একটি বাক্যটিই বলে দেয় অনুষ্ঠানটির গুরুত্ব কতখানি? বাক্যটি হলো-  'কেবল ঈমান ও জ্ঞানের নিয়ন্ত্রণই তারুণ্য বা যৌবনকালকে এগিয়ে নেয় প্রকৃত মনুষ্যত্ব ও মানবীয় উচ্চতর কল্যাণের দিকে।' রেডিও তেহরান এর নিকট কৃতজ্ঞতা -এমন একটি অনুষ্ঠানের আয়োজন জন্য।" 

আকতার জাহান: ভাই এইচ এম তারেক, তারুণ্যের শক্তি কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান 'সোনালি সময়' আপনার ভালো লেগেছে জেনে আমাদের ভালো লাগল। আশা করি আবারো লিখবেন।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব বাংলাদেশের এক শ্রোতাবন্ধুর সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।

 

নাসির মাহমুদ: আসরের এ পর্যায়ে ভারত থেকে আসা দুটি মেইলের দিকে নজর দিচ্ছি।

আকতার জাহান: কারা পাঠিয়েছেন মেইলগুলো?

নাসির মাহমুদ: একটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল আর অন্যদিক পাঠিয়েছেন কোচবিহারের মেখলীগঞ্জ থেকে মনীষা রায়।

আশরাফুর রহমান: তারা কি একই বিষয়ে মতামত জানিয়েছেন?

নাসির মাহমুদ: হ্যাঁ, ফার্সি নববর্ষ-১৪০১ বা নওরোজ উপক্ষে গত ২১ মার্চ রেডিও তেহরান একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে। অনুষ্ঠানটি সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়েই তারা চিঠি লিখেছেন। বিধান চন্দ্র সান্যাল লিখেছেন, "ফার্সি নববর্ষ উপলক্ষে রেডিও তেহরানের নবরূপে অভিনব পরিবেশনা শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে। অনুষ্ঠানটির পরিবেশনার আঙ্গিক নিঃসন্দেহে প্রশংসার জন্য এবং শ্রোতাদের মনে বিশেষ দাগ কেটেছে। 'আবার এসেছে নওরোজ' সুরেলা কণ্ঠে গান গাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের খাঁটি আঞ্চলিক ভাষায় যেভাবে নাট্যরূপে অনুষ্ঠানটি সাজানো হয়েছে তাতে করে আমি রেডিওতে শোনার পর ফেসবুকে তিনবার শুনতে বাধ্য হয়েছি- অনুষ্ঠানটির আবেগময়তার অভিনবত্বের জন্য।"  

আকতার জাহান: একই অনুষ্ঠান সম্পর্কে বোন মনীষা রায় লিখেছেন,  "গত ২১ মার্চ ছিল ফারসি নববর্ষ বা নওরোজের প্রথম দিন। দিনটি উপলক্ষে রেডিও তেহরান বাংলার বিশেষ অনুষ্ঠান প্রাণভরে উপভোগ করলাম। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজনে ছিল আলোচনা, কৌতুক, গল্প এবং ফার্সি গান। নওরোজ সম্পর্কে অনেক অজানা তথ্য পেলাম এই অনুষ্ঠান থেকে; যা আমার আগে জানা ছিল না।   সবমিলিয়ে জম্পেশ একটা অনুষ্ঠান উপহার পেয়ে দারুণ উপভোগ করলাম।"  

আশরাফুর রহমান: নাসির মাহমুদ ভাইয়ের তৈরি করা অনুষ্ঠানটির প্রশংসা আমাদের অনেক শ্রোতা বন্ধুই করেছেন। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানিয়ে চিঠি লিখায় বিধান চন্দ্র সান্যাল ও মনীষা রায় আপনাদের দু'জনকেই অসংখ্য ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আজও আপনাদের জন্য রয়েছে একটি নাতে রাসুল। 'মাদিনাওয়ালা' শিরোনামের নাতটি কথা লিখেছেন ও সুর করেছেন এস এম মিলন। আর গেয়েছেন কণ্ঠশিল্পীগাজী আনাস রওশান, এস এম মিলন ও নাশীদ ব্যান্ড।

নাসির মাহমুদ: বন্ধুরা, আপনারা নাতটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#]

পার্সটুডে/আশরাফুর রহমান/২

 

 

ট্যাগ